Web bengali.cri.cn   
মানুষদের জন্য চীন অনেক ব্যবস্থা নিয়েছে, যাতে তারা জন্মস্থানের বাইরে একটি সুন্দর নববর্ষ কাটতে পারে
  2014-01-31 15:29:53  cri
নতুন বছর, নতুন বাংলা বিভাগ, নতুন 'চলতি প্রসঙ্গ'। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতার থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান। সঙ্গে আছি আমি আপনার বন্ধু, ওয়াং ছুই ইয়াং জিনিয়া। আশা করি, সবাই ভালো আছেন।

শুভ নববর্ষ। বন্ধুরা, আজ চীনের নতুন বছরের প্রথম দিন। নতুন বছরটি অশ্ববর্ষ। আশা করি, নতুন বছরেও বন্ধুরা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগকে সমর্থন করে যাবেন, এবং চিঠি ও ইমেইল পাঠাবেন।

শ্রোতা, খবরের আগে জানিয়ে দিচ্ছি এ সপ্তাহের কুইজ। কুইজগুলোর উত্তর পাবেন আজকের খবরে। তাই মন দিয়ে শুনতে থাকুন আজকের অনুষ্ঠান।

১. নববর্ষ উপলক্ষে নাগরিকদের জন্য চীনে কী কী সুবিধা দেওয়া হচ্ছে।

২. জাতিসংঘের মহাসচিব বান কি মুন গত সপ্তাহের শুক্রবার কোথায় বিশ্ব অর্থনীতি ফোরামে বিভিন্ন দেশের নেতাদেরকে কখন অনুষ্ঠিত জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে সে সম্পর্কিত আলোচনা এগিয়ে নিয়ে যাবার জন্য সবাইকে আমন্ত্রন জানান।

৩. চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র সঙ্গে গত সপ্তাহের শুক্রবার সকালে কোথায় কে সাক্ষাত করেন।

৪. লিবিয়ার দক্ষিণাঞ্চলের একটি গ্রামে গত দু'সপ্তাহের সহিসংতায় শনিবার পর্যন্ত অন্তত কতজন নিহত এবং কতজন আহত হয়েছে।

৫. শনিবার ইরাকে একাধিক সন্ত্রাসী হামলায় অন্তত কতজন নিহত এবং কতজন আহত হয়।

৬. পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের হানগু অঞ্চলে রোববার বিকেলে একটি বোমার বিস্ফোরণে প্রথমে কত শিশু নিহত।

বন্ধুরা, এবার খবর পর্ব। প্রথমে চীনের বিশেষ খবর।

চীনে শুরু হলো নতুন চান্দ্রবছর। পরিবারের সঙ্গে নববর্ষ উদযাপনের জন্য চীনের অনেক নাগরিক ইতোমধ্যে জন্মস্থানে ফিরে গেছে এবং অনেকে বাড়ির পথে রয়েছে। তবে অনেকে ফিরতে পারছে না। না ফিরতে পারার কারণ অনেক। এমন মানুষদের জন্য চীন অনেক ব্যবস্থা নিয়েছে, যাতে তারা জন্মস্থানের বাইরে একটি সুন্দর নববর্ষ কাটতে পারে।

যেমন, Sinopec কুয়াং তুং প্রদেশের অনেক জাতীয় ও প্রাদেশিক সড়কের পেট্রোল পাম্পগুলোতে বিনামূল্যে ১০ হাজার ফিলিংয়ের সুযোগ দিচ্ছে, যারা এখনও ঘরে ফিরতে পারেনি তাদেরকে। এছাড়া দিচ্ছে ১০ হাজার ব্যাগেরও বেশি কেক, হালকা খাবার ও পানীয় এবং ৫ হাজার বর্ষাতি।

বসন্ত উত্সবে পেইচিংয়ের অনেক তরুণ-তরুণীও বাড়ি ফিরতে পারছে না। পেইচিংয়ের রিয়েল এস্টেট এজেন্টরা উত্সবকালে তাদেরকে ফ্রি যুব-আবাস দিচ্ছে। ত্রিশ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি – এই ৭ দিন বসন্ত উত্সব চলাকালে এসব তরুণ-তরুণীদের মা-বাবাকেও ফ্রি থাকার সুবিধা দিচ্ছে তারা। এ সেবা গ্রহণের জন্য ১৬ জানুয়ারি পর্যন্ত প্রায় ৫শ' মানুষ তাদের নাম নিবন্ধন করেছে।

