Web bengali.cri.cn   
ব্রিক্স উন্নয়নশীল দেশগুলোরও প্রতিনিধিত্ব করে: ওয়াং ই
  2017-08-03 13:37:01  cri

জুন ২০: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ব্রিক্স কেবল ৫টি সদস্যরাষ্ট্রের প্রতিনিধিত্ব করে না, এ জোট নবোদিত অর্থনীতি ও উন্নয়নশীল দেশগুলোরও প্রতিনিধিত্ব করে। তিনি গতকাল (সোমবার) বেইজিংয়ে ব্রিক্সভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকশেষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, বৈঠকে পাঁচটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ব্রিক্সের পরবর্তী দশ বছরের উন্নয়ন পরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন। তারা বিশ্বাস করেন, ব্রিক্সভুক্ত দেশগুলো সহায়তাকারী, স্ট্যাবিলাইজার ও বেগবর্ধকের ভূমিকা পালন করে যাবে।

চলতি বছরকে ব্রিক্সভুক্ত দেশগুলোর পারস্পরিক সহযোগিতার জন্য 'গুরুত্বপূর্ণ' আখ্যায়িত করে ওয়াং ই বলেন, সভাপতিরাষ্ট্র হিসেবে চীন অন্য চারটি দেশের সাথে যৌথভাবে সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধান করবে; 'ব্রিক্স প্লাস' ধারণার আওতায় সংলাপ ও সহযোগিতার নতুন পদ্ধতি গ্রহণে সচেষ্ট হবে; এবং ব্যাপক অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করবে। আশা করা যায়, এতে ব্রিক্সভুক্ত দেশগুলো আরও উপকৃত ও সমৃদ্ধ হবে। (ইয়ু/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040