Web bengali.cri.cn   
মুক্তার কথা-১৫ ফেব্রুয়ারি
  2014-03-13 13:23:44  cri


মু: সুপ্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন সুদূর পেইচিং থেকে সম্প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'মুক্তার কথা'। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মুক্তা।

আ: সঙ্গে আছি আমি আলিমুল হক। সরাসরি বসছি আপনাদের চিঠিপত্রের ঝাপি নিয়ে।

আ: বাংলাদেশের কুমিল্লা জেলার আন্তর্জাতিক বাঁধন বেতার শ্রোতা সংঘের সভাপতি মোঃ সোহাগ বেপারী লিখেছেন, শিশির ভেজা সরিষা ফুলের শুভেচ্ছা নিবেন। সেই সাথে শীতের ফুলি পিঠা খাবার আমন্ত্রণ। শীতের সকাল অন্য রকম ভাল লাগে। চারদিক কুয়াশায় ঢাকা, সুদূরে তাকালে কিছু দেখা যায় না। আমি দাঁড়িয়ে থাকি আমার প্রিয় ডাকাতিয়া নদীর পাড়ে। উওরের হিমেল হাওয়া কাঁপন দিয়ে যায়। মসজিদ থেকে দূর থেকে বেসে আসে মুয়াজ্জিনের আযানের ধ্বনি। পুব আকাশে সূর্যটা উঁকি দেয়। কুয়াশা ভেদ করে তার রোদেলা ঝিলিক ঢেলে দেয় প্রকৃতির বুকে। তখন প্রকৃতি তার নতুন রূপে সেজে তার সৌন্দর্যের আবরণ খুলে দেয়। দু'চোখ দিয়ে তাকালে মনটা ভরে যায়। মনের আয়নায় অজানা কত কথা, কত স্মৃতি ভেসে ওঠে। আমি হারিয়ে যাই প্রকৃতির মাঝে। ডাকাতিয়া নদীর পাড়ে একলা বসে আপন মনে হৃদয়ের মাঝে রং তুলি দিয়ে চীন আন্তর্জাতিক বেতারের ছবি আঁকি আর আপনাদের কথা ভাবি। চীন আন্তর্জাতিক বেতার কি ভালবাসবে আমায় বন্ধু করে নেবে আমায় । বলতো ভাইয়া আপু ?

মু: বন্ধু বেপারী কবির মত সুন্দর করে চিঠি লিখেছেন। আপনাকে এত সুন্দর চিঠি উপহার দেয়ার জন্য ধন্যবাদ জানাই।

আ: সিলেট জেলার মোফিজুর রহমান ইমেলে লিখেছেন, নতুন বছর সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি আর আনন্দ। সঞ্চারিত হাজার আশা হে শুভ নববর্ষ, আশা করি বিশ্বাসে আসবে শান্তি, চিত্তে আসবে হর্ষ। বিগত দিনের গ্লানিময়তায় জীবন হয়েছে তিক্ত, তোমার নব ঝর্ণা ধারায় কর এ জীবন সিক্ত। গৌরদ্যান হাজার ফুলের যেথা আছে মরুভূমি, হৃদয় থেকে উঠে আশা সুর শুভেচ্ছা নিও তুমি। "শুভ চীনা নববর্ষ ...!!!"

মু: বন্ধু মোফিজুর রহমানকে ধন্যবাদ জানাই। তিনি চীনা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন 恭贺新禧,万事如意。祝福您,新年快乐。মানে আপনার সৌভাগ্য কামনা করছি, শুভ বসন্ত উত্সব। ভাই মোফিজুর, আপনি কোথায় চীনা ভাষা শিখেছেন? আমাকে জানাবেন। আপনাকে আবারও ধন্যবাদ জানাই।

আ: পাবনা জেলার পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাবের মিসেস তাবাসসুম চীনের বসন্ত উত্সব উপলক্ষে একটি কবিতা লিখেছেন। তাঁর কবিতার শিরনাম হল ''চীনের বসন্ত উৎসব" আমি এখানে আপনাদেরকে তাঁর এ কবিতা পড়ে শোনাবো।

চীনের বসন্ত উৎসব

আনন্দ মুখর পরিবেশ।

চলচ্চিত্র সিংহ নাচ

এ উৎসবে লাগে বেশ।

নতুন জামা পরে

চা বাদাম চিয়াও চি খেয়ে

আনন্দে ছুটে যাই

উৎসবের গান গেয়ে।

লন্ঠন প্রদর্শনীর সমারোহে

মনোরম দৃশ্যের আলোকে

বসন্ত উৎসব হয় পালিত।

হে বসন্ত উৎসব

তুমি থাকো মানুষের অন্তরে

যুগ যুগান্তরে।

মু: আচ্ছা, বন্ধু তাবাসসুম, আপনাকে কবিতার জন্য ধন্যবাদ জানাই। এখন বিশ্বের অনেক দেশেই চীনের বসন্ত উত্সব পালিত হয়। আশা করি, শ্রোতারা আমাদের সঙ্গে বসন্ত উত্সবের আনন্দ উপভোগ করতে পারবেন।