এখন শুনুন আন্তর্জাতিক খবর।

জাতিসংঘের মহাসচিব বান কি মুন গত সপ্তাহের শুক্রবার দাভোসে বিশ্ব অর্থনীতি ফোরামে বিভিন্ন দেশের নেতাদেরকে ২০১৪ সালের সেপ্টম্বরে অনুষ্ঠিত জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে সে সম্পর্কিত আলোচনা এগিয়ে নিয়ে যাবার জন্য সবাইকে আমন্ত্রন জানান।

ফোরামে বান কি মুন বলেন, জলবায়ুর পরিবর্তন বিষয়ক আলোচনা অনেক বছর ধরেই জাতিসংঘের প্রধান একটি ইস্যু। বিভিন্ন কারণে এ বিষয়ে কোন অগ্রগতি হয়নি।

সেজন্য 'আকাংখা ও প্রতিশ্রুতি নিয়ে' জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার আহবান জানান বান কি-মুন। যাতে পেরুতে অনুষ্ঠেয় জলবায়ু বিষয়ক আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া যায়।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র সঙ্গে গত সপ্তাহের শুক্রবার সকালে সুইজারল্যান্ডের দাভোসে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাক্ষাত করেন।

সাক্ষাত্কালে ওয়াং ই আশা করেন, চীন ও ইসরাইল কার্যকরভাবে দু'দেশের সরকার, অর্থনীতি ও প্রযুক্তি'র সহযোগিতা ব্যবস্থা প্রতিষ্ঠাকে এগিয়ে নিয়ে যাবে এবং উচ্চতর বৈজ্ঞানিক প্রযুক্তি, পরিবেশ রক্ষা ও জ্বালানি সম্পদসহ বিভিন্ন ক্ষেত্রে দ্রুতভাবে কার্যকর সাফল্য অর্জিত হবে।

সাক্ষাত্কালে নেতানিয়াহু আশা করেন, তিনি ওয়াং ই'র মাধ্যমে চীনা নেতাদের প্রতি শুভ কামনা প্রকাশ করবেন। দু'দেশের সম্পর্কের উন্নয়নে ইসরাইলের উচ্চ পর্যায়ের মূল্যায়ন রয়েছে। তারা চীনের সঙ্গে সহযোগিতাকে এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক। তিনি আশা করেন, দু'পক্ষ অভিন্ন প্রচেষ্টা চালিয়ে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার মাত্রা আরো বাড়াবে।

লিবিয়ার দক্ষিণাঞ্চলের একটি গ্রামে গত দু'সপ্তাহের সহিসংতায় শনিবার পর্যন্ত অন্তত ৮৮ জন নিহত এবং ১৩০ জন আহত হয়েছে।

গত ১১ জানুয়ারি লিবিয়ার রাজধানী ত্রিপোলির ৮০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত গ্রামটিতে সাম্প্রদায়িক সহিংসতা শুরু হয়।

শনিবার ইরাকে একাধিক সন্ত্রাসী হামলায় অন্তত ১৯ জন নিহত এবং ৩৬ জন আহত হয়।

ইরাকের পুলিশ জানিয়েছে, শনিবার সবচেয়ে গুরুতর সন্ত্রাসী হামলাটি হয় দিয়ালা প্রদেশের বাকুবার কাছাকাছি অঞ্চলে। এসময় একদল অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তি শিয়া মুসলমান অধ্যুষিত একটি গ্রামে কয়েকটি মর্টার সেল নিক্ষেপ করলে গ্রামের একই পরিবাবারে ৭ জন নিহত হয়।

এ ছাড়া, বাগদাদের ১৭০ কিলোমিটার উত্তরে অবস্থিত তাজ খরমাতো-এ দু'টি গাড়িবোমা হামলায় নিহত হয় ৪ জন এবং আহত হয় ৮ জন।

এদিকে, একই দিনে সালাদিন প্রদেশ, রাজধানী বাগদাদ এবং মশুল শহরেও অনেকটি বোমার বিস্ফোরণ ঘটে। এসব হামলায় মোট ৮ জন নিহত ২৮ জন আহত হ।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো ব্যক্তি বা সংস্থা হামলাগুলোর দায়িত্ব স্বীকার করেনি।

