Web bengali.cri.cn   
প্রথম প্রবন্ধ 'চীনের সরকারি বৃত্তি'
  2018-07-30 11:50:33  cri
চীনা জনগণ ও বিশ্বের বিভিন্ন দেশের জনগণের পারষ্পরিক সমঝোতা, মৈত্রী বৃদ্ধি এবং বিভিন্ন ক্ষেত্রে চীন ও বিভিন্ন দেশের বিনিময় ও সহযোগিতা বিকাশ করার উদ্দেশ্যে চীন সরকার নানা ধরনের বৃত্তির ব্যবস্থা করেছে। এভাবে বিভিন্ন দেশের ছাত্রছাত্রী, শিক্ষক ও গবেষকদের চীনের বিশ্ববিদ্যালয়ে গিয়ে লেখাপড়া বা গবেষণা করতে সহায়তা দিচ্ছে চীনের সরকার।

চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনে জাতীয় বৃত্তি পরিষদ সরকারি বৃত্তি-সম্পর্কিত শিক্ষার্থীদের ভর্তি ও ব্যবস্থাপনার দায়িত্ব বহন করে। শিক্ষার্থীর ধরণ হিসেব চীনের সরকারি বৃত্তিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, যেমন, স্নাতক বৃত্তি, স্নাতকোত্তর বৃত্তি, ডক্টরেট বৃত্তি, চীনা ভাষা শিক্ষার্থী বৃত্তি, সাধারণ বৃত্তি ও উন্নত মানের শিক্ষার্থী বৃত্তি। প্রকল্পের ধরণ হিসেবে চীনের সরকারি বৃত্তিকে ভাগ করা হয়েছে মহাপ্রাচীর বৃত্তি, সেরা ছাত্র বৃত্তি, এইচএসকে পুরস্কার বিজয়ীদের বৃত্তি, বিদেশি চীনা ভাষা শিক্ষকদের জন্য স্বল্পমেয়াদী প্রশিক্ষণ বৃত্তি ও চীনা সংস্কৃতি গবেষণা প্রকল্প ইত্যাদি ভাগে।

চীনের সরকারি বৃত্তি পেলে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা চীনা ভাষায় লেখাপড়া করেন। ফলে বিদেশি শিক্ষার্থীরা স্নাতক কোর্স শুরু হওয়ার আগে চীনে এক বছর চীনা ভাষা ও ভাষা-সম্পর্কিত মৌলিক জ্ঞান শেখেন এবং পরীক্ষায় পাশ করার পর স্নাতক কোর্স পড়তে শুরু করতে পারেন। তবে কিছু বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষায় শিক্ষাদান করা হয়। এ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হলে বাধ্যতামূলকভাবে চীনা ভাষা শেখার প্রয়োজন পড়ে না।

এখন চীনের ২৭৯টি বিশ্ববিদ্যালয় সরকারি বৃত্তি প্রকল্পের সঙ্গে জড়িত। এ বিশ্ববিদ্যালয়গুলোতে বিজ্ঞান, প্রকৌশল, কৃষিবিদ্যা, ঔষধ, অর্থনীতি, আইন, ব্যবস্থাপনা, শিক্ষা, ইতিহাস, সাহিত্য, দর্শন ও শিল্পকলাসহ নানা বিষয় রয়েছে। বিস্তারিত তথ্য জানতে চাইলে http://www.csc.edu.cn/laihua অথবা http://www.campuschina.org ক্লিক করুন।

বিশ্বব্যাপী চীনা ভাষা ও সংস্কৃতি প্রচার, কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠায় সমর্থন, যোগ্যতাসম্পন্ন চীনা ভাষার শিক্ষক ও চীনা ভাষার প্রতিভাবান ব্যক্তিদের প্রশিক্ষণ প্রদানের উদ্দেশ্যে চীনের কনফুসিয়াস ইনস্টিটিউটের সদরদপ্তর (হানবান) বিদেশি শিক্ষার্থী, পণ্ডিত ও চীনা ভাষার শিক্ষকদের চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানোর জন্য বৃত্তির প্রচলন করেছে।

এখন চীনের ১৫০টি বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের বৃত্তি কোর্স আছে। প্রশিক্ষণ কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে চীনা ভাষার আন্তর্জাতিক শিক্ষাদান, চীনা সাহিত্য, চীনের ইতিহাস, চীনের দর্শনশাস্ত্র, চীনের ঐতিহ্যবাহী চিকিত্সা, চীনা সংগীত, চীনা নৃত্য ইত্যাদি। কনফুসিয়াস ইনস্টিটিউটের বৃত্তির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে শিক্ষার ফি, বাসস্থান খরচ ও চিকিত্সা বিমা ফি। সংশ্লিষ্ট তথ্য জানতে চাইলে আপনি http://cis.chinese.cn ক্লিক করুন।

তাছাড়া, চীন ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সাংস্কৃতিক বিনিময় সম্প্রসারণ এবং এ দেশগুলোতে চীনা ভাষার শিক্ষকদের জন্য চীনের কনফুসিয়াস ইনস্টিটিউটের সদরদপ্তর বিশেষ করে কনফুসিয়াস ইনস্টিটিউটের এশীয় দেশগুলোর শিক্ষকদের কোর্স প্রকল্প চালু করেছে।

আপনি যদি চীনে গিয়ে লেখাপড়া করতে আগ্রহী হন তাহলে বাংলাদেশে চীনা দূতাবাস, বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট ও সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের সঙ্গে যোগাযোগ বজায় রাখুন। যাতে সময়মতো উপরোক্ত সরকারি বৃত্তির তথ্য জানতে পারেন এবং আবেদন করতে পারেন।

চীনের সরকারি বৃত্তির সাহায্যে আপনার চীনে যাওয়ার স্বপ্ন পূরণ করুন।

প্রশ্ন:

১। চীনের কতটি বিশ্ববিদ্যালয় সরকারি বৃত্তি প্রকল্পের সঙ্গে জড়িত?

ক. ১৫০ খ. ২৭৯ গ. ৩৫০

২। চীনের সরকারি বৃত্তি পেলে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা কোন্ ভাষায় লেখাপড়া করেন?

ক. চীনা খ. ইংরেজি গ. বাংলা

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040