Web bengali.cri.cn   
চীন ও ইতালির প্রযুক্তিগত উদ্ভাবন সহযোগিতা
  2013-12-06 20:55:32  cri

প্রযুক্তিগত উদ্ভাবন হচ্ছে বর্তমান নতুন অর্থনৈতিক প্রবৃদ্ধির এটি গুরুত্বপূর্ণ দিক। চীন সরকারের সঙ্গে সরকারি পর্যায়ে প্রথম বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা-চুক্তি স্বাক্ষরকারী পশ্চিমা দেশ হিসেবে ইতালি ও চীনের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা সুষ্ঠুভাবে বিকশিত হয়েছে; বিশেষ করে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন ক্ষেত্রের সার্বিক সহযোগিতা আরো জোরদার হয়েছে এবং দু'দেশের প্রযুক্তিগত সহযোগিতার গুরুত্বপূর্ণ দিকে পরিণত হয়েছে। সম্প্রতি সমাপ্ত চতুর্থ চীন-ইতালি উদ্ভাবন ফোরামে দু'দেশের সরকার, গবেষণা প্রতিষ্ঠান এবং শিল্পপ্রতিষ্ঠানের দু'শতাধিক প্রতিনিধি পেইচিংয়ে সম্মিলিত হন। ইতালির শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা বিষয়ক মন্ত্রী মারিয়া চিয়ারা কারোজ্জা উদ্বোধনী বক্তৃতায় বলেন, "আমরা বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয় আর গবেষণা ব্যবস্থা আমাদের দেশের প্রতিদ্বন্দ্বিতার বলিষ্ঠ নিশ্চয়তা হওয়া উচিত। উত্পাদনের সামর্থ্য গুরুত্বপূর্ণ বটে, তবে আজকাল গবেষণার দক্ষতা আরো গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা 'ইতালিতে প্রস্তুত' – এ ধারণাকে ধাপে ধাপে 'ইতালিতে গবেষণাকৃত' – এ ধারণায় রূপান্তর করছি।"

এবারের চীন-ইতালি উদ্ভাবন ফোরামে নয়টি প্রকল্প বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। ইতালির এইচ.এস.ডি ইউরোপ কোম্পানি আর পেইচিংয়ের দাছিং জৈবপ্রযুক্তি কোম্পানি লিমিটেডের মধ্যে অনুনাসিক গর্ত ফিল্টারের প্রযুক্তি হস্তান্তর-সম্পর্কিত চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, পেইচিং দাছিং জৈব প্রযুক্তি কোম্পানি লিমিটেড ইতালির এইচ.এস.ডি ইউরোপ কোম্পানি থেকে পি.এম ২.৫ বিরোধী অনুনাসিক গর্ত ফিল্টার পণ্যের স্বয়ংক্রিয় উত্পাদন লাইন আমদানি করবে। যদিও এ পণ্য চীনের বাজারে ছাড়তে আরো সময় লাগে, তবে এবারের ফোরামের প্রদর্শনীতে অনেক দর্শক এ পণ্যের প্রতি ব্যাপক আগ্রহ দেখান। ইতালির এইচ.এস.ডি ইউরোপ কোম্পানির এ পণ্য ইউরোপীয় বাজারে চালু হয়েছেও খুব বেশি আগে নয়। এত দ্রুত চীনের শিল্পপ্রতিষ্ঠানের এটি উত্পাদনের প্রযুক্তি হাতে পাওয়ার পিছনে পেইচিং বিজ্ঞান ও প্রযুক্তি কমিশনের সহযোগিতা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে।

পেইচিং বিজ্ঞান ও প্রযুক্তি কমিশনের আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা বিভাগের প্রধান চেন নিং বলেন,  "ইতালির এ প্রযুক্তি আছে। তবে তারা জানতো না চীনে কার সঙ্গে সহযোগিতা করা যায়, কোন কোম্পানির সাথে সহযোগিতা করলে ঝুঁকি বেশি, কার সাথে সহযোগিতা করলে ঝুঁকি কম। চীনের সরকারি সংস্থা হিসেবে পেইচিংয়ের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান সম্পর্কে ভালো ধারণা আছে পেইচিং বিজ্ঞান ও প্রযুক্তি কমিশনের। এ প্রযুক্তির খবর পেয়ে আমরা মনে করি, পেইচিংয়ের আবহাওয়ার দূষণ মোকাবিলায় ব্যক্তিগত প্রতিরোধ ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, আবহাওয়ার দূষণ ক্ষেত্রে আমরা জনসাধারণের কিছু সমস্যা সমাধান করতে পারবো। ফলে আমরা ইতালি আর চীনের সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ তৈরি ও সহযোগিতায় সাহায্য করি।"

অনুনাসিক গর্ত ফিল্টার চীন-ইতালি উদ্ভাবন ফোরামে স্বাক্ষরিত সহযোগিতা প্রকল্পগুলোর মধ্যে একটি মাত্র।

পেইচিং বিজ্ঞান ও প্রযুক্তি কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, গত কয়েক বছরে তাদের সহযোগিতায় ইতালি ও চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রযুক্তি বিষয়ক ৩০০০টি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। জ্বালানি, পরিবেশ সুরক্ষা, জৈব ওষুধ ও পুরাকীর্তি সংরক্ষণসহ নানা ক্ষেত্রের ৫০টিরও বেশি সহযোগিতা প্রকল্প চালু হয়েছে। এসব থেকে প্রায় ৩০০ কোটি ইউয়ান রেনমিনপি আর্থিক মুনাফা অর্জিত হয়েছে।

এ প্রসঙ্গে ইতালির শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা বিষয়ক মন্ত্রী মারিয়া চিয়ারা কারোজ্জা বলেন, "এর আগে চীনের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ওয়ান কাংয়ের সঙ্গে বৈঠকে আমরা একমত হয়েছি যে, উদ্ভাবন ব্যবস্থার অগ্রদূত হওয়া উচিত প্রযুক্তিগত পেটেন্টের। সরকারের উচিত বৈজ্ঞানিক উদ্ভাবনের বলিষ্ঠ চালিকাশক্তি হিসেবে উচ্চ প্রযুক্তি ও বাজারের মধ্যে একটি কার্যকর ও সুবিধাজনক সেতু স্থাপন করা, যাতে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন সত্যি সত্যি বাজারের প্রতিযোগিতার শক্তির অধিকারী পণ্যে রূপান্তরিত হতে পারে।" (ইয়ু/এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040