Web bengali.cri.cn   
মুক্তার কথা-০১ ফেব্রুয়ারী
  2014-03-13 13:23:44  cri


মু: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সুদূর পেইচিং থেকে সম্প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'মুক্তার কথা'। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মুক্তা।

আ: সঙ্গে আছি আমি আলিমুল হক।

মু: আজ চীনের বসন্ত উত্সবের দ্বিতীয় দিন। চীনে এদিন স্ত্রীরা স্বামী ও ছেলে-মেয়ে নিয়ে নিজের বাবা-মার বাড়িতে বেড়াতে যান। এটা অনেক পুরনো রীতি। আগে আমি দক্ষিণ এশিয়ার সংগীত আনুষ্ঠানে আপনাদেরকে 'মার বাড়িতে ফিরে যাই' নামের একটি গান শুনিয়েছিলাম। বসন্ত উত্সবের দ্বিতীয় দিনে চীনা মেয়েদের বাবা-মার বাড়িতে বেড়াতে যাওয়ার ঘটনাই বর্ণনা করা হয়েছে ওই গানে। আচ্ছা আলিম, বাংলাদেশে বিয়ের পর মেয়েরা বাবা-মার বাড়িতে বেড়াতে যায় কি?

আ: মুক্তা, বাংলাদেশের মেয়েরা বিয়ের পর অবশ্যই বাবা-মার বাড়িতে বেড়াতে যায়। বিভিন্ন উত্সব-পার্বনে তারা বাবা-মায়ের সঙ্গে দেখা করতে যায়। মেয়েদের মায়ের বাড়ি বেড়াতে যাওয়াকে 'নাইয়র' বলে। শহরাঞ্চলে অবশ্য নিয়ম করে মেয়েরা বাবার বাড়ি বা বাসায় যায় না। বছরজুড়েই বাবা-মায়ের সঙ্গে বিবাহিত মেয়েদের যোগাযোগ থাকে।

মু: আচ্ছা, তাহলে আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে আরেকবার 'মার বাড়িতে ফিরে যাই' নামের এ গানটি শোনাবো। গানের কথাকে বাংলা করলে অনেকটা এমন দাঁড়াবে: কার বাড়ির বৌ এত দ্রুত হাঁটে/ আহা! সে হয়তো নিজের মায়ের বাড়ি যাচ্ছে/ একটি বড় লাল কোট পরেছে সে, মাথায় গুজেছে একটি লাল রঙের ফুল/ যত্ন করে মুখে মেখেছে পাউডার/ তার ডান হাতে একটি মুরগি, বাম হাতে হাঁস/ কোলে আছে একটি বাচ্চা/ অন্ধকার মেঘ ও বাতাস ধেয়ে আসছে/ যে কোনো সময় পড়বে বৃষ্টি/ দেখি লুকানোর কোনো জায়গা নেই/ বৃষ্টিতে ভিজে যাচ্ছে শরীর, লাল কোট/ লাল রঙ ফুল মাটিতে পড়ে গেছে, গালে মাখা লাল রুজ লাল মাটিতে পরিণত হয়ে গেছে/ মুরগি ও হাঁস উড়ে গেছে/ বাচ্চাটি পেয়েছে ভয়।... তাহলে আমরা একসঙ্গে এ গানটি শুনবো।

(গান)

আ: সুপ্রিয় শ্রোতা, এখন বসছি আপনাদের চিঠিপত্রের ঝাপি নিয়ে। আজকের প্রথম চিঠি লিখেছেন ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার অজয় কুমার সরকার। তিনি লিখেছেন: প্রতিদিনকার সংবাদে ভারত, বাংলাদেশ এমনকি স্থানীয় পশ্চিমবঙ্গের সংবাদ পেয়ে আমরা খুব আনন্দিত। তবে প্রতিদিন সঙ্গীতানুষ্ঠানের সময় কমিয়ে দেওয়ার অনুরোধ জানাই।

