Web bengali.cri.cn   
ব্রিকস জোটের পরিবেশমন্ত্রী পর্যায়ের সম্মেলন চীনে অনুষ্ঠিত
  2017-08-03 13:29:34  cri

জুন ২৪: ব্রিকস জোটের তৃতীয় পরিবেশমন্ত্রী পর্যায়ের সম্মেলন গতকাল (শুক্রবার) চীনের থিয়েন চিনে অনুষ্ঠিত হয়েছে। এই প্রথম চীনে সম্মেলনটি অনুষ্ঠিত হলো।

চীনের এনভায়রনমেন্টাল প্রোটেকশন বিভাগের সম্পাদক লি কান চিয়ে সম্মেলনে সভাপতিত্ব করেন। সম্মেলনে লি বলেন, পরিবেশের মান উন্নত করা চীন সরকারের গুরুত্বপূর্ণ কাজ। পরিবেশ রক্ষায় কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। বায়ু, জল ও মাটির দূষণ প্রতিরোধে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এবং আরো কঠোর আইনি ব্যবস্থা নেওয়ায় প্রাকৃতিক পরিবেশ মান উন্নত হচ্ছে।

তিনি আরো বলেন, জলবায়ু সমস্যার সম্মুখীন বিশ্বে ব্রিকস দেশগুলোর জলবায়ু খাতে সহযোগিতা জোরদার করা উচিত। তিনি আশা করেন, ব্রিকস দেশগুলো সংলাপ জোরদার করবে, পরিবেশ রক্ষার অভিজ্ঞতা বিনিময় করবে এবং বিভিন্ন ইস্যুতে কার্যকর সহযোগিতা চালাবে। এতে আন্তর্জাতিকভাবে টেকসই উন্নয়নে ব্রিকস জোটের প্রভাব বাড়াবে এবং জাতিসংঘের ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে অবদান রাখবে ব্রিকস।

(জিনিয়া ওয়াং/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040