Web bengali.cri.cn   
মুক্তার কথা-০৭ ডিসেম্বর
  2013-12-12 17:20:18  cri


মু: সুপ্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন সুদূর পেইচিং থেকে সম্প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'মুক্তার কথা'। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মুক্তা।

আ: আর সঙ্গে আছি আমি আলিমুল হক।

আজকের প্রথম চিঠি লিখেছেন বাংলাদেশের কুমিল্লা জেলার আন্তর্জাতিক বাঁধন বেতার শ্রোতা সংঘের সভাপতি সোহাগ বেপারী। তিনি তার ইমেলে লিখেছেন: ভাইয়া ও আপু হেমন্তে ফোটা শিশির ভেজা ঘাসফুলের শুভেচ্ছা নিবেন। আমি আপনাদের নিয়মিত ও পুরনো পএলেখক। দীর্ঘদিন ধরে আপনাদের চিঠি লিখে গঠনমূলক মতামত জানিয়ে আসছি। আপনাদের আসরের প্রতিটি অনুষ্ঠান আমার খুবই ভাল লাগে। সত্য, সুন্দর, বস্তুনিষ্ঠ অনুষ্ঠান প্রচার করে সকল শ্রোতার মন জয় করে এগিয়ে চলেছে সিআরআই বাংলা বিভাগ। আমি আমার শ্রোতা সংঘের সকলকে নিয়ে গ্রামের মানুষকে চীন আন্তর্জাতিক বেতার শুনতে উত্‍সাহ দিয়ে থাকি। আমাদের শ্রোতা সংঘের ও আমাদের গ্রামের মানুষের প্রত্যাশা আমাদের আরও নিত্যনতুন বস্তুনিষ্ঠ অনুষ্ঠান উপহার দেবে চীন আন্তর্জাতিক বেতার। চীন আন্তর্জাতিক বেতার যুগ যুগ ধরে বেঁচে থাকবে বাংলার প্রতিটি ঘরে সবুজ প্রকৃতির মাঝে ও ইথারে ইথারে সকল শ্রোতার হৃদয়ে।

মু: বন্ধু বেপারী, আপনার চিঠি আমাদেরকে মুগ্ধ করেছে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে প্রচার চালানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি, আপনার ক্লাবের সদস্যসংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাবে এবং নতুন শ্রোতারাও আমাদের লিখবেন।

আ: পাবনা জেলার পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাবের প্রতিষ্ঠাতা ও সম্পাদক ডা এস এম এ হান্নান তার ইমেলে লিখেছেন: আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নিবেন। প্রতিদিন সিআরআই-এর এক ঘন্টার অনুষ্ঠান শুনছি। গত মুক্তার কথা ভাল লেগেছে। ডাকযোগে পাওয়া অনেক চিঠির উত্তর দেওয়ায় অনেক শ্রোতা খুশি হয়েছেন। বন্ধু সাখাওয়াত বিদ্যুতের ইমেলটি ভাল লেগেছে। বর্তমানে সিআরআই-এর অনুষ্ঠানগুলো শ্রোতানন্দিত বলে আমি মনে করি। সমকালীন সমাজে সিআরআই-এর মতো বন্ধুর প্রয়োজন। প্রতি শনিবারে ২০ মিনিটের অনুষ্ঠান 'বাংলায় গল্প, বাংলার গল্পের' দারুণ উপস্থাপনার জন্য ভাই লিপন ও আপু ইউকুয়াং য়ু এ কে অভিনন্দন জানাই।

মু: আচ্ছা, বন্ধু হান্নানকে চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। নতুন বছরে আরো নতুন অনুষ্ঠান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতে পারবো আশা করি। আর হ্যা, বন্ধু হান্নান, আপনার অভিনন্দনবাণী লিপন ও ম্যাডাম য়ুকে পৌঁছে দিয়েছি। আপনাকে চিঠির জন্য ধন্যবাদ জানাই।

আ: মাদারীপুর জেলার বাংলাদেশ ইন্টারন্যাশনাল লিসেনার্স ইউনিট-এর প্রেসিডেন্ট মোঃ রাসেল শিকদার তার ইমেলে লিখেছেন: লেখার শুরুতে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি একটি লাল সবুজের পতাকা। বিশ্ব মানচিত্রে জন্ম নিয়েছে বাংলাদেশ নামের একটি স্বাধীন সাবভৌম রাষ্ট্র। স্বাধীনতার পর থেকে চীন এবং বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আর এই বন্ধুত্বের অপূর্ব নিদর্শন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগ। CRI আমাদের দু'জাতীর মধ্যে বন্ধন প্রতিনিয়ত দৃঢ় থেকে দৃঢ়তর করছে। CRI এর মাধ্যমে আমরা অতি সহজেই আমাদের সংস্কৃতি ভাগাভাগি করে নিতে পারছি। আজ আমার দুটি প্রশ্ন আছে।

১। আমাদের পাঠানো চিঠি অনুষ্ঠানে প্রচার করার পর তা কী করা হয়?

২। আমরা জানি চীনের রাজধানী বেইজিং কিন্তু অনেকে বলে থাকে পেইচিং। আসলে কোনটা ঠিক বেইজিং না পেইচিং?

মু: আচ্ছা, প্রথমে বন্ধু শিকদারকে চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। এরপর আপনার প্রশ্নের জবাব দিচ্ছি। আমরা প্রতিদিন শ্রোতাদের পাঠানো চিঠিগুলো পড়ি। কোনো কোনো চিঠির উত্তর সরাসরি পাঠাই এবং কোনো কোনো চিঠির উত্তর আমাদের অনুষ্ঠানে দেই। অনুষ্ঠানে পড়ে শোনানোর পর সেসব চিঠি সিআরআই'র একটি বিশেষ বিভাগে রাখা হয়। আমরা প্রায় এক বছরের মতো সেসব চিঠি সংরক্ষণ করতে পারি। বিভাগটি প্রতি মাসে প্রতি বিভাগের শ্রোতার চিঠি হিসাব করে। অবশ্যই দক্ষিণ এশিয়ার শ্রোতা সবচেয়ে বেশি চিঠি বা ইমেল পাঠান। এটি আমাদের অহংকার। কয়েক বছর আগে সিআরআই সব শ্রোতার চিঠি দিয়ে একটি বিশালাকৃতির গ্লোব তৈরী করেছিল। সেটি দেখতে খুবই সুন্দর হয়েছি। আমি মুক্তার কথা ওয়েবপেইজে সেই গ্লোবের ছবিটি আপলোড করবো। দ্বিতীয় প্রশ্নের জবাব হচ্ছে: পেইচিংয়ের ইংরেজি বানান হল Beijing। কিন্তু চীনা ভাষায় 'বি'-এর উচ্চারণ হয় 'পি' এবং 'জে'-এর উচ্চারণ 'চ'। তাই আমরা বলি 'পেইচিং'। অনেকে 'বেইজিং'ও বলেন। এতে কোনো সমস্যা নেই। ধন্যবাদ।

আ: বাংলাদেশের যশোর জেলার মুহাম্মাদ মাহবুব আলম তার ইমেলে লিখেছেন: আশা করি আপনারা ভালো আছেন? আমি ও কুশলে আছি। আমি মুক্তার কথা অনুষ্ঠানের মাধ্যমে আমার যেসকল বন্ধু বর্তমানে ঢাকায় বসবাস করছে তাদেরকে একটি পরামর্শ দিতে চাই। অতি সম্প্রতি হরতাল ও অবরোধ চলার সময় ঢাকায় বেশ কয়েকজন পেট্রোল বোমায় পুড়ে মৃত্যুবরণ করেছেন। আমি আমার বন্ধুদের বলবো, চলার পথে সাবধানে থাকতে। হরতাল বা অবরোধের সময় গাড়িতে ভ্রমণ না-করাই ভালো। ভ্রমণ করতে হলে সাবধানে থাকতে হবে। বন্ধুরা তোমরা সাবধানে থেকো। আল্লাহ তোমাদের সহায় হোক।

মু: আচ্ছা, বন্ধু আলমকে চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। বাংলাদেশের পরিস্থিতি এখন অশান্ত। আমরা আশা করি পরিস্থিতি শান্ত হবে এবং সুন্দর এই দেশটি সকল সমস্যা কাটিয়ে উঠতে পারবে। আমরাও আমাদের শ্রোতাদের এবং অন্যান্য সকলের নিরাপদ জীবন কামনা করছি।

আ: বন্ধুরা, এখন গানের সময়। আমরা আপনাদেরকে একটি সুন্দর বাংলা গান শোনাবো। আশা করি, সব শ্রোতা গানটি পছন্দ করবেন।

গান

আ: কিশোরগঞ্জ জেলার বাংলাদেশ ডিএক্সার এসোসিয়েশনের প্রেসিডেন্ট এম এইচ মামুন রশীদ তার চিঠিতে লিখেছেন: প্রিয় আপু ও ভাইয়া, কেমন আছেন? ভাল নিশ্চয়, তাই কামনা করি। আমি সিআরআই-এর একজন পুরনো শ্রোতা। দীর্ঘ ১২ বছর যাবত শুনছি। আগের চেয়ে অনুষ্ঠানের মান ভাল হয়েছে। ক্লাবের সবাই সিআরআই এর বাংলা অনুষ্ঠান উপভোগ করি। বিশেষ করে মুক্তার কথা, বাংলায় গল্প বাংলার গল্প, দৃষ্টির সীমানায়, কনফুসিয়াস ক্লাসরুম, এশিয়া টুডে, খোলামেলা আমাদের বিশেষ প্রিয়। আপু আমাদের ক্লাবের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম হচ্ছে 'বাংলাদেশ ডিএক্সার এসোসিয়েশন'। তাই আশা করবো আমাদের এই নতুন নামটি পুরনো ক্লাবের জায়গায় স্থান দেবেন। আর আমাদের পুরনো ক্লাবের নাম ছিল 'ঈশাখাঁ জাগরনী লিসনার্স ক্লাব', যার রেজিঃ নং (CRI-B-193-05)। আর আপু আমাদের ক্লাবের জন্য কিছু পুবের জানালা পাঠানোর অনুরোধ করছি।

মু: আচ্ছা, রশীদ আপনার ক্লাবের তথ্য আমরা পেয়েছি এবং রেজিস্ট্রিশন করেছি। আশা করি, আপনারা আগের মত নিয়মিত আমাদেরকে চিঠি লিখবেন। আশা করছি শিগগিরই নতুন আঙ্গিকে প্রকাশিত পুবের জানালা আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো। আপনাকে ধন্যবাদ।

আ: চুয়াডাঙ্গা জেলার আশরাফুল ইসলাম আমাদের মনিটর হিসেবে কয়েকটি মন্তব্য লিখে পাঠিয়েছেন। তিনি লিখেছেন: বর্তমানে প্রচারিত অনুষ্ঠানগুলো ভালো লাগছে। অনুষ্ঠানের বিষয়বস্তু যুগোপযোগী, তথ্যবহুল ও উপভোগ্য হচ্ছে। উপস্হাপকদের উপস্হাপনা প্রাণবন্ত ও বেশ আকর্ষণীয়। বাংলাদেশের সকল এলাকা থেকে যাতে শ্রোতারা সিআরআইয়ের বাংলা অনুষ্ঠান এফ এম প্রচার তরংগে শুনতে পান সে বিষয়ে প্রচেষ্টা গ্রহণের জন্য সিআরআই কতৃপক্ষের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। 'বাংলায় গল্প বাংলার গল্প' খুব ভাল লাগছে। জেনে ভাল লাগলো যে, এ বছরের ডিসেম্বরে শুন উখুমের ধর্মগ্রন্হ সংগ্রহের জন্য ভারতবর্ষ অভিমুখে যাত্রার চলতি গল্পের পর্ব সংখ্যা কমিয়ে কাহিনী সমাপ্ত হতে চলেছে। এখন নতুন একটি গল্প কাহিনী শোনার অপেক্ষায় রয়েছি। আলী বাবা ও ৪০ চোর, ঠাকুমার ঝুলি, গোপাল ভাঁড়ের কাহিনী, রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ, ইত্যাদি নাটক আকারে পরিবেশন করা যায় কি না ভেবে দেখার অনুরোধ রইল। 'সুরের ধারা' অনুষ্ঠানটিতে শ্রোতার অংশগ্রহণ কম। অনুষ্ঠানে চীনা গানের পাশাপাশি বাংলা গান প্রচার করা যেতে পারে। বাংলা গান শ্রোতাদের অনুরোধে বাজানো হলে অনুষ্ঠানটি আকর্ষণীয় ও জনপ্রিয় হয়ে উঠতে পারে। খবরের সময়সীমা ১০ থেকে বাড়িয়ে ১৫ মিনিট করার অনুরোধ রইল। রাতের মত সকালের খবরটিও সরাসরি প্রচারের অনুরোধ জানাচ্ছি। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক একটি নতুন অনুষ্ঠান প্রচার করা হলে খুব ভাল হয়। চীনা শিক্ষা-ব্যবস্থা এবং চীনে বসবাসকারী বিদেশি অভিবাসীদের জীবনযাত্রার ওপর ভিত্তি করে নতুন অনুষ্ঠান প্রচার করা যেতে পারে। 'শ্রোতার কন্ঠ' নামে একটি সাপ্তাহিক অনুষ্ঠান করা যেতে পারে, যে অনুষ্ঠানে শ্রোতাদের সঙ্গে ফোনে আলাপ করা হবে।

মু: আচ্ছা, বন্ধু আশরাফুলকে ভাল প্রস্তাব করার জন্য অনেক ধন্যবাদ জানাই। আমরা আসলে বাংলাদেশে এফএম তরঙ্গের আওতা বাড়ানোর চেষ্টা করছি। আমাদের অনুষ্ঠানের কাঠামো এবং কলেবরও অদূর ভবিষ্যতে বাড়বে। আশা করি, আরো বেশি শ্রোতা আমাদেরকে গঠনমূলক প্রস্তাব পাঠাবেন।

আ: রাজশাহী জেলার বাংলাদেশ পুলিশ একাডেমীর মোঃ উজ্জল হোসেন তার ইমেলে লিখেছেন: পরিবারের ইউ আপা ও মুক্তা আপাসহ সকল স্তরের সকল ভাই ও আপু আমার আন্তরিক ভালবাসা ও শুভেচ্ছা নিবেন। আপনাদের বৈচিত্র্যময় অনুষ্ঠানগুলো আমার ভালো লাগে। আশা করি অদূর ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান আপনাদের কাছ থেক উপহার হিসেবে পাবো।

মু: বন্ধু উজ্জল, আপনাকে ধন্যবাদ জানাই। আশা করি, আপনি আমাদের নিয়মিত শ্রোতায় পরিণত হবেন এবং আমাদেরকে চিঠি লিখবেন। হ্যা, আমরা প্রতিনিয়ত আমাদের অনুষ্ঠানের মান উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। অদূর ভবিষ্যতে আমাদের অনুষ্ঠান কাঠামোয় ইতিবাচক পরিবর্তন আসবে বলেও আশা করছি।

আ: জামালপুর জেলার "সি,আর,আই শ্রোতা ক্লাব"-এর মো: আব্দুর রহমান ইমেলে লিখেছেন: সুপ্রিয় ম্যাডাম ছাই ইউয়ে মুক্তা ও আলিম ভাই আপনারা কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি এবং আনন্দে আছি। আমার আনন্দের মাত্রা আরো বৃদ্ধি পেয়েছে আপনাদের পাঠানো "আমার চীনা স্বাদ ভালো লাগে" প্রতিযোগিতার পুরষ্কার হাতে পেয়ে। মজার বিষয় হলো এবারের পুরষ্কার নিতে ডাকবিভাগকে কোনো শুল্ক দিতে হয়নি। এ বিষয়ে নজরদারি বৃদ্ধি করার জন্য বাংলা বিভাগকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে এভাবেই পাঠানোর অনুরোধ করছি।

মু: আচ্ছা, বন্ধু আবদুর রহমান, আপনাকে চিঠির জন্য ধন্যবাদ। আপনি কোনো ঝামেলা ছাড়াই আমাদের পাঠানো পুরষ্কার হাতে পেয়েছেন জেনে আমরা আনন্দিত। আমরা বাংলাদেশের ডাক বিভাগের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি, ভবিষ্যতেও আপনাদের কাছে পাঠানো সকল পুরষ্কার আপনারা কোনো শুল্ক না-দিয়েই সংগ্রহ করতে পারবেন। আপনাকে আবারো প্রতিযোগিতায় জয়ী হবার জন্য অভিনন্দন জানাই।

আ: ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার হামিম হোসেন মণ্ডল (বুলবুল) তার চিঠিতে লিখেছেন: আমাকে কি আপনাদের শ্রোতা তালিকায় অন্তর্ভূক্ত করা যাবে না কিংবা হবে না? এটাই আমার সবথেকে বড় প্রশ্ন। আমার ইমেলের একটিরও উত্তর দেওয়া হয় না। কিন্তু কেন?

মু: আচ্ছা, বন্ধু হামিম, আপনি এখন ইমেলের উত্তর পেয়েছেন। খুশি তো? আমরা অবশ্যই আপনার নাম শ্রোতা তালিকায় অন্তর্ভুক্ত করেছি। আশা করি, আপনি ভবিষ্যতে নিয়মিত আমাদেরকে মতামত দেবেন।

আ: ভারতে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাবের মহ: হাফিজুর রহমান তার ইমেলে লিখেছেন: প্রথমেই আমার ও আমাদের শ্রোতা সংঘের সবার পক্ষ থেকে আন্তরিক সালাম ও লাল গোলাপ শুভেচ্ছা জানাই। আমি নিয়মিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছি এবং ওয়েবসাইট দেখছি। চীন আমার অত্যন্ত প্রিয় দেশ। চীনের ভাষা, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি ইত্যাদি সবকিছুই আমাকে ভীষণভাবে আকৃষ্ট করে। আমার এই প্রিয় দেশকে জানতে, সেখানকার মানুষদের জানতে আমি চীন অন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনি এবং ওয়েব সাইট দেখি। আপনাদের ওয়েব সাইটে রাখা ভিডিও চিত্র, সাক্ষাত্কার, চিঠিপত্র, সংস্কৃতি, পর্যটন, অর্থনীতি, শীর্ষ সংবাদ, সর্বশেষ নিবন্ধ, মন্তব্যের পাতা, প্রতিবেদন, চীনা সংবাদ, বিশ্ব সংবাদ, দক্ষিণ এশিয়ার খবর, বিশেষ কলাম, সংগীতানুষ্ঠান, চীনের বিশ্বকোষ, ইতিহাসে আজ ইত্যাদি প্রতিটি বিভাগ অত্যন্ত আকর্ষণীয়, তথ্যপূর্ণ, বস্তুনিষ্ঠ ও উচ্চমানের। আপনাদের সুমিষ্ট কন্ঠস্বর অতুলনীয় যা মনে গভীর ভাবে দাগ কাটে। আমাদের জন্য অসাধারণ অনুষ্ঠান পরিবেশনার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

মু: আচ্ছা, বন্ধু হাফিজুর রহমান, আপনাকে আমাদের প্রশংসা করার জন্য ধন্যবাদ জানাই। আশা করি নিয়মিত আমাদের অনুষ্ঠানে আপনার মতামত পাঠাবেন।

আ: ভারতে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার ইন্টারন্যাশনাল রেডিও লিসনার্স ক্লাবের সম্পাদক দেবাশীষ গোপ তার চিঠিতে লিখেছেন, ...

মু: বন্ধু দেবাশীষ গোপ, আপনাকে চিঠির জন্য ধন্যবাদ জানাই।...

আ: সুপ্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠান শেষ করবো। তবে যাবার আগে আপনাদেরকে আরেকটি সুন্দর বাংলা গান শোনাতে চাই। আশা করি, সব বন্ধু গানটি পছন্দ করবেন।

গান

আ: প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আর হ্যা, আমাদের চিঠি লিখতে ভুলবেন না।

মু: হ্যাঁ, আপনারা আমাদের ইমেলেও প্রশ্ন বা মতামত পাঠাতে পারেন। আমাদের ইমেল ঠিকানা হলো ben@cri.com.cn। আবারো বলছি ben@cri.com.cn। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। (ছাই/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক