Web bengali.cri.cn   

চীনের শহর তালিকা-২০১১ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু

2012-05-07 10:30:58    cri     蔡玥   
'চীনের শহর তালিকা-২০১১ -- বিশ্ব নেট-নাগরিকদের সুপারিশি চীনের বিখ্যাত সাংস্কৃতিক নগর' নিবার্চন কার্যক্রম ১ জুন ২০টি তালিকাভুক্ত নগরের নাম ঘোষণা করেছে। এর মধ্য দিয়ে দুমাসব্যাপী চীনের বিখ্যাত সাংস্কৃতিক নগর নির্বাচন কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

সিআরআই অনলাইনের খবর, চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়, সংস্কৃতি মন্ত্রণালয় আর জাতীয় পর্যটন ব্যুরোর নির্দেশনায় এবং চীন আন্তর্জাতিক বেতারের সিআরআই অনলাইনের উদ্যোগে এ কর্মসূচি আয়োজিত হচ্ছে।

'চীনের শহর তালিকা-২০১১' এর সুপারিশ মানদণ্ড অনুযায়ী, বিশেষজ্ঞ পর্যালোচনা দল কঠোর নির্বাচনের পর ২০টি বৈশিষ্ট্যপূর্ণ চীনা নগর তালিকাভুক্ত করেছে। সেগুলো হচ্ছে পেইচিং, চেনদে, চেংতু, দালি, দালিয়ান, কুয়াংচৌ, কুইলিন, হাংচৌ, চিংদেচেন, লাসা, নানচিং, পিংইয়াও, ছিংতাও, ছুফু, ছুয়ানচৌ, শাওসিং, থুলুফান, সিআন, সিয়ামেন ও ইয়াংচৌ।

এ শহরগুলো সম্পর্কিত তথ্য পরবর্তী দুমাসে সিআরআই অনলাইনের বহু ভাষা ওয়েবসাইট আর বিদেশী সহযোগী তথ্যমাধ্যমের প্লাটফর্মে তুলে ধরা হবে। সারা বিশ্বের নেট-নাগরিকরা এর মধ্য থেকে তাদের পছন্দের শহর নির্বাচন করতে পারবেন।

নির্বাচন চলাকালে দেশি-বিদেশি নেট-নাগরিকরা সিআরআই অনলাইনের 'চীনের শহর তালিকা-২০১১' বিষয়ক ওয়েবসাইট অর্থাত্ http://chinesecity.cri.cn/ খুলে বিভিন্ন ভাষার ওয়েবপেইজ দেখতে এবং নেট ভোট দেয়ার মাধ্যমে নিজের পছন্দমতো চীনের বিখ্যাত সাংস্কৃতিক নগর নির্বাচন করতে পারবেন। আগামী ৩১ জুলাই আয়োজক পক্ষ সারা বিশ্বের নেট-নাগরিকদের ভোটের ফলাফল অনুযায়ী দশটি নির্বাচিত নগরের নাম ঘোষণা করবে। এ দশটি নগর 'বিশ্ব নেট-নাগরিকদের সুপারিশি চীনের সবচেয়ে বিখ্যাত সাংস্কৃতিক নগরের খেতাব' পাবে। (ইয়ু কুয়াং ইউয়ে)

অন্য ভাষা
যোগাযোগ পদ্ধতি
v 010-68891434
v http://weibo.com/chengshibang
v chinesecity@cri.cn
সাহায্যদানকারী পক্ষ
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040