Web bengali.cri.cn   
সিআরআই'র ভারতীয় শ্রোতারা সিপিসি'র ১৮তম জাতীয় কংগ্রেসের ওপর দৃষ্টি রাখছে
  2012-11-11 19:20:32  cri
নভেম্বর ১১: সিআরআই'র ভারতীয় শ্রোতারা সিপিসি'র ১৮তম জাতীয় কংগ্রেসে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও'এর রিপোর্টের ওপর দৃষ্টি রেখেছে।

ভারতের উত্তর প্রদেশের রাভি শ্রীভাস্তাভা ইমেলে লিখেছেন, এবারের সম্মেলন বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। কারণ এবারের সম্মেলনে চীনের কমিউনিস্ট পার্টির নতুন নেতৃবৃন্দ নির্বাচিত হয়েছে। বর্তমানে চীনের অর্থনৈতিক ব্যবস্থা ও রাজনৈতিক ব্যবস্থার সংস্কার চলছে। চীনের দ্রুত উন্নয়নের সাথে চীনের কমিউনিস্ট পার্টির সঠিক নেতৃত্ব ও সঠিক নীতিমালার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।

দিল্লীর নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মিনু কুমারা তার চিঠিতে লিখেছেন, যদিও আমি দিল্লীতে থাকি, তবু সিআরআই'র হিন্দী বিভাগের ওয়েবসাইটের মাধ্যমে সিপিসি'র ১৮তম জাতীয় কংগ্রেসের সব খবর জানতে পারছি। বর্তমানে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক সত্তায় পরিণত হয়েছে। বিশ্বের একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে বিভিন্ন ক্ষেত্রে চীন চমত্‌কার সাফল্য অর্জন করেছে। আশা করি সিপিসি'র এবারের ১৮তম জাতীয় কংগ্রেস সাফল্যমণ্ডিত হবে।(সুবর্ণা/আবাম)ৃ

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক