Web bengali.cri.cn   
'চীনা ভাষার আকর্ষণ' সাধারণ জ্ঞান প্রতিযোগিতা
  2018-07-30 11:41:16  cri
বাংলাদেশ-চীন রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক দিন দিন বাড়ছে। চীনা ভাষা নিয়ে বাংলাদেশের মানুষের আগ্রহও বাড়ছে। এই প্রেক্ষাপটে সিআরআই এবং আমাদের সময় পত্রিকার যৌথ উদ্যোগে 'চীনা ভাষার আকর্ষণ' শীর্ষক সাধারণ জ্ঞান প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতা শুরু হচ্ছে ৩০ জুলাই। আগামী ১০ অগাস্টের মধ্যে প্রতিযোগিতা সম্পর্কে ৬টি প্রবন্ধ প্রকাশিত হবে সিআরআই বাংলা বিভাগের ওয়েবসাইট ও ফেসবুকে। ওয়েবসাইটের ঠিকানা: Bengali.cri.cn । প্রতিটি প্রবন্ধের সঙ্গে কয়েকটি প্রশ্ন থাকবে। ১০টি প্রশ্নের উত্তর টিক চিহ্নের মাধ্যমে এবং ১১তম প্রশ্নটির উত্তর লিখে পাঠাতে হবে। উত্তর পাঠানোর শেষ তারিখ ৩১ অগাস্ট ২০১৮। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ীদের বেছে নেওয়া হবে। প্রতিযোগিতার বিষয়ে চীন আন্তর্জাতিক বেতার ও আমাদের সময় কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। উত্তর পাঠাবেন এই ইমেইলে: ben@cri.com.cn, ইমেইলের বিষয় লিখবেন "china quiz. চীনা ভাষার আকর্ষণ' জ্ঞান-যাচাই-প্রতিযোগিতার প্রশ্নমালা।"

'চীনা ভাষার আকর্ষণ' শীর্ষক জ্ঞান-যাচাই-প্রতিযোগিতার প্রশ্নমালা:

১. চীনের কতটি বিশ্ববিদ্যালয় সরকারি বৃত্তি প্রকল্পের সঙ্গে জড়িত?

ক. ১৫০ খ. ২৭৯ গ. ৩৫০

২. চীনের সরকারি বৃত্তি পেলে স্নাতক শিক্ষার্থীরা কোন ভাষায় লেখাপড়া করেন?

ক. চীনা খ. ইংরেজি গ. বাংলা

৩. 'চীনা ভাষার সেতু' শীর্ষক ধারাবাহিক প্রতিযোগিতা কোন সাল থেকে শুরু হয়েছে?

ক. ২০০২ সাল খ. ২০০৫ সাল গ. ২০১৫ সাল

৪. চীনের কোন সংস্থা 'চীনা ভাষার সেতু' প্রতিযোগিতার আয়োজন করে?

ক. কনফুসিয়াস ইন্সটিটিউটের সদর দপ্তর

খ. শিক্ষা মন্ত্রণালয়

গ. চীনা দূতাবাস

৫. 'চীনা ভাষার মান পরীক্ষা' এর সংক্ষিপ্ত নাম কি?

ক. HSK খ. HSKK গ. BCT

৬. চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কনফুসিয়াস ইন্সটিটিউটের কোন শাখা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন?

ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউট

খ. নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউট

গ. সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম

৭. নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউট কত সালে প্রতিষ্ঠিত হয়?

ক. ২০০৬ সাল খ. ২০০৯ সাল গ. ২০১০ সাল

৮. নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউট চীনা ভাষাসংশ্লিষ্ট কোন প্রতিযোগিতায় একাধিকবার ভালো ফলাফল অর্জন করেছে?

ক. 'চীনা ভাষার সেতু' বিষয়ক আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের চীনা ভাষা প্রতিযোগিতা

খ. 'চীনা ভাষার সেতু' বিষয়ক আন্তর্জাতিক মাধ্যমিক স্কুলের ছাত্রদের চীনা ভাষা প্রতিযোগিতা

গ. 'চীনা ভাষার সেতু' বিষয়ক বৈশ্বিক বিদেশিদের চীনা ভাষা সম্মেলনের বাছাই প্রতিযোগিতা

৯. সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের ঠিকানাটা কোনটি?

ক) হাউস ৮২, রোড ১৫, সেক্টর ১১, উত্তরা

খ) হাউস ১৫, রোড ৮২, সেক্টর ১১, উত্তরা

গ) হাউস ৮২, রোড ১৫, সেক্টর ২২, উত্তরা

১০. চলতি বছর সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের কতজন শিক্ষার্থী বৃত্তি পেয়ে চীনের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে যাবে?

ক. ১০ খ. ১৪ গ. ৯

১১. উচ্চশিক্ষা গ্রহণের জন্য চীনে যেতে হলে কী ধরনের প্রস্তুতি প্রয়োজন বলে আপনি মনে করেন?

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040