Web bengali.cri.cn   

হাশিমের চোখে হার্বিন

2012-05-07 10:33:49    cri     蔡玥   
হারবিন: বৈচিত্রের মধ্যে মহান ঐক্য

প্রাচ্যর মস্কো আর প্রাচ্যর ক্ষুদ্র প্যারিস হিসবে অভিহিত হারবিন শহর সফর করে যারপর নাই মুগ্ধ ও বিস্মিত হয়েছি। এর পিছনে রয়েছে দুটি কারণ। প্রথমত: হারবিনের অনেক অনেক ঠান্ডা ও বহুদিন ধরে চলে আসা বরফ ও তুষার উত্সব। দিত্বীয়ত শহরটির হউরোপীয় বৈশিষ্ট।

বাংলাদেশে আমি গত ১৪ বছর ধরে বিভিন্ন গণমাধ্যমে কাজ করছ। তখন থেকে হারবিনে বরফ ও তুষার উত্সবের সঙ্গে পরিচিত। বর্তমানে আমি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে আন্তর্জাতিক নিউজের প্রধান হিসেবে কাজ করছি। গত দুবছর ধরে আমি নিয়মিত হারবিন বরফ উত্সব নিয়ে আমার টেলিভিশনে প্রতিবেদন প্রচার করছি। আর প্রথমবারের মতো এ উত্সবে যোগ দিতে পেরে আমি খুব খুশি।

সাংবাদিক হিসেবে আমি বিভিন্ন সময় ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশ সফর করেছে। জার্মানীর রাজধানী বার্লিন, মিউনিখ, হামবুর্গসহ বিভিন্ন ইউরোপীয় শহর আমি দেখেছি। চীনের রাজধানী পেইচিং সফর করেছি আমি ২০০৫ সালে। তো এসব সফর থেকে আমি স্পষ্টত বুঝেছি হারবিন চীনের বৈশিষ্ট সম্পন্ন শহর নয়, বরং এ শহরটি যে অনেকটাই ইউরোপীয় বৈশিষ্টসম্পন্ন শহর তা আমি বুঝতে পেরেছি। একে আমার মহান চীন জাতির বৈচিত্রের মধ্যে ঐক্যের মধ্যে বৈচিত্রর সন্ধান বলে মনে হয়েছে।

মাহমুদ হাশিম

বাংলাদেশ প্রতিনিধি

বাংলা বিভাগ, চীন আন্তর্জাতিক বেতার।

অন্য ভাষা
যোগাযোগ পদ্ধতি
v 010-68891434
v http://weibo.com/chengshibang
v chinesecity@cri.cn
সাহায্যদানকারী পক্ষ
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040