0222xingkong
|
আ: সঙ্গে আছি আমি আলিমুল হক। আজকের প্রথম চিঠিটি লিখেছেন রাজশাহী জেলার মোঃ উজজল হোসেন। তিনি লিখেছেন: আপনারা বিভিন্ন শিল্পীর কাহিনী শোনান, তা ভাল লাগে। কিন্তু যখন কোনো শিল্পীর গান অতিরিক্ত বাজানো হয়, তখন তা আর ভালো লাগে না। আমার মাঝেমাঝে মনে হয়, চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগ থেকে যে অনুষ্ঠান বাংলাভাষাভাষী মানুষের জন্য প্রচার করা হয়, তা আপনারা ভুলে যান মাঝেমধ্যে। আমার মনে হয়, বেতারের অনুষ্ঠানে বেশি বেশি বাংলা গান শোনানো উচিত। আরেকটি কথা, আমি আপনাদের নিয়মিত একজন শ্রোতা এবং নিয়মিতভাবে মতামত দিয়ে থাকি। জানি না কেন আমার চিঠির কোন উত্তর পাচ্ছি না। অনেক কাজের মধ্যেও সময় বের করে সিআরইএর অনুষ্ঠান শুনি। আশা করি আমার চিঠির উত্তর দেবেন।
মু: আচ্ছা, বন্ধু উজজল হোসেন, আমি জানি না আপনি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনেন কি না? কারণ, আমার মনে আছে, আমি এর আগে কয়েকবার আপনার চিঠির উত্তর দিয়েছি আমাদের মুক্তার কথা অনুষ্ঠানে। আমি আপনাকে ইমেলও পাঠিয়েছি। আর গান সম্পর্কে আপনার মতামত আমরা কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছি। আশা করি, আপনি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন এবং মতামত পাঠাবেন।
আ: যশোর জেলার সুর-সংলাপ রেডিও ক্লাবের সম্পাদক মোঃ মুজিবুল হক তার ইমেলে লিখেছেন: সিআরআই বাংলা বিভাগের সবাইকে সুর-সংলাপ রেডিও ক্লাব যশোরের পক্ষ থেকে জানাই সশ্রদ্ধ সালাম ও সকাল বেলার শিশির ভেজা শুভেচ্ছা। জানুয়ারির প্রথম থেকে আপনাদের এফএম অনুষ্ঠান নতুন ফ্রিকোয়েন্সিতে ঢাকায় আর চট্টগ্রামে প্রচারিত হচ্ছে এবং অনুষ্ঠানের সময়ও ৬ ঘন্টায় উন্নীত করা হয়েছে জেনে খুবই খুশি হলাম। আরও খুশি হতাম যদি খুলনায় এফএম ফ্রিকোয়েন্সিতে অনুষ্ঠান প্রচার করা হত। আশা করছি ঢাকা আর চট্টগ্রামের শ্রোতাবন্ধুরা নতুন ফ্রিকোয়েন্সিতে আপনাদের অনুষ্ঠান শুনছেন এবং শর্টওয়েভের তুলনায় অনেক স্পষ্ট আওয়াজ উপভোগ করছেন। আরেকটি কথা, মিডিয়াম ওয়েভ অথবা শর্টওয়েভের মাধ্যমে আপনাদের প্রথম ঘন্টা, দ্বিতীয় ঘন্টা এবং তৃতীয় ঘন্টার বাংলা অনুষ্ঠান মিটার ব্যান্ড পরিবতর্নের খবর আমাদের ক্লাবের সকলের কাছে পৌছে দেওয়া হয়েছে। নিয়মিত অনুষ্ঠান শোনার ক্ষেত্রে যাতে কোন প্রকার অসুবিধা না-হয়, তার জন্য ক্লাবের পক্ষ থেকে নতুন মিটার ব্যান্ডসম্বলিত অনুষ্ঠানসূচি ক্লাব সদস্যদের মাঝে বিতরণ করা হয়েছে। 'পূবের জানালা' অনুষ্ঠানে ২০১৩ সালে চীনের জনপ্রিয় শব্দগুচ্ছ নিয়ে প্রচারিত অনুষ্ঠান ছিল খুবই তথ্যসমৃদ্ধ। ইউয়ু ইউয়ান থান পার্কে অনুষ্ঠিত বরফ উত্সবের হরেক রকম তথ্য উপস্হাপনা খুবই ভাল লেগেছে। ভারতে সম্পূর্ণ নারীদের দ্বারা পরিচালিত একটি রাষ্ট্রীয় ব্যাংকের যাত্রা শুরুর খবর নিয়ে ০৭.০১.২০১৪ তারিখের অনুষ্ঠানটি সময় উপযোগি ছিল। আপনাদের সাথে আমরাও বিশ্বাস করি এ রকম একটি ব্যাংক নারী সমাজের আথর্সামাজিক উন্নয়নে গুরুত্বপূণ র্অবদান রাখবে। মু: আচ্ছা, বন্ধু মুজিবুল হক, আপনি ও আপনার ক্লাবের কর্মকাণ্ড সত্যিই প্রশংসার দাবি রাখে। আপনি আমাদের অনুষ্ঠানের প্রশংসা করেছেন, এর জন্য ধন্যবাদ। পুবের জানালা অনুষ্ঠানের উপস্থাপককে আপনার মতামত জানিয়েছে। আশা করি, আপনার ক্লাবের অন্য সদস্যরাও আমাদেরকে চিঠি লিখবেন।
