Web bengali.cri.cn   
চীন বেতার, চলচ্চিত্র ও টেলিভিশন ক্ষেত্রের উন্মুক্তকরণের কাজ চালিয়ে যাবে
  2012-11-11 19:00:04  cri
    নভেম্বর ১১: চীনের বেতার, চলচ্চিত্র ও টেলিভিশন সদর দপ্তরের উপ-মহাপরিচালক থিয়েন চিন রোববার জানিয়েছেন, সিপিসি'র ১৮তম জাতীয় কংগ্রেসের পর চীন বেতার, চলচ্চিত্র ও টেলিভিশন ক্ষেত্রের উন্মুক্তকরণের কাজ চালিয়ে যাবে।

    অস্ট্রেলিয়ার একটি সংবাদ মাধ্যমের সংবাদদাতার প্রশ্নের জবাবে থিয়েন চিন বলেন, সদর দপ্তর এবং বিভিন্ন বেতার ও টেলিভিশন অস্ট্রেলিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে সহযোগিতা চালানোর ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এসব সহযোগিতায় ফলপ্রসূ অগ্রগতিও অর্জিত হয়েছে। যেমন চীন আন্তর্জাতিক বেতার ও মেলবোর্নের থ্রি সিডব্লিউ টেলিভিশনের সঙ্গে ইতিবাচক সহযোগিতা চালিয়ে যাচ্ছে।

    তিনি আরো বলেন, বেতার, চলচ্চিত্র ও টেলিভিশন হলো সবচেয়ে সুবিধাজনক ও ব্যাপক ক্ষেত্রে ব্যবহৃত সংবাদ মাধ্যম। এ ক্ষেত্রের সহযোগিতা দু'দেশের সমঝোতা বাড়ানোর ক্ষেত্রে খুব বেশি অবদান রাখতে পারে। (স্বর্ণা/আবাম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক