Web bengali.cri.cn   
চীনের কমিউনিষ্ট পার্টির নিজস্ব গণতান্ত্রিক ব্যবস্থা উচ্চ পর্যায়ে এগিয়ে যাবে
  2012-11-11 19:14:25  cri
নভেম্বর ১১: চীনের কমিউনিষ্ট পাটির ১৮তম জাতীয় কংগ্রেসে উত্থাপিত সাধারণ সম্পাদক হু চিন থাওয়ের রিপোর্টে বলা হয়েছে, ভবিষ্যতে পার্টির কংগ্রেসে প্রতিনিধিদের প্রস্তাব কাঠামো কার্যকর হবে। এ থেকে প্রতিপন্ন হয়েছে যে, চীনের কমিউনিষ্ট পার্টির নিজস্ব গনতান্ত্রিক ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এ প্রসঙ্গে চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পার্টির একাডেমির উপ অধ্যক্ষ উ হুয়ে বলেন, এ থেকে সাব্যস্ত হয়েছে যে, চীনের কমিউনিষ্ট পাটির নিজস্ব গণতান্ত্রিক ব্যবস্থা উচ্চ পর্যায়ে এগিয়ে যাবে। পার্টির কংগ্রেসের ব্যবস্থা হচ্ছে চীনের কমিউনিষ্ট পার্টির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংগঠনিক ব্যবস্থা। এটা হল পার্টির নিজস্ব গণতান্ত্রিক ব্যবস্থা প্রচলনের নিশ্চয়তা। রিপোর্টে বলা হয়েছে, এই ব্যবস্থা প্রথমে কয়েকটি প্রদেশ, শহর ও জেলায় পরীক্ষামূলকভাবে কার্যকর করা হবে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক