Web bengali.cri.cn   
মার্কিন ড্রোন হামলায় তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) প্রধান হাকিমুল্লাহ মেহসুদ নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ জানাতে ইসলামাবাদে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করেছে পাকিস্তান
  2013-11-14 10:46:47  cri
প্রথমে আন্তর্জাতিক খবর।

মার্কিন ড্রোন হামলায় তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) প্রধান হাকিমুল্লাহ মেহসুদ নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ জানাতে ইসলামাবাদে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করেছে পাকিস্তান।

রোববার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বার্তা সংস্থা পিটিআই জানায়, এ ঘটনার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্মূল্যায়নের বিষয়টি বিবেচনা করছে পাকিস্তান।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে কেন্দ্রীয় সরকারের একজন নিরাপত্তাবিষয়ক কর্মীকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। গুলিতে আহত হয়েছেন আরও অন্তত তিনজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

নিহত নিরাপত্তাকর্মী মার্কিন পরিবহণ নিরাপত্তা প্রশাসনের (টিএসএ) সদস্য। টিএসএ বলেছে, তাদের তিনজন কর্মী আহত হয়েছিলেন। তাদের মধ্যে একজন প্রাণ হারান। লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম বিমানবন্দর।

জার্মানি, ফ্রান্স ও স্পেনের গোয়েন্দা সংস্থাগুলো নিজেদের দেশের জনগণের ওপর 'নজরদারি' করে। টেলিফোন ও ইন্টারনেট তত্পরতায় গণনজরদারি কার্যক্রম পরিচালনার জন্য দেশ তিনটি নিজেদের গোয়েন্দা সংস্থাগুলোর প্রযুক্তি ও কৌশলগত সক্ষমতা বাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক চুক্তিভিত্তিক কর্মী এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথির বরাত দিয়ে ব্রিটিশ প্রভাবশালী দৈনিক গার্ডিয়ান এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। ইউরোপের ওই তিনটি দেশই মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) নজরদারির কঠোর সমালোচক।

এখন শুনুন দক্ষিণ এশিয়ার খবর পর্ব।

ভারতের একটি রেলস্টেশনে দুর্ঘটনায় ৮জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। শনিবার অন্ধ্র প্রদেশের গোটলান স্টেশনে এই ঘটনা ঘটে।

রেলওয়ের মুখপাত্র জে পি মিশ্র বলেন, আলেপেই-ধানবাদ এক্সপ্রেস ট্রেনের বগিতে আগুন লেগেছে — এই আতঙ্ক ছড়িয়ে পড়লে এর যাত্রীরা ট্রেনের চেন টেনে নেমে পড়ে। কিন্তু ওই সময় পার্শ্ববর্তী লাইন দিয়ে রায়গড়-বিজয়ওয়াদা রুটের ট্রেনটি যাচ্ছিল। এতে আতঙ্কে নেমে পড়া কয়েকজন যাত্রী ট্রেনের চাকায় কাটা পড়ে নিহত হয়।

এবার বিজ্ঞান-প্রযুক্তি খবর পর্ব।

ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া পর পর কয়েক প্রান্তিকে লোকসানের পর এবছরের তৃতীয় প্রান্তিক অর্থাত্ জুলাই থেকে সেপ্টেম্বর সময়ের হিসাবে লাভের ধারায় ফিরেছে। মাইক্রোসফটের অধীনে যাওয়ার আগে এটাই ছিল সম্ভবত নকিয়া-ঘোষিত সর্বশেষ প্রান্তিক আর্থিক হিসাব-নিকাশ।

সম্প্রতি নকিয়া-ঘোষিত প্রান্তিক আয়ের হিসাবে দেখানো হয়েছে দ্বিতীয় প্রান্তিকের তুলনায় তৃতীয় প্রান্তিকে ৪ শতাংশ বেশি স্মার্টফোন বিক্রি করেছে নকিয়া। নকিয়ার দাবি, তৃতীয় প্রান্তিকে তাঁদের লুমিয়া সিরিজের স্মার্টফোনগুলোর কদর বেড়েছে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040