মু: আচ্ছা, বন্ধু অজয়, আপনার মতামতের জন্য ধন্যবাদ জানাই। আমরা অবশ্যই শ্রোতাদের মতামত বিবেচনা করে আরো সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার চেষ্টা অব্যাহত রাখবো।

আ: বাংলাদেশের পাবনা জেলার পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাবের ডা এস এম এ হান্নান তার ইমেলে লিখেছেন: আমি চীন আন্তর্জাতিক বেতারের নিয়মিত পুরনো, উত্সাহী ও ভক্ত শ্রোতা ও মতামতদাতা। অথচ দুঃখের বিষয় সিআরআই আমাকে মনেপ্রাণে গ্রহণ করছে না। আমি ইতিমধ্যেই সি আর আই এর অনেক শ্রোতা তৈরী করেছি এবং অনুষ্ঠানের মাধ্যমে চীনা ভাষা শেখার চেষ্টা করছি। দুঃখজনক হলেও সত্য আমাদের সক্রিয় শ্রোতা ক্লাবের অনেকে চীনা গল্প, চীনা স্বাদসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে একটিতেও বিজয়ী হতে পারেনি। আমি চীন আর্ন্তজাতিক বেতারের সাফল্য কামনা করি।

মু: বন্ধু হান্নান, আমরা কোনো শ্রোতাকেই অবহেলা করি না। সকল শ্রোতাই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। আপনার ক্লাবের কেউ পুরস্কার পায়নি মানে এই নয় যে, এটা ইচ্ছাকৃত। আশা করি ভবিষ্যতে আপনার পুরস্কৃত হবেন। আপনাকে ধন্যবাদ।

আ: আমাদের শ্রোতা রাফিকুল ইসলাম তার ইমেলে লিখেছেন, মুক্তা আপু, আমার অনেক অনেক সালাম নিবেন। আপনি ভাল আছেন তো? আলিম ভাইকে জানাই প্রীতি ও অনেক শুভেচছা। আপু, আমি বাংলাদেশের নওগাঁ জেলা থেকে আমার চীনা গল্প প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কারের জন্য মনোনীত হয়েছি।

ফলাফল ঘোষিত হয়েছে গত ২০১৩/১১/২৩ইং তারিখে। আমার এখন একটাই জিজ্ঞাসা, আমি কি আমার রচনা প্রতিযোগিতার বিজয়ী হিসাবে আমার নির্ধারিত পুরস্কারটি হাতে পাব? আপু, আপনারা কি দশজন বিজয়িকে ইতিমধ্যে তাদের নির্ধারিত পুরস্কারগুলো পাঠিয়ে দিয়েছেন? প্লিজ, আমার প্রাপ্য পুরস্কারটি আমার পুর্ণ ডাক ঠিকানা ব্যবহার করে রেজিঃ ডাকে আমার কাছে পাঠিয়ে দিবেন। আমি কথা দিচিছ, আমি পুরস্কার হাতে পাওয়া মাত্র অতি দ্রুত তার প্রাপ্তি সংবাদ আপনাদের ই মেইলে জানাব ইনশাআল্লাহ।

মু: বন্ধু রাফিকুল, আমি আসলে আপনাদেরকে পুরস্কার পাঠিয়েছি। পুরস্কার হল একটি রেডিও সেট। আপনি এখনো পাননি কেন আমিও জানি না। আমি পেইচিংয়ের ডাকঘরকে জিজ্ঞাস করবো।

আ: খুলনা জেলার সি আর আই-সাউথ এশিয়া রেডিও ক্লাবের মিঠুন কান্তি রায় ইমেলে লিখেছেন, আমি খুবই আনন্দিত গত ৪