আ: দিনাজপুর জেলার অর্জুন রয় লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠানের একজন অন্ধ ভক্ত। এর কারণ অন্য সময় বলবো৷ তবে অন্ধের প্রতি সদয় হবেন। অথাৎ আপনারা আমায় যদি বন্ধু হিসাবে গ্রহণ করেন খুব খুশি হবো। সি আর আই-এর প্রতিটি অনুন্ঠান আমার খুব ভালো লাগে। কনফুসিয়াস ক্লাসে চীনা ভাষা শেখানোর পশাপাশি যদি শ্রোতাদের চীনা শিখার বই প্রদান করা হত তাহলে খুব ভালো হতো। অন্তত আমার জন্য। সুরের ধারায়' লেডি কিলার' লিন জিনজুয়ের কন্ঠ ভাল লেগেছে। আপনাদের বন্ধু হতে হলে কেমন করে হতে হবে এবং কী করতে হবে আমাকে জানাবেন।

মু: আচ্ছা, বন্ধু অর্জুন রয়, আমাদের শ্রোতা হিসেবে নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনা, আমাদেরকে মতামত দেয়া এবং আমাদের প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। আসলে আমি আপনার নাম শ্রোতা নামতালিকায় অন্তর্ভুক্ত করেছি। আশা করি, আপনি নিয়মিত আমাদেরকে চিঠি লিখবেন।

আলিম: পাবনা জেলার পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাবের প্রতিষ্ঠাতা ও সম্পাদক ডা এস এম এ হান্নান চিঠিতে লিখেছেন, চীনা বসন্ত উৎসব বহে নিরন্তর অনন্ত আনন্দধারা। শীতের রিক্ততায় প্রকৃতি আর কুয়াশার চাদরে মোরা, তারই মধ্যে বসন্ত উৎসবের আগমনি বার্তা নিয়ে এলো। এ বসন্ত উৎসব আমাদের সবার জীবনে পুষ্প পল্লবের সজিবতা নিয়ে এসেছে। স্বাগত বসন্ত উৎসবকে। বিশ্ব মাঝে বসন্ত উৎসব ছড়িয়ে দিক দিকে দিকে জয়ধ্বনি। এ বসন্ত উৎসব সৌন্দর্য ও মহিমা প্রকাশ চেতনার বিকাশ ঘটুক, মুক্ত ধারা উৎসারিত হোক। বর্ণাঢ্য শোভাযাত্রা নৃত্য পরিস্ফুটনে রুপায়ণ হোক। বাংলাদেশের পক্ষ থেকে জানাই বসন্ত উৎসবের বাহারী ফুলের শুভেচ্ছা। শুভ বসন্ত উৎসব।

মু: আচ্ছা, বন্ধু হান্নান, আপনাকে আমাদের বসন্ত উত্সবের শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ জানাই। বসন্ত উত্সব আসলে চীনা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্সব। বসন্ত উত্সব হল চীনা চান্দ্র পঞ্জিকার নববর্ষ। আজকে হল চীনা ক্যালেন্ডারের প্রথম মাসের ১৬ তারিখ। গতকাল ছিল ইউয়েন সিয়াও উত্সব। এ উত্সবে লন্ঠন উপভোগ আর ইউয়েন সিয়াও নামে এক ধরনের খাবার খাওয়ার রেওয়াজ আছে। নিজের বাড়ীর সামনে বাতি ঝুলানো ছাড়া বড় বড় রাস্তা ও বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্রে নানা ধরনের লন্ঠন প্রদর্শনীর আয়োজন করা হয, সেদিন আবালবৃদ্ধবনিতা সারা রাত ঘুরে ঘুরে লন্ঠন উপভোগ করেন, লন্ঠনে লেখা ধাঁধার কথা চিন্তা করেন এবং ড্রাগন নাচ দেখেন। ইউয়েন সিয়াও এক ধরনের মিষ্টি খাবার। প্রাচীনকাল থেকেই অর্থাত সুং রাজবংশ থেকে চীনারা এই ধরনের খাবার খেতে শুরু করেন। ইউয়েন সিয়াও হচ্ছে বিনী চালের গুড়া দিয়ে তৈরী ছোট গোল গোল খাদ্যবন্তু, এগুলোর ভিতরে চিনি মেশানো নানা ধরনের মিষ্টিপুর দেয়া হয়। ইউয়েন সিয়াও তৈরীর পর গরম পানিতে সিদ্ধ করা হয়, সিদ্ধ করা ইউয়েন সিয়াও নরম ও মিষ্টি। সাধারণত এ উত্সবের পর চীনের বসন্ত উত্সব শেষ হয়।

আ: কুষ্টিয়া জেলার এ এম মজনু বিশ্বাস চিঠিতে লিখেছেন, ...

