Web bengali.cri.cn   
বিশ্বে টেবলেট পিসির বিক্রির পরিমাণ ৫৩ শতাংশ বাড়বে ২০১২ সালে
  2013-11-30 19:33:47  cri


মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার গবেষণা কোম্পানি গারটনার সম্প্রতি জানিয়েছে, ২০১৩ সালে সারা বিশ্বে টেবলেট পিসির বিক্রির পরিমাণ ৫৩ শতাংশ বাড়বে। পাশাপাশি পিসি ও ডেস্কটপের বিক্রির পরিমাণ ১১ শতাংশ কমে যাবে।

গারটনারের পরিসংখ্যান অনুসারে সে সরঞ্জামসহ পুরো পিসি বাজারে ২০১৩ সালেএ বিক্রির পরিমাণ ৮.৪ শতাংশ কমে যাবে।

গারটনারের পরিসংখ্যান অনুসারে Android টেবলেট পিসি ২০১৩ সালে প্রথমবারের মত আইপ্যাড অতিক্রম করবে। এ দুটি'পণ্যের বিক্রির পরিমাণ যথাক্রমে দাঁড়াবে ৯১৫ ও ৮৯৬ লাখে। যা বাজারের মোট পরিমাণের ৪৯.৬ ও ৪৮.৬ শতাংশ। এছাড়া উইন্ডোজ'র টেবলেট পিসির বিক্রির পরিমাণ ৩০০ লাখে দাড়াবে, যা বাজারের মোট পরিমাণের ১.৭ শতাংশ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040