Web bengali.cri.cn   
দ্বিতীয় প্রবন্ধ 'চীনা ভাষার সেতু' বিষয়ক প্রতিযোগিতা
  2018-07-30 11:51:32  cri
বিভিন্ন দেশের শিক্ষার্থীদের চীনা ভাষা শেখার প্রতি আগ্রহ সৃষ্টি এবং চীনা ভাষা ও সংস্কৃতির সঙ্গে পরিচয় বাড়ানোর উদ্দেশ্যে চীনের কনফুসিয়াস ইনস্টিটিউটের সদরদপ্তর (চীনের হানবান) ২০০২ সাল থেকে 'চীনা ভাষার সেতু' নামে ধারাবাহিক প্রতিযোগিতার আয়োজন করে আসছে।

প্রতি বছর 'চীনা ভাষার সেতু' নামে বিদেশি কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের চীনা ভাষা প্রতিযোগিতা, বিদেশি মাধ্যমিক স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের চীনা ভাষা প্রতিযোগিতা ও চীনে বিদেশিদের সম্মেলন অনুষ্ঠিত হয়।

'চীনা ভাষার সেতু' ধারাবাহিক প্রতিযোগিতায় দুটি অংশ অন্তর্ভুক্ত, একটি হলো বাছাই প্রতিযোগিতা ও অন্যটি চূড়ান্ত প্রতিযোগিতা। বিভিন্ন দেশে চীনা দূতাবাসের শিক্ষা ও সংস্কৃতি বিভাগ এবং কনফুসিয়াস ইনস্টিটিউটগুলো এ প্রতিযোগিতা আয়োজন করে।

'চীনা ভাষার সেতু' বিষয়ক বিদেশি কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের চীনা ভাষা প্রতিযোগিতার বাছাই প্রতিযোগিতা বিভিন্ন দেশে প্রতি বছর জুন মাসের আগে সম্পন্ন হয়। চীনে চূড়ান্ত প্রতিযোগিতা আয়োজনের সময় হচ্ছে জুলাই থেকে অগাস্ট মাস। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বয়স ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত। বিদেশে জন্ম ও বেড়ে ওঠা, (মাতৃভাষা চীনা নয়, চীনা নাগরিক নয়) এমন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারেন।

'চীনা ভাষার সেতু' বিষয়ক বিদেশি মাধ্যমিক স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের চীনা ভাষা প্রতিযোগিতার বাছাই প্রতিযোগিতা বিভিন্ন দেশে প্রতি বছর সেপ্টেম্বর মাসের আগে সম্পন্ন হয়। চীনে এর চূড়ান্ত প্রতিযোগিতা অক্টোবর থেকে নভেম্বর মাসে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বয়স ১৫ থেকে ২০ বছর পর্যন্ত। বিদেশে জন্ম ও বেড়ে ওঠা, (মাতৃভাষা চীনা নয়, চীনা নাগরিক নয়) এমন মাধ্যমিক স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারেন।

প্রতিযোগিতায় লিখিত পরীক্ষা, বক্তৃতা, প্রতিভা প্রদর্শন ও প্রশ্নোত্তর অন্তর্ভুক্ত থাকে। যারা এর আগে বিজয়ী হয়ে চীনে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, তারা পর পর দু'বার একই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন না।

'চীনা ভাষার সেতু' বিষয়ক বিদেশিদের সম্মেলনের বাছাই প্রতিযোগিতা প্রতি বছর জুন মাসের আগে সম্পন্ন হয়, চূড়ান্ত প্রতিযোগিতা জুন থেকে জুলাই মাসে অনুষ্ঠিত হয়। বিদেশে জন্ম ও বেড়ে ওঠা (মাতৃভাষা চীনা নয়, চীনা নাগরিক নয়) এমন নাগরিকরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারেন।

'চীনা ভাষার সেতু' প্রতিযোগিতায় গ্রুপ চ্যাম্পিয়ন, গ্রুপ মহাদেশ চ্যাম্পিয়ন, ব্যক্তিগত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার, একক পুরস্কার, সেরা পুরস্কার এবং সেরা শিক্ষক পুরস্কারসহ নানা পুরস্কার বিতরণ করা হয়।

২০১৬ সাল পর্যন্ত ১১০টিরও বেশি দেশের কয়েক লাখ শিক্ষার্থী 'চীনা ভাষার সেতু' প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এ প্রতিযোগিতা আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় ক্ষেত্রের এক গুরুত্বপূর্ণ ব্র্যান্ড এবং চীনকে বিশ্বের সঙ্গে সংযুক্ত করার 'সাংস্কৃতিক, মৈত্রী ও মনের সেতুতে' পরিণত হয়েছে।

এ প্রতিযোগিতা হচ্ছে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের চীনা ভাষা শেখা ও চীনকে জানার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এ প্রতিযোগিতার মাধ্যমে বিদেশি শিক্ষার্থীরা চীনে যাওয়ার সুযোগ পেয়েছে।

প্রতিযোগিতাটি টানা ১৭ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। যারা 'চীনা ভাষার সেতু' প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন, তাদের মধ্যে মধ্যে কেউ কেউ এখনো চীনে অধ্যয়ন করছেন, কেউ কেউ চীনে চাকরি করছেন। তাদের ত্বকের রং ভিন্ন, চোখের রং ভিন্ন, তবে সবাই চীনা ভাষা ভালোবাসেন, পছন্দ করেন চীনা সংস্কৃতি। সবাই সুন্দর স্বপ্ন বাস্তবায়নের জন্য পরিশ্রম করছেন।

প্রশ্ন:

১। 'চীনা ভাষার সেতু' নামে ধারাবাহিক প্রতিযোগিতা কোন সাল থেকে শুরু হয়?

ক. ২০০২ সাল খ. ২০০৫ সাল গ. ২০১৫ সাল

২। চীনের কোন সংস্থা 'চীনা ভাষার সেতু' প্রতিযোগিতা আয়োজন করে?

ক. কনফুসিয়াস ইনস্টিটিউটের সদরদপ্তর খ. শিক্ষা মন্ত্রণালয়

গ. চীনা দূতাবাস

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040