Web bengali.cri.cn   
পিচ উত্পাদন খাতে চীন-কাজাখস্তান সহযোগিতা
  2014-01-01 19:13:55  cri


প্রিয় শ্রোতা, তিন বছরের পরিশ্রমের পর ২০ ডিসেম্বর চীনের সিটিক গ্রুপ আর কাজাখস্তানের জাতীয় তেল ও প্রাকৃতিক গ্যাস কোম্পানির যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত আখথাউ পিচ কারখানা আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এ প্রকল্প কাজাখস্তানের অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক স্থিতিশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটা চীন ও কাজাখস্তানের মৈত্রী ও সার্বিক সহযোগিতা জোরদার করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন শুনুন এ সম্পর্কে একটি প্রতিবেদন।

২০১০ সালের জুন মাসে চীনের সিটিক গ্রুপ এবং কাজাখস্তানের জাতীয় তেল ও প্রাকৃতিক গ্যাস কোম্পানির মধ্যে আখথাউ পিচ প্রকল্পের ঠিকা চুক্তি স্বাক্ষরের পর তিন বছরের নির্মাণকাজের পর ২০১৩ সালে কারখানায় সুষ্ঠুভাবে উত্পাদন শুরু হয়। আখথাউ পিচ কারখানা প্রকল্প শুরু থেকে দু'দেশের রাষ্ট্রীয় নেতাদের গুরুত্ব পেয়েছে। কারখানার উদ্বোধন অনুষ্ঠানে কাজাখস্তানের প্রেসিডেন্ট নুরসুলতান আবিশেভিচ নাজারবায়েভ অনলাইন ভিডিও বার্তায় চীন সরকার, সিটিক গ্রুপ এবং অনুষ্ঠানে উপস্থিত সকল ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। তিনি বলেন, "আখথাউ পিচ কারখানা প্রতিষ্ঠা সহজ ছিল না। চীনের নেতাদের সঙ্গে বৈঠক করার সময় আমি একাধিক বার এ প্রকল্পে চীন সরকারের সাহায্য চেয়েছি। অবশেষে সিটিক গ্রুপ আমার এ প্রত্যাশা পূরণ করেছে। আমি এ গ্রুপকে ধন্যবাদ জানাই। কাজাখস্তান কাঁচামাল-সমৃদ্ধ, তবে আমাদের নিজের পিচ নেই। আমরা সড়ক নির্মাণের জন্য প্রধানত রাশিয়া থেকে পিচ আমদানি করতাম। এখন আমরা নিজের ওপর নির্ভর করে দেশের সড়ক নির্মাণ করতে পারবো। এ কথা ভেবে আমি খুব আনন্দিত।"

কাজাখস্তানের আয়তন ২৭ লাখ ২০ হাজার বর্গকিলোমিটার। আয়তনের দিক থেকে বিশ্বের নবম বৃহত্তম দেশ এটি। দেশটির অনেক সড়ক বহু বছর ধরে মেরামত হয়নি। সড়ক মেরামতের জন্য বিপুল পরিমাণ পিচ দরকার হয়। এ পরিপ্রেক্ষিতে নিজের পিচ কারখানা প্রতিষ্ঠা করা কাজাখস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে সিটিক গ্রুপের কাজাখস্তান কোম্পানি লিমিটেডের প্রধান ব্যবস্থাপক সুন ইয়াং বলেন, "অতীতে কাজাখস্তানে কেবল অল্প কয়েকটি তেল শোধনাগারে ক্ষুদ্র আকারের পিচ উত্পাদনের সরঞ্জাম ছিল। এক বছরে মাত্র কয়েক হাজার টন পিচ উত্পাদন করতে পারতো। সেটা দেশটির সড়ক নির্মাণের চাহিদা মেটাতে পারতো না। অধিকাংশ পিচ রাশিয়া থেকে আমদানি হতো। সেটার দাম বেশি এবং তার গুণগত মান কাজাখস্তানের আবহাওয়ার সঙ্গেও খাপ খায় না। কারণ কাজাখস্তানের বেশির ভাগ অঞ্চলে গ্রীষ্মকালীন ও শীতকালীন তাপমাত্রার ব্যবধান ব্যাপক। শীতকালে সেখানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে ৪০ ডিগ্রি সেন্টিগ্রেড আর গ্রীষ্মকালে হিমাঙ্কের উপর ৪০ ডিগ্রি সেন্টিগ্রেড। এর ফলে অপেক্ষাকৃত উচ্চ মানের পিচ দরকার হয়।"

আখথাউ কাস্পিয়ান সাগরের সমুদ্রতীরে অবস্থিত। সেখানকার প্রাকৃতিক অবস্থা দুর্যোগপূর্ণ। কাজাখস্তানের জাতীয় তেল ও প্রাকৃতিক গ্যাস কেম্পানির অধীনস্থ কোম্পানি - কাজাখস্তান তৈলরাসায়নিক শিল্প কোম্পানির প্রধান ব্যবস্থাপক দৌলেতকেরেয় ইরগারিয়েভ বলেন, "কারখানা নির্মাণের প্রথম দিকে সত্যি কঠিন অবস্থা ছিল। তবে আমরা চীনা বিশেষজ্ঞদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা করার মধ্য দিয়ে সকল সমস্যার সমাধান করেছি এবং ব্যক্তিগত মৈত্রী স্থাপন করেছি। যেমন আমি ২০১০ সাল থেকে আখথাউ পিচ কারখানার প্রধান ব্যবস্থাপক চেন ইয়োংয়ের সঙ্গে কাজ করছি। গত কয়েক বছর আমরা বিভিন্ন স্থানে কাজ করেছি। তবে আমাদের ব্যক্তিগত সম্পর্কের ওপর কোনো প্রভাব পড়েনি। আমরা সবসময় ভালো বন্ধু।"

সিটিক গ্রুপের কাজাখস্তান কোম্পানি লিমিটেডের প্রধান ব্যবস্থাপক সুন ইয়াং বলেন, আখথাউ পিচ কারখানা নির্মাণের সময় দেশটিতে ২ হাজার কর্মসংস্থান হয়। এ কারখানা আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার পর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আরো ৫০০ কর্মসংস্থান সৃষ্টি হবে। আখথাউ পিচ কারখানার কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বিভাগের স্থানীয় কর্মী কোলেবেক সংবাদদাতাকে বলেন, 'বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর আমি কোনো কারখানায় বাস্তব অনুশীলনের সুযোগ পাই নি। এখানে আমাদের প্রশিক্ষণের সুযোগ দেওয়া হয়েছে। আমি নানচিং গিয়ে এক মাসব্যাপী প্রশিক্ষণ নিয়েছি এবং ছিমকেন্টে দু'মাসব্যাপী প্রশিক্ষণ নিয়েছি। এ প্রশিক্ষণগুলো আমার ভবিষ্যত উন্নয়নের জন্য সহায়ক হবে। এখানে আমি চীনা ভাষাও শিখতে পারছি। তা শিখে আর ভুলে যাবো না।"

১৯৯১ সালে কাজাখস্তান স্বাধীন হওয়ার পর আখথাউ পিচ কারখানা দেশটিতে প্রতিষ্ঠিত প্রথম আধুনিক তেল প্রক্রিয়াকরণ শিল্প। এ কারখানায় প্রতিবছর প্রায় সাড়ে ৪ লাখ টন উচ্চ-মানের পিচ উত্পাদন করা যাবে।

কাজাখস্তানের চীনা রাষ্ট্রদূত লো ইয়ু চেন মনে করেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও কাজাখস্তানের মধ্যে জ্বালানি আর অসম্পদ ক্ষেত্রের সহযোগিতা দিন দিন জোরদার হয়েছে। তিনি বলেন, "চীন ও কাজাখস্তানের অর্থনীতির পারস্পরিক পরিপূরকতা আছে। জ্বালানি ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা সফল হয়েছে। গত কয়েক বছরে অসম্পদ ক্ষেত্রে দু'দেশের সহযোগিতার ধারাও ধাপে ধাপে জোরদার হয়েছে। ২০১৩ সালের সেপ্টেম্বরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং কাজাখস্তান সফরকালে 'রেশমপথ অর্থনৈতিক রুট' প্রতিষ্ঠার প্রস্তাব করেন এবং প্রেসিডেন্ট নাজারবায়েভের উষ্ণ ইতিবাচক প্রতিক্রিয়া পান। আমি বিশ্বাস করি, আখথাউ পিচ কারখানার পণ্য এ মহান উদ্যোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।" (ইয়ু/এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040