আ: কুমিল্লা জেলার আন্তর্জাতিক বাঁধন বেতার শ্রোতা সংঘের সভাপতি সোহাগ বেপারী তার ইমেলে লিখেছেন, মুক্তা আপু আমি চীন আন্তর্জাতিক বেতারের নিয়মিত ও পুরানো প্রত্রলেখক। 'চলুন বেড়িয়ে আসি' অনুষ্ঠানটি আমার খুব ভাল লাগ। ঘরে বসে জানতে পারি বিশ্বের অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান সর্ম্পকে। গত ০৮/০১/২০১৪ তারিখের 'চলুন বেড়িয়ে আসি' অনুষ্ঠানে বিশ্বের অন্যতম আকর্ষণীয় স্থান মালদ্বীপ সর্ম্পকে জানতে পেরে আমি অনেক আনন্দিত হয়েছি। আমি অনেক অনুপ্রাণিত হয়ে গেছি আপনাদের সুন্দর উপস্থাপনায় মালদ্বীপের পরিচিতি শুনে। সত্যি আপনাদের কোন ভাষায় কৃতঞ্জতা জানাবো সে ভাষা আমার জানা নাই। আমি পুরো অনুষ্ঠানটি মোবাইলে রেকর্ড করে রেখেছি। হয়ত কোনোদিন মালদ্বীপ আমার যাওয়া হবে না; কিন্তু আপনাদের মুখে মালদ্বীপের পরিচিতি শুনে খুব খুব ভাল লাগলো। কিছুটা হলেও মনের চাহিদা পূরণ হলো। আমার হৃদয় ছুঁয়ে গেছে আপনাদের সুরেলা কন্ঠে মালদ্বীপের পরিচিতি শুনে। এতো সুন্দর অনুষ্ঠান উপহার দেয়ার জন্য চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের সবাইকে আমার আমার শ্রোতা সংঘের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।
মু: আচ্ছা, আসলে 'চলুন বেড়িয়ে আসি' হল আমাদের একটি খুবই জনপ্রিয় অনুষ্ঠান। আপনার প্রশংসার কথা আমি অনুষ্ঠানের উপস্থাপককে জানিয়েছি। বন্ধু বেপারী, আপনার মতামতে জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি, অন্যান্য অনুষ্ঠানও সম্পর্কেও আপনার মূল্যবান মতামত আমরা পাব।
(গান)
আ: চুয়াডাঙ্গা জেলার মিতালি সিআরআই লিসনার্স ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মাদ আবদুল্লাহ তার ইমেলে লিখেছেন, ১৯৭৬ সালে প্রথম রেডিও পিকিং-এর বাংলা অনুষ্ঠান শুনতে শু্রু করি। এরপর রেডিও পিকিং হোল রেডিও পেইচিং এরপর চীন আন্তর্জাতিক বেতার। এই দীর্ঘ পথচলায় অনেক মধুর স্মৃতি জমা হয়েছে। আমি যখন প্রথম রেডিও পিকিং শোনা শুরু করি তখন মাধ্যমিকের ছাত্র। সন্ধার পর বইপএের আাড়ালে অনেক সংগোপনে রেডিও নিয়ে প্রিয় বেতারের অনুষ্ঠান শুনতাম আর নিয়মিত ভাবে চিঠি লিখতাম আপনাদের কাছে। চিঠি পাঠালেই কদিন পর হাজির হতো খামভর্তি ভিউকার্ড, অনুষ্ঠানসূচি, ব্যাজ, আরো কতকিছু। আমি নিয়মিত নানা প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতেছি নানা পুরষ্কার্ যা আজো সযত্নে তুলে রেখেছে আমার স্ত্রী। আমার দীর্ঘ শ্রোতাজীবনের অভিজ্ঞতা থেকে এটুকুই বলতে পারি, শ্রোতাদের প্রতি সিআরআই'র ভালবাসা ও আন্তরিকতা অনেক বেশি। ১৯৭৬ সাল থেকে ২০১৩ আমার সিআরআই বাংলা অনুষ্ঠান শোনার বয়স ৩৮ বছর। আমার বয়স এখন ৫৩; বাংলাদেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ব একটি ব্যাংকে কর্মরত আছি। প্রায় নিয়মিত এখনো শুনি আমার প্রিয় অনুষ্ঠান। ইচ্ছা থাকলেও নিয়মিত লেখা হয়ে ওঠে না। তবে নিয়মিত আপনাদের ওয়েবসাইট ভিজিট করতে ভুলি না। এই দীর্ঘদিন সিআরআই'র সাথে সম্পৃক্ত থাকতে পেরে আমি নিজেকে গর্বিত একজন বলে মনে করছি। কারণ, এই সুদীর্ঘ সময়কাল আমি সিআরআই থেকে অনেক কিছু জেনেছি, শিখতে পেরেছি, আমার জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করেছি। আজ এই চিঠি লেখার মাধ্যমে আমি বাংলা বিভাগের সকল নবীন ও প্রবীণ বন্ধুদেরকে নতুন বছর ২০১৪-এর আন্তরিক ভালবাসা ও শুভেচ্ছা জানাই। কামনা করি সিআরআই গত পহেলা জানুয়ারি হতে যে নুতন ভাবে বাংলানুষ্ঠান সম্প্রচার করছে তা শ্রোতাদের কাছে সমাদৃত হবে।
মু: বন্ধু মোহাম্মাদ আবদুল্লাহ, আপনার চিঠি আমাদেরকে অনেক মুগ্ধ করেছে, করেছে অনুপ্রাণিত। আপনি দীর্ঘকাল ধরে আমাদের সঙ্গে আছেন। আপনাকে আমাদের আন্তরিক ধন্যবাদ। আশা করি আপনি আজীবন আমাদের বন্ধু হয়েই থাকবেন এবং সময় ও সুযোগ পেলে আমাদের চিঠি লিখেচ মতামত দেবেন ও উত্সাহিত করবেন।
আ: কুষ্টিয়া জেলার ফ্রেন্ডশিপ বেতার শ্রোতা সংঘের সভাপতি এ এম মজনু বিশ্বাস তার চিঠিতে লিখেছেন, ...
মু: বন্ধু বিশ্বাস, আপনাকে চিঠির জন্য ধন্যবাদ।
আ: ঢাকার উত্তরণ সিআরআই লিসেনার্স ক্লাবের মহা-পরিচালক মোঃ মঞ্জুরুল আলম রিপন লিখেছেন, চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগ থেকে যে সকল প্রতিযোগিতার বিজয়ীদের উপহার পাঠানো হয় তার আনন্দসংবাদ খুব কম সময় আপনাদের কাছে পৌঁছে। আপনাদের পাঠানো উপহার শ্রোতামহলে কতটা গুরুত্বপূর্ণ নিচের সংবাদ থেকে তা সহজেই অনুমান করা যায়। গত ডিসেম্বর ৩০ তারিখে 'এশিয়া টুডে' অনুষ্ঠান থেকে পাওয়া উপহারের সংবাদ ও ছবি আমার ফ্যানপেইজে প্রকাশ করার পর দুদিনে সংবাদটি ৫৭৬ জন পাঠক বা শ্রোতা রিড করেন বা দেখেন। যেখানে অন্যান্য সংবাদ ২০০-এর বেশি শ্রোতা কখনো পড়ে না। বিষয়টি অবাক করার মত, তাই না! আমি মনে করি বাংলা বিভাগ থেকে যেসকল অনুষ্ঠান প্রচারিত হবে প্রতিটি বিভাগ থেকে কুইজ, সেরা শ্রোতা, উৎসাহী শ্রোতা, বার্ষিক সেরা শ্রোতা ও জ্ঞানযাচাই প্রতিযোগিতার আয়োজন করে বিজয়ীদের নাম ঘোষণা করে নিয়মিতভাবে শ্রোতাদের পুরস্কৃত করলে সিআরআই-এর অনুষ্ঠান শোনার ব্যাপারে তাদের আগ্রহ আরো বাড়বে। এক্ষেত্রে আপনাদের ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ।
মু: বন্ধু রিপন, আসলে আমাদের প্রায় প্রতিটি অনুষ্ঠানে কুইজ, শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচনের ব্যবস্থা রয়েছে। আমরা আশা করি, শ্রোতারা ইতিবাচকভাবে আমাদের কুইজে অংশ নেবেন এবং নিয়মিত আমাদের লিখবেন। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ।
আ: প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আর হ্যা, আমাদের চিঠি লিখতে ভুলবেন না।
মু: আমাদের সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান শুনুন আর আপনার যে-কোনো মতামত বা প্রশ্ন পাঠিয়ে দিন চিঠি বা ই-মেলের মাধ্যমে। আমাদের সঙ্গে যোগাযোগের ডাক ঠিকানা হচ্ছে: বাংলা বিভাগ, সি আর আই-১১ চীন আন্তর্জাতিক বেতার। PO.BOX NO: 4216, BEIJING, POST CODE NO: 100040, CHINA. আপনারা ঠিকানা ইংরেজিতে লিখলে ভাল। আমাদের ই-মেল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn এবং আমার নিজস্ব ইমেল ঠিকানা হল caiyue@cri.com.cn। 'মুক্তার কথা' অনুষ্ঠান সম্পর্কিত ইমেল আমার নিজস্ব ইমেল ঠিকানায় পাঠালে ভালো হয়। ওয়েবসাইটের মাধ্যমে আপনি আমাদের অনুষ্ঠান, চীন ও চীন আন্তর্জাতিক বেতার সম্বন্ধে আরো বিস্তারিত তথ্য জানতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে bengali.cri.cn। আপনার মতামত আপনি সরাসরি ওয়েবপেইজে লিখতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। (ছাই/আলিম)