মু: মজনু বিশ্বাসকে চিঠির জন্য ধন্যবাদ।

আ: বগুড়া জেলার মোঃ সাইফুল ইসলাম ইমেলে লিখেছেন, ...

মু: আচ্ছা, বন্ধু সাইফুল ইসলাম, আপনাকে আমাদের মতামত দেয়ার জন্য ধন্যবাদ জানাই। এখন বসন্ত উত্সব শেষ হয়ে গেছে। তবুও আপনার পাঠানো বসন্ত উত্সবের শুভেচ্ছা আমরা আনন্দচিত্তে গ্রহণ করলাম। ভালো থাকবেন।

(গান)

আ: ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাবের মহ: হাফিজুর রহমান তার ইমেলে লিখেছেন, তুলনাবিহীন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের উন্নয়ন, সমৃদ্ধি, সুনাম ও সুখ্যাতি কামনা করি। আশা করি ভীষণ ভীষণ ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। আপনাদের কাছে আমার এই পত্র বিশেষ কারণে লিখছি। আমি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের প্রতিটি অনুষ্ঠান নিয়মিত শুনি এবং বিভিন্ন কুইজে অংশ নিয়ে থাকি। আমি বেশ কয়েকটি বিভাগে বিজয়ী হয়েছি। তার জন্য আমার নাম সংশ্লিষ্ট বিভাগ থেকে ঘোষণা করা হয়েছে। আমি বিজয়ী হিসাবে কয়েকটি পুরস্কার হাতেও পেয়েছি। যেমন চলতি প্রসঙ্গ, দৃষ্টির সীমানায়, সাহিত্য ও সংস্কৃতি। কিন্তু বেশ কয়েকটি বিভাগ থেকে আমার প্রাপ্য পুরস্কার এখনো হাতে পাইনি। আমি সেই তালিকা পাঠালাম। আশা করি ইতিবাচক ভূমিকা নিয়ে আমার প্রাপ্য পুরস্কারগুলি পাঠিয়ে আনন্দিত ও অনুষ্ঠান শুনে মতামত পাঠাতে আরো উত্সাহিত করবেন।

মু: আচ্ছা, বন্ধু হাফিজুর রহমান নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনেন, আমাদেরকে ইমেল লিখেন এবং আমাদের প্রতিযোগিতায় অংশ নেন। তাকে ধন্যবাদ জানাই। আপনি বলেছেন, কয়েকটি অনুষ্ঠানের ঘোষিত পুরস্কার হাতে পাননি। কিন্তু আমরা সব পুরস্কার ঠিক ঠিক পাঠিয়েছি। আপনি কেন পুরস্কার পেলেন না, তা আমরাও বুঝতে পারছি না। আপনার অভিযোগ সংশ্লিষ্ট বিভাগকে জানিয়েছি। আশা করি, আপনি নিয়মিত আমাদের প্রতিযোগিতায় অংশ নেবেন এবং আরো পুরস্কার জিতে নেবেন।

আ: প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আর হ্যা, আমাদের চিঠি লিখতে ভুলবেন না।

মু: আমাদের সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান শুনুন আর আপনার যে-কোনো মতামত বা প্রশ্ন পাঠিয়ে দিন চিঠি বা ই-মেলের মাধ্যমে। আমাদের সঙ্গে যোগাযোগের ডাক ঠিকানা হচ্ছে: বাংলা বিভাগ, সি আর আই-১১ চীন আন্তর্জাতিক বেতার। PO.BOX NO: 4216, BEIJING, POST CODE NO: 100040, CHINA. আপনারা ঠিকানা ইংরেজিতে লিখলে ভাল। আমাদের ই-মেল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn এবং আমার নিজস্ব ইমেল ঠিকানা হল caiyue@cri.com.cn। 'মুক্তার কথা' অনুষ্ঠান সম্পর্কিত ইমেল আমার নিজস্ব ইমেল ঠিকানায় পাঠালে ভালো হয়। ওয়েবসাইটের মাধ্যমে আপনি আমাদের অনুষ্ঠান, চীন ও চীন আন্তর্জাতিক বেতার সম্বন্ধে আরো বিস্তারিত তথ্য জানতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে bengali.cri.cn। আপনার মতামত আপনি সরাসরি ওয়েবপেইজে লিখতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। (ছাই/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040