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের হানগু অঞ্চলে রোববার বিকেলে একটি বোমার বিস্ফোরণে পাঁচটি শিশু নিহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি আবাসিক এলাকায় বিস্ফোরণটি ঘটে। এতে তাত্ক্ষণিকভাবে মারা যায় দুটি শিশু। গুরুতর অবস্থায় তিনটি শিশুকে হাসপাতালে নেওয়ার পর তাদেরও মৃত্যু ঘটে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)-র সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন বলেছেন, এনএসএ শিল্প-গোয়েন্দাগিরিতেও লিপ্ত আছে। রোববার জার্মানির এটি টিভি চ্যানেলে প্রচারিত সাক্ষাত্কারে তিনি অভিযোগ করেন, বিদেশি শিল্প প্রতিষ্ঠানগুলোর তথ্য-উপাত্তও সংগ্রহ করে এনএসএ।

উদাহরণস্বরূপ তিনি বলেন, "জার্মান কোম্পানি সিমেন্স-এর কোনো তথ্য জাতীয় নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট না-হলেও, এনএসএ তা ব্যবহার করতে পারে, যদি তা যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক হয়।" তিনি এ ব্যাপারে আর বিস্তারিত না-জানিয়ে গণমাধ্যমে প্রকাশিতব্য রিপোর্টের জন্য অপেক্ষা করতে বলেন।

সাক্ষাত্কারে স্নোডেন আরও জানান, তার হাতে এনএসএ-র কর্মকাণ্ড সংশ্লিষ্ট আর কোনো গোপন নথি নেই; সব তিনি সাংবাদিকদের হাতে তুলে দিয়েছেন। উল্লেখ্য, স্নোডেন বর্তমানে রাশিয়ার সাময়িক আশ্রয়ে আছেন।

ইরাকের চিকিত্সা বিভাগের একজন কর্মকর্তা সোমবার জানান যে, ইরাকের পশ্চিমাঞ্চলের আল-আনবার প্রদেশে গত এক মাসে বিভিন্ন সংঘর্ষ এবং সামরিক অভিযানে মোট ১২৫জন নিহত এবং ৫৪১জন আহত হয়।

আল-আনবার প্রদেশের স্বাস্থ্য বিভাগের একজন দায়িত্বশীল ব্যক্তি সম্প্রতি বলেন, ২০১৩ সালের ৩০ ডিসেম্বর থেকে ২০১৪ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত ১২৫জন বিভিন্ন সংঘর্ষ এবং সামরিক অভিযানে নিহত হয় এবং ৫৪১জন আহতকে চিকিত্সা দেয় হয়। এছাড়া আল-আনবার প্রদেশের একটি গুরুত্বপূর্ণ শহর আল-ফাল্লুজাহ'র প্রধান একটি হাসপাতালের একজন কর্মকর্তা জানান, হাসপাতালটিতে গত এক মাসে ৭২জন বিভিন্ন সংঘর্ষ এবং সামরিক অভিযানে নিহত হয় এবং আহত ৩০৫জনকে চিকিত্সা দেয়া হয়।

প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো? কোনো 'হট টপিক' সম্বন্ধে আপনারা যদি জানতে বা আলোচনা করতে চান, আমাদেরকে চিঠি বা ইমেইল পাঠাতে পারেন। আপনাদের কাছে থেকে চমত্কার প্রস্তাব প্রত্যাশা করি। আর আপনাদেরকে জানিয়ে রাখি, আমি একটি নতুন ইমেইল আইডি খুলেছি। সেটি হলো hawaiicoffee0819@gmail.com. কুইজের উত্তর পাঠাবেন প্রতিটি পর্ব শেষে। অর্থাত্ প্রতি পর্বের জন্য আলাদা আলাদা উত্তর পাঠাবেন। আমরা সেগুলো কমপাইল করে প্রতি দুই মাস অন্তর শ্রেষ্ঠ ৫জন বিজয়ী শ্রোতা নির্বাচন করবো। নির্বাচনের এক সপ্তাহের মধ্যে আমরা উপহার পাঠাবো। চিঠিতে প্রথমে লিখবেন, 'চলতি প্রসঙ্গ' অনুষ্ঠান 'কুইজের উত্তর'বা 'মতামত'। যদি আপনাদের প্রস্তাব গৃহীত হয়, তাহলে সেই মাসের শেষ দিকে 'চলতি প্রসঙ্গ' অনুষ্ঠানে আপনাদের নাম প্রচার করা হবে এবং সাথে থাকবে উপহার। আপনাদের চিঠির অপেক্ষায় রইলাম।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আপনাদের সাথে আবার কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। যাই চিয়ান। (জিনিয়া ওয়াং/এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040