Web bengali.cri.cn   
বসন্তকালে পেইচিংয়ের উপকন্ঠ এলাকায় বেড়াতে যাওয়া
  2013-03-06 15:09:17  cri
চীনে বসন্ত উত্সবের পরপরই আসে বসন্তকাল। এখন পেইচিংয়ের আবহাওয়ায় উষ্ণতার ছোঁয়া পাওয়া যাচ্ছে; কোনো কোনো গাছে ফুলও ফুটতে শুরু করেছে। কথিত আছে, বসন্তকাল হল নতুন বছর, নতুন আরম্ভ ও যৌবনের প্রতীক। এ-ঋতুতে গাছে গাছে নতুন পাতা গজাবে, ফুল ফুটবে, প্রকৃতি হয়ে উঠবে প্রাণচঞ্চল। আপনারা কি জানেন, পেইচিংয়ের বাসিন্দারা এসময় কোথায় কোথায় বেড়াতে যায়?

আলিম: না-জানলেও ক্ষতি নেই। কারণ, আজ আমরা তাদের নিয়েই পেইচিংয়ের উপকন্ঠ এলাকার কয়েকটি মজার মজার পর্যটন স্থানে বেড়াতে যাবো। আচ্ছা সুবর্ণা, আমি শুনেছি, পেইচিংয়ের উত্তর উপকন্ঠ এলাকায় বেশকিছু প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণ আছে। সেগুলোর পানি প্রাকৃতিকভাবে সবসময় গরম থাকে।

সুবর্ণা: আলিম ভাই, আপনি ঠিকই শুনেছেন। পেইচিংয় শহরের উত্তর দিকে ছাংপিং এলাকায় বহু উষ্ণ প্রস্রবণ দেখা যায়। বিশেষ করে সিয়াওথাংশান পাহাড়ের কাছে কিছু অঞ্চলের উষ্ণ প্রস্রবণ রীতিমতো বিখ্যাত। এসব উষ্ণ প্রস্রবণ প্রাচীনকাল থেকেই বয়ে চলেছে। স্থানীয় গ্রামবাসীরা প্রাকৃতিক পরিবেশের ক্ষতি না-করে উন্মুক্ত স্থানে উষ্ণ প্রস্রবণের পুল তৈরী করে; লোকেরা সেখানে বসে সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার পাশাপাশি উষ্ণ প্রস্রবণে গা ভেজানোর আনন্দ নেয়। বিশেষ করে শীতকালে যখন সাদা তুষার আকাশ থেকে নেমে আসে, তখন উন্মুক্ত স্থানের এসব উষ্ণ প্রস্রবণের পুলে বসে সে-দৃশ্য দেখার মজাই আলাদা।

আলিম: বন্ধুরা, চীনের রাজধানী পেইচিংয়ের উপকন্ঠ এলাকার উষ্ণ প্রস্রবণ পর্যটন এলাকা সম্পর্কে আরো তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তবে, তার আগে একটি গান। গানের নাম 'বসন্তকাল'। বসন্তকাল নিয়ে রচিত এ-গানের কথাগুলো মোটামুটি এমন: সন্ধ্যা নামার সময় দুর পাহাড়ের ঢালে থেমে থাকা ট্রেনটি যেন লজ্জায় লাল রঙ ধরেছে/ সবার অজান্তেই এসে গেছে বসন্তকাল, আগেভাগে/ সত্যি জানি না, মিষ্টি ঘুম থেকে জেগে উঠেছে প্রকৃতি...

সুবর্ণা: শ্রোতাবন্ধুরা, গানটি আপনাদের কেমন লাগলো? নিশ্চিয় ভালো লেগেছে। বসন্তের গান কার না ভালো লাগে। সে যাক, আবারো ফিরে যাচ্ছি উষ্ণ প্রস্রবণ প্রসঙ্গে। উত্তর-পশ্চিম পেইচিংয়ের ছাংপিং এলাকায় উষ্ণ প্রস্রবণকে কেন্দ্র করে গড়ে উঠেছে অনেক বাণিজ্যিক হোটেল ও গ্রামীণ পরিবার হোস্টেল। ফেংশান উষ্ণ প্রস্রবণ গ্রাম হোটেল এর মধ্যে অন্যতম। পেইচিংয়ের কেন্দ্র থেকে গাড়ি চালিয়ে সেখানে পৌঁছাতে সময় লাগে প্রায় ২ ঘন্টা। হোস্টেলের মধ্যে কারাওকে, রেস্তোরাঁ, জিম আছে; আছে বোলিংসহ বিভিন্ন খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা। আলিম: এখানকার উষ্ণ প্রস্রবণ এলাকা ২৪ ঘন্টা খোলা থাকে। ২১ হাজার বর্গমিটার আয়তনের উষ্ণ প্রস্রবণ বাগানের মধ্যে ৭২টি বিভিন্ন ধরনের পুল আছে। উষ্ণ প্রস্রবণের মধ্যে ক্যালসিয়াম, লৌহ, ম্যাগনেসিয়াম, পটাশিয়ামসহ বিভিন্ন খনিজ উপাদান রয়েছে, যা শরীরের মাংসপেশী, অস্থিসন্ধির জন্য খুবই উপকারী; উষ্ণ প্রস্রবণে বসে শরীরের ক্লান্তি দূর করা যায়। সুবর্ণা: এ-সম্পর্কে আমার কিছু অভিজ্ঞতা শ্রোতাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি স্কি করার পর উষ্ণ প্রস্রবণে গিয়েছিলাম। তখন আমার শরীর ছিল ক্লান্ত; মাংসপেশীতে অনুভব করছিলাম ব্যথা। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, উষ্ণ প্রস্রবণে মাত্র আধা ঘন্টা বসার পর আমার শরীরের ক্লান্তি দূর হয়ে গেল; ব্যথা গেল উধাও হয়ে। আরামে আমার রীতিমতো ঘুম পাচ্ছিল। তা ছাড়া, আমার বাবার শরীর খুব ভালো নয়; শীতকালে তার অস্থিসন্ধিতে ব্যথা হয়। উষ্ণ প্রস্রবণে কয়েক দিন গোসল করার পর তার অস্থিসন্ধির ব্যথা অনেকটা ভালো হয়েছে। এ যেন এক প্রাকৃতিক চিকিত্সা-পদ্ধতি।


1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক