Web bengali.cri.cn   
সি চিন পিংয়ের উজবেকিস্তান সফর শুরু
  2013-09-09 10:09:34  cri

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং উজবেকিস্তানের প্রেসিডেন্ট আব্দুগানিয়েভিচ কারিমোভ

সেপ্টেম্বর ৯: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং রোববার তাশখন্দে পৌঁছে উজবেকিস্তানে তাঁর রাষ্ট্রীয় সফর শুরু করেছেন।

সফরকালে সি চিন পিং প্রেসিডেন্ট আব্দুগানিয়েভিচ কারিমোভের সঙ্গে বৈঠক করবেন এবং সিনেটের চেয়ারম্যান লিগিজার সাবিরোভ এর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক কল্যানমূলক সহযোগিতা বৃদ্ধি করা সহ নানান বিষয়ে মত বিনিময় করবেন। পরপর দু'দেশের শীর্ষনেতা সমঝোতামূলক দলিলে স্বাক্ষর করবেন। তাছাড়া দু'দেশের সংশ্লিষ্ট বিভাগ আর শিল্পপ্রতিষ্ঠানগুলো বেশকিছু দ্বিপাক্ষিক সহযোগিতামূলক দলিলে স্বাক্ষর করবে।

চীন ও উজবেকিস্তানের মধ্যে ১৯৯২ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে দু'দেশ সম্পর্কের সুস্থ, স্থিতিশীল ও দ্রুত বিকাশের প্রবণতা বজায় রেখে আসছে। দু'দেশের উচ্চ পর্যায়ের যোগাযোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং পারস্পরিক রাজনৈতিক আস্থা গভীর হচ্ছে। ২০১২ সালে প্রেসিডেন্ট কারিমোভ চীন সফরকালে দু'দেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করেন। অর্থনীতি ও বাণিজ্য, জ্বালানি, নিরাপত্তা ও সংস্কৃতিসহ নানা ক্ষেত্রে দু'পক্ষের বাস্তব সহযোগিতায় অভাবনীয় সফলতা অর্জিত হয়েছে। এ বছরের প্রথমার্ধে দু'দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ২১২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা এর আগের বছরের একই সময়ের চেয়ে ৫৩.৫ শতাংশ বেশি। চীন উজবেকিস্তানের দ্বিতীয় বাণিজ্যিক অংশীদার এবং প্রথমসারির তুলা রপ্তানী কারক দেশ। (ইয়ু/লিপন)

মন্তব্য
লিঙ্ক