জানুয়ারী মুক্তার কথা অনুষ্ঠানে আমার মোবাইল কনফারেন্স প্রচার করার জন্য, এ অনুষ্ঠানের পুনঃপ্রচার আমি আমার বন্ধুদের শুনিয়েছি, আমার বন্ধুরাও খুব আনন্দিত। সি আর আই তে আমাকে এমন সুযোগ করে দেওয়ার জন্য দিদারুল ভাই, মুক্তা আপু ও আলিম ভাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এখন থেকে নিয়মিত আপনাদের কাছে চিঠি লিখে যাব এবং কথা দিচ্ছি আগামী ৫ মাসের মধ্যে অনর্গল চীনা ভাষায় কথা বলব। আমি বর্তমানে সি আর আই-এস এম এফ কনফুসিয়াস ক্লাসরুমে চীনা ভাষা শিখছি আমার জন্য দোয়া করবেন। আমার ইচ্ছা আমি ভবিষ্যতে চীন আন্তর্জাতিক বেতারে অনুষ্ঠান উপস্থাপনা করব আমার স্বপ্ন যেন সত্যি হয়। চিঠির উত্তরের অপেক্ষায় রইলাম। জাই চিয়েন।

মু: আচ্ছা মিঠুন কান্তি রায় আপনাকেও আমাদের মোবাইল কনফারেন্সে অংশ নেয়ার জন্য ধন্যবাদ জানাই। আমি আশা করি, আরো বেশি শ্রোতা আমাদের অনুষ্ঠানে অংশ নেবেন। আশা করি, সুযোগ পেলে আমাদের ঢাকায় এম এফ কনফুসিয়াস ক্লাসরুমে চীনা ভাষা শিখবেন।

আ: মোঃ উজ্জল হোসেন তার ইমেলে লিখেছেন, প্রিয় মুক্তা আপু আসছালামু আলাইকুম। CRI এর অনুষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ করে সুরের ধারায় রিংটন, মিউজিক ও বিদেশী গান বাঁজান তা দর্শক প্রিয় হচ্ছে না। এমন অনুষ্ঠান শুরু করেন যা দর্শক প্রিয় হয়। আমার প্রস্তাব যেমন ১. কৃষি/ চাষাবাদ ২. অল্প পরিশ্রমে লাভজনক ব্যবসা ৩. রোগ নিরাময় চিকিৎসা ৪. পৃথিবীর বিভিন্ন দেশের উন্নতির মূল কাহিনী ৫. কবি সাহিত্যিকদের জীবনী ৬. গাড়ি চালানো সঠিক নিয়ম ইত্যাদি আলোচনা করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।

মু: আচ্ছা, অনেক শ্রোতা আমাদের নতুন অনুষ্ঠানের অনুরোধ জানিয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই। আসলে আপনাদের প্রস্তাবে আমরা আরো সুন্দর অনুষ্ঠান করতে পারি। আমরা অবশ্যই আপনাদের মতামত বিবেচনা করবো।

আ: রাজবাড়ী জেলার ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল রেডিও ক্লাবের প্রীতম রুদ্র চিঠিতে লিখেছেন, রেডিও সিডিউল হারিয়ে যাবার কারণে অনেকদিন যাবত্‍ অনুষ্টান শুনা হয় না। যাইহোক আমাদের বন্ধুর কাছ থেকে তা সংগ্রহ করতে পেরেছি। আপনাদের সকল অনুষ্টানই ভাল লাগে।

মু: তাহলে বন্ধু প্রীতম রুদ্র, আশা করি, এখন থেকে আপনি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন এবং চিঠি লিখবেন।

আ: রাজশাহী জেলার মোঃ এনামুল হক ইমেলে লিখেছেন, মুক্তা আপু ও আলিম ভাইয়া; আপনাদের প্রতি নববর্ষ-২০১৪ এর শুভেচ্ছা রইল। আশা রাখি আপনারা ভাল আছেন। আমি আপনাদের "মুক্তার কথা" অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা। আপনাদের এই জনপ্রিয় অনুষ্ঠান আমার খুবই ভাল লাগে। গত ১১ জানুয়ারির অনুষ্ঠানে মোবাইল কনফারেন্সের ২য় পর্ব শুনলাম। বিভিন্ন শ্রোতা নতুন বছরে তাদের-শুভেচ্ছাবাণী, সিআরআই এর অনুষ্ঠান সম্পর্কে মতামত, প্রস্তাব, নির্দেশনা প্রভৃতি পেশ করেছেন। নতুন বছরে এ অনুষ্ঠানকে সার্থক ও প্রাণবন্ত করে তুলতে পারবেন বলে আশা করছি। এ অনুষ্ঠানের সময় কিছুটা বাড়ানোর আবেদন জানাচ্ছি। এ ছাড়া আপনাদের কাছে পাঠানো ইমেলের Auto Reply চালুর ব্যবস্থা করবেন। কারণ, আমরা ইমেল করেও অনেক সময় উত্তর পাই না। আপনাদের কাছে ইমেল পৌঁছায় কি না, বুঝতে পারি না।

মু: বন্ধু এনামুল হক, আপনি অনেক ভাল প্রস্তাব করেছেন। আমি আপনাকে ইমেল করেছি। আপনি পেয়েছেন কি? আপনাকে নিয়মিত আমাদেরকে ইমেল লেখার জন্য ধন্যবাদ জানাই।

আ: নাটোর জেলাল সোলাইমান মল্লিক তার চিঠিতে লিখেছেন, শুভেচ্ছা নিবেন। গত দুটি পর্বে মুক্তার কথা অনুষ্ঠানে মোবাইল কনফারেন্সে নেওয়া অনেক শ্রোতার মতামত বাদ পড়ে গেছে। এ জন্য আন্তরিক দুঃখিত। মনিটর সাহেবের একতরফা ইচ্ছামত কনফারেন্স অন্য সব শ্রোতাদের দূরে ঠেলে দিচ্ছে। আপনাদের বর্তমান অনুষ্ঠানগুলো ভাল, তবে প্রতিদিন দীর্ঘ সময়ধরে সুরের ধারা বিরুক্তিকর মনে হচ্ছে । শ্রোতাদের মতামত ও প্রতিবেদন কম হচ্ছে। যারা নিয়মিত শ্রোতা তাদের গুরুত্ব কমে যাচ্ছে। সি আর আই এ নাম ই শোনা যায় না, অথচ তারা বিজয়ী হচ্ছে। আমার মতে আপনাদের একনিষ্ঠ শ্রোতা ভারতের হাফিজুর রহমান পাবনার ডা হান্নান ভাই উত্তরণের প্রকৌশলী রীপন ভাই রাজশাহির এনামুল ভাই নাটোরের আতিয়া সুলতানা রীমা আপু এদের মতামতগুলো শুনে খুব ভাল লাগে।

মু: বন্ধু মল্লিক, আসলে মনিটারের একটি দায়িত্ব হল আমাদের জন্য শ্রোতাদের মতামত সংগ্রহ করা। দিদারুল ইকবাল আমাদের অনুরোধে শ্রোতা সংগ্রহ করে আমাদের অনুষ্ঠান অংশ নেন। যদি আপনি আমাদের মোবাইল কনফরেন্সে অংশ নিতে চান, তাহলে দিদারুল ভাইকে জানাতে পারেন। আমি বিশ্বাস করি তিনি আপনার নাম অন্তর্ভুক্ত করবেন। আমি আশা করি, ভবিষ্যতে আপনিও আমাদের অনুষ্ঠানে অংশ নেবেন। আমরা প্রত্যেক শ্রোতাকে গুরুত্ব দেই। আপনাকে মতামত দেয়ার জন্য ধন্যবাদ জানাই।

আ: বগুড়া জেলার মোঃ সাইফুল ইসলাম ইমেলে লিখেছেন, ...

মু: আচ্ছা, বন্ধু ইসলাম, আপনি অনেক ভাল লিখেছেন। আমরাও আশি করি, শ্রোতারা আমাদেরকে আরো বেশি গঠনমূলক মতামত দেবেন এবং চীনসম্পর্কিত প্রশ্ন করবেন। আমরা আমাদের অনুষ্ঠানে আপনাদেরকে চীনসম্পর্কিত আরো বেশি তথ্য জানাতে চাই। এখন আপনার প্রশ্নের জবাব দিচ্ছি, চীনে শীতকালে পিঠে খাওয়ার বিশেষ রীতিনীতি নেই। কিন্তু চীনে নানা ধরণের পিঠা পাওয়া যায়। তাহলে আলিম আপনি চীনে দুই বছরের মত আছেন। আপনি কি চীনের পিঠা খেয়েছেন এবং কেমন লাগে আপনার?

