Web bengali.cri.cn   
বেইজিংয়ে সি চিন পিংয়ের সঙ্গে ব্রিক্সভুক্ত দেশগুলোর নিরাপত্তা কর্মকর্তাদের সাক্ষাত
  2017-08-03 12:51:29  cri

জুলাই ২৯: চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে গতকাল (শুক্রবার) বেইজিংয়ের মহা গণভবনে সাক্ষাত করেন ব্রিক্সভুক্ত দেশগুলোর নিরাপত্তা কর্মকর্তারা। ব্রিক্সের নিরাপত্তাবিষয়ক সপ্তম সম্মেলনে অংশ নিতে চীনে আসা এই কর্মকর্তারা হচ্ছেন: দক্ষিণ আফ্রিকার প্রতিরক্ষামন্ত্রী ডেভিড মাহ্‌লোবো, ব্রাজিলের নিরাপত্তা সংস্থা কার্যালয়ের পরিচালক সের্গিও এতচেগোইয়েন, রুশ ফেডারেল নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাত্রুশেভ, এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

সাক্ষাত্কালে প্রেসিডেন্ট সি বলেন, ব্রিক্সভুক্ত দেশগুলোর সহযোগিতার ইতিহাস ১০ বছরের। সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে ভৌগোলিক দূরত্ব আছে, সামাজিক ব্যবস্থায়ও আছে ভিন্নতা। কিন্তু উন্নয়ন, স্থিতিশীলতা ও জনগণের জীবনমান উন্নয়নের প্রশ্নে পাঁচটি সদস্যরাষ্ট্রের অবস্থান অভিন্ন।

সি চিন পিং আরও বলেন, ব্রিক্সভুক্ত দেশেগুলোর মধ্যে সহযোগিতা জোরদার শুধু নিজেদের জন্য কল্যাণকর তা নয়, নতুন আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রেও এ সহযোগিতা তাত্পর্যপূর্ণ। জটিল আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তা পরিস্থিতিতে ব্রিক্সভুক্ত দেশগুলোর মধ্যে আরও সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

এ ব্যাপারে বিদেশি প্রতিনিধিরা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে একমত হন। তারা বলেন, ব্রিক্সের সদস্যরাষ্ট্রগুলোর উচিত পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে বিশ্বায়ন-বিরোধী তত্পরতা ও সন্ত্রাসবাদ মোকাবিলা করা। (জিনিয়া ওয়াং/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040