Web bengali.cri.cn   
সি চিন পিং ও কাজাখস্তানের প্রেসিডেন্টের বৈঠক
  2013-09-09 10:24:21  cri

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আর কাজাখস্তানের প্রেসিডেন্ট নুরসুলতান নজরবাতেভ

সেপ্টেম্বর ৯: কাজাখস্তানে রাষ্ট্রীয় সফররত চীনের প্রেসিডেন্ট সি চিন পিং রোববার প্রেসিডেন্ট নুরসুলতান নজরবাতেভ এর সঙ্গী হয়ে সে দেশের বৃহত্তম শহর, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র আলমা-আতায় সফর করেন।

সফরকালে সি চিন পিং জোর দিয়ে বলেন, এখন চীনের অর্থনৈতিক উন্নয়নের ধারা গতিশীল। আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি আর মুনাফার ওপর গুরুত্বারোপ করবো, সংস্কার আর উন্মুক্ততা সম্প্রসারণের মাধ্যমে উন্নয়নের পদ্ধতি আর অর্থনৈতিক কাঠামো সুবিন্যাস করবো। চীনের অর্থনীতির টেকসই ও সুস্থ উন্নয়নের ব্যাপারে আমাদের আস্থা রয়েছে।

প্রেসিডেন্ট নজরবাতেভ বলেন, তিনি বিশ্বাস করেন, চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে চীন অবশ্যই সকল কঠিন অবস্থা ও বাধা অতিক্রম করতে পারবে এবং সাহসের সাথে নির্ধারিত লক্ষ্যের দিকে এগিয়ে যাবে। সাড়া দুনিয়া চীনের স্ব-বৈশিষ্ট্যপূর্ণ সমাজতান্ত্রিক পদ্ধতির ওপর নজর রাখছে। ইতিহাস যথাযথ ও ন্যায় বিচার করবে। চীন ভালো হলে কাজাখস্তানও ভালো হবে। কাজাখস্তান আশা করে, চীনের অর্থনৈতিক উন্নয়নের দ্রুতগতির গাড়িতে উঠে চীনের সাথে সাথে নিজেদেরর উন্নয়নের কৌশল ও সমন্বয় জোরদার করবে এবং অভিন্ন উন্নয়ন বাস্তবায়নে সক্ষম হবে। (ইয়ু/লিপন)

মন্তব্য
লিঙ্ক