Web bengali.cri.cn   
চীনে চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন যুগ শুরু
  2014-01-01 19:16:40  cri


মোবাইল ফোনের সাহায্যে ব্যবহৃত ইন্টারনেটের গতি কি আরো দ্রুত হতে পারে? নতুন প্রজন্মের মোবাইল টেলিযোগাযোগ প্রযুক্তি অর্থাত্ ফোর-জি আপনাকে সে উত্তর দেবে।

গত ডিসেম্বরে চীনের শিল্প ও তথ্যায়ন মন্ত্রণালয় চায়না মোবাইল, চায়না ইউনিকম আর চায়না টেলিকম - চীনের এই তিনটি বৃহত্তম টেলিযোগাযোগ সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে ফোর-জি মানদণ্ড অর্থাত্ টিডি-এলটিই-এর অনুমতিপত্র দিয়েছে। এর মধ্য দিয়ে চীন আনুষ্ঠানিকভাবে ফোর-জি যুগে প্রবেশ করেছে।

ফোর-জি মানে চতুর্থ প্রজন্মের মোবাইল টেলিযোগাযোগ প্রযুক্তি। আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের নিয়ম অনুযায়ী, ফোর-জি প্রযুক্তির ক্ষেত্রে যে ন্যূনতম শর্ত পূরণ করতে হয়, তা হলো নিশ্চল অবস্থায় ডেটা প্রেরণের গতি প্রতি সেকেন্ডে ১ গিগাবাইট এবং দ্রুত ভ্রাম্যমাণ অবস্থায় প্রতি সেকেন্ডে ১০০ মেগাবাইট। এর অর্থ হলো একটি ১ গিগাবাইট আকারের অতিস্বচ্ছ চলচ্চিত্র ডাউনলোউড করতে মাত্র কয়েক মিনিট লাগে। ১০ মেগাবাইট আকারের একটি গান ডাউনলোউড করতে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড।

চায়না মোবাইল কোম্পানির একজন কর্মী জানান, এখন বাজারে ফোর-জি মোবাইল-ফোন সেটের সংখ্যা খুব কম। সেকারণে চায়না মোবাইলের ফোর-জি সেবা এখন ফোর-জি মোবাইল-ফোনের সাথে প্যাকেজ আকারে বিক্রি হয়। চায়না ইউনিকম আর চায়না টেলিকম এখনো ফোর-জি সেবা চালু করেনি।

যদিও চীনের তিনটি টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের ফোর-জি সেবার প্রস্তুতি-পরিস্থিতি ভিন্ন, তবে ফোর-জি থেকে ব্যবহারকারীদের প্রত্যাশা কম নয়। ছিংথাওয়ের মি. দু দু'মাস আগে ফোর-জি সেবা ব্যবহার করেন। তিনি বলেন, "দু'মাস আগে ছিংথাওয়ে ফোর-জিকে ওয়াইফাইয়ের সংকেতে রূপান্তর করা হয়। আমি সেখানে একবার এটা ব্যবহার করেছি। কিছু নির্ধারিত ওয়েবসাইট খুলেছি। খুব দ্রুত। আমার মনে হয়, টেলিযোগাযোগের খরচও আরো কম হয়। ওয়েবসাইট খোলার গতি আরো দ্রুত এবং ব্যবহারিক সফটওয়্যার আরো বেশি হলে খুব ভালো হবে।"

সিসিটাইম ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা শিয়াং লি কাং বলেন, "প্রযুক্তি উন্নত হওয়ার কারণে ধাপে ধাপে ইন্টারনেট সেবার দাম কমবে। দ্বিতীয় প্রজন্ম শুরু হওয়ার সময় দাম অতি উঁচু ছিল। তৃতীয় প্রজন্মের দাম ধাপে ধাপে হ্রাস পেয়েছে। চতুর্থ প্রজন্মের দামও ধাপে ধাপে হ্রাস পাবে, এমনকি তৃতীয় প্রজন্মের চেয়েও সস্তা হবে। তবে এর জন্য সময় লাগবে।"

শিয়াং লি কাং আরো বলেন, "ফোর-জির অনুমতিপত্র প্রদান আমাদের গোটা শিল্পের উন্নয়নের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। তথ্য ব্যবহারের ভিত্তি কী? এটা হচ্ছে ইন্টারনেট। ফোর-জির অনুমতিপত্র প্রদান ইন্টারনেট সেবার মান উন্নত করবে এবং সরঞ্জাম উত্পাদনকারী আর মোবাইল ফোন উত্পাদনকারীদের জন্য নতুন বাজার সৃষ্টি করবে। যেমন ভিডিও ব্যবসা আর ইন্টারনেট গেমস। আগে ব্যান্ডউইথের ঘাটতির কারণে বড় গেমস ছিল না, বহু ক্ষুদ্র গেমস ছিল। ভবিষ্যতে ই-কমার্স আর স্বাস্থ্য-সম্পর্কিত বিষয়সহ অনেক নতুন ব্যবসা আবির্ভূত হবে।" (ইয়ু/এসআর)

   

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040