আ: খেয়েছি এবং আমার কাছে ভালো লেগেছে।

আ: ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার হামিম হোসেন মণ্ডল (বুলবুল) চিঠিতে লিখেছেন, প্রিয় মুক্তা আপু এবং আলিম ভাই, আসলামু ওয়ালাইকুম, প্রথমেই সিআরআই-এর বাংলা বেতারকে অসংখ্য ধন্যবাদ জানাই একাধিক জনপ্রিয় অনুষ্ঠান প্রচারের জন্য। বেতারের মাধ্যমে অজানাকে জানাতে সমাজে চিরকালই এক উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে অসংখ্য শ্রোতার মাঝে হাজির হতে থাকুক এই সিআরআই বাংলা। ৩১ জানুয়ারি মুক্তা আপু এবং আমার শুভ জন্মদিন উপলক্ষ্যে আপনাদের বহুদিনের পুরাতন শ্রোতা আমার নানাজী পরম ইসমাইল মালিত্যা (বয়স ৭২ বছর)-র স্বকণ্ঠে গাওয়া একটি গান মুক্তার কথা অনুষ্ঠানে বাজানোর অনুরোধ রইল। নানাজীর বাদ্যযন্ত্রবিহীন খালি গলায় গাওয়া এবং আমার মোবাইলে রেকর্ড-করা দু'টি ফাইল পাঠানো হল। অন্তত যেকোনও একটি গানের পুরোটা শোনানো হবে আশা করি। শুভ জন্মদিনের প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করবেন প্রিয় CAIYUE মুক্তা আপু। সিআরআই বাংলার সঙ্গে সম্পর্কিত সকল ব্যক্তিবর্গকে ও বিশ্ব শ্রোতাদের প্রতি আমার ও আমাদের তরফে আন্তরিক শুভেচ্ছা রইলো।

মু: বন্ধু মণ্ডল, যদিও আজ পয়লা ফেব্রুয়ারি, তবুও আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। আপনি কিভাবে আমার জন্মদিন সম্পর্কে জানেন? আমি জানতে চাই। আপনাকে ধন্যবাদ জানাই আমাকে শুভেচ্ছা জানানোর জন্য। আশা করি, আমরা এবং সব শ্রোতা নতুন বছরে আরো সুখি হবো।

আ: প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আর হ্যা, আমাদের চিঠি লিখতে ভুলবেন না।

মু: আমাদের সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান শুনুন আর আপনার যে-কোনো মতামত বা প্রশ্ন পাঠিয়ে দিন চিঠি বা ই-মেলের মাধ্যমে। আমাদের সঙ্গে যোগাযোগের ডাক ঠিকানা হচ্ছে: বাংলা বিভাগ, সি আর আই-১১ চীন আন্তর্জাতিক বেতার। PO.BOX NO: 4216, BEIJING, POST CODE NO: 100040, CHINA. আপনারা ঠিকানা ইংরেজিতে লিখলে ভাল। আমাদের ই-মেল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn এবং আমার নিজস্ব ইমেল ঠিকানা হল caiyue@cri.com.cn। 'মুক্তার কথা' অনুষ্ঠান সম্পর্কিত ইমেল আমার নিজস্ব ইমেল ঠিকানায় পাঠালে ভালো হয়। ওয়েবসাইটের মাধ্যমে আপনি আমাদের অনুষ্ঠান, চীন ও চীন আন্তর্জাতিক বেতার সম্বন্ধে আরো বিস্তারিত তথ্য জানতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে bengali.cri.cn। আপনার মতামত আপনি সরাসরি ওয়েবপেইজে লিখতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। (ছাই/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040