Web bengali.cri.cn   
চীন ভ্রমণের ডায়েরী
  2012-12-12 18:26:14  cri

শ্রোতাবন্ধুরা আমি আপনাদের বন্ধু সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাব, বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা পরিচালক এবং চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)'র বাংলাদেশ মনিটর। গত ৮ ডিসেম্বর ২০১২ তারিখে আমি চীনে এসেছি চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) কর্তৃক আয়োজিত "চীনের হাইনান আন্তর্জাতিক পর্যটন দ্বীপ" জ্ঞানযাচাই প্রতিযোগিতার গ্রেন্ড পুরস্কার বিজয়ী হিসেবে। বাংলাদেশ থেকে আমি সহ আরো ৫টি দেশের (ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা এবং দক্ষিণ কোরিয়া) সর্বমোট ৬ জন বিজয়ী শ্রোতা একি সময়ে চীন ভ্রমণ করছি।

চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) বাংলা বিভাগ থেকে আমাকে "হাইনান আন্তর্জাতিক পর্যটন দ্বীপ" জ্ঞানযাচাই প্রতিযোগিতার গ্রেন্ড পুরস্কার বিজয়ী হিসেবে নির্বাচিত করায় আমি উক্ত বিভাগের পরিচালক মাদাম ইউকোয়াং য়ূএ, শ্রোতা সম্পর্ক বিভাগের ছাইয়ূএ মুক্তা, বাংলা অন্যান্য সকল কর্মীসহ সিআরআই এর উচ্চ পর্যায়ের নেতাদের কাছে আমার এবং আমাদের ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

৮ ডিসেম্বর ২০১২:বাংলাদেশ টু চীন:

ঢাকা শাহজালাল (রা:) আন্তর্জাতিক বিমান বন্দরে অন্যান্য শ্রোতাদের সাথে দিদারুল ইকবাল (সর্ব ডানে)।

এই দিন আমি বাংলাদেশ সময় দুপুর ২:৩০ মিনিটে চীনের উদ্দেশ্যে ঢাকা শাহজালাল (রা:) আন্তর্জাতিক বিমান বন্দর থেকে চায়না ইস্টার্ণ এয়ারলাইন্সের এম.ইউ ২০৩৬ ফ্লাইটে রওনা হয়। এসময় বিমান বন্দরে আমাকে ভ্রমণের উদ্দেশ্যে বিদায় জানাতে এসেছিলেন সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশ এর চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম বেলাল, ডিএক্সার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ন্যাশনাল কোঅর্ডিনেটর মো:মাহবুব রহমান, দুরন্ত রেডিও ফ্যান ক্লাবের সভাপতি তাছলিমা আক্তার লিমা, সাধারণ সম্পাদক মো:রফিকুল ইসলাম, সদস্য হাজেরা বেগম, শ্রোতাবন্ধু শাহীন পাটোয়ারী, মো:সোহেল রানা হৃদয়, মো:জাকারিয়া, আরশাদ সোহেল সহ আরো অনেকে। এছাড়া মোবাইলে ফোন করে চীন ভ্রমণের শুভ কামনা জানিয়েছেন, বাংলাদেশ-চীন গণমৈত্রী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো:বশিরউল্লাহ, বাংলাদেশ বেতার থেকে এটিএম জিয়া হাসান, আবু তাহের রায়হান, এবিসি (এফএম) রেডিও থেকে মো:মিরাজ হোসাইন, গাজীপুর থেকে শ্রোতাবন্ধু শহীদুল কায়সার লিমন, ঢাকা থেকে ওসমান গণী, রাজবাড়ী থেকে কবিরুল ইসলাম মিঠু, ফাতেমা বেগম, কুষ্টিয়া থেকে লিলিমা বেগম, চট্টগ্রাম থেকে শাহাদাত হোসেন আশরাফ, কালাম উল্লাহ সুমন, নুরুল ইসলাম মেরাজ, আব্দুল্লাহ আল নোমান, নূর মোহাম্মদ, আনোয়ারা বেগম, জোবেদা রিনা, মাসুদ, মেহেদী হাসান, সাতক্ষীরা থেকে সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও থেকে আবেদা সুলতানা রুবিনা, বাহারাইন (মধ্যপ্রাচ্য) থেকে শাওন খান সহ আরো অনেকে। আমি সবার কাছে আন্তরিক ভাবে কৃতজ্ঞ।

ঢাকা শাহজালাল (রা:) আন্তর্জাতিক বিমান বন্দরে বিমানে উঠার পূর্বে দিদারুল ইকবাল।

চীনের কুনমিং বিমান বন্দর হয়ে আমি যখন বেইজিং বিমান বন্দরে আগমন করি তখন চীনের সময় রাত ১১:১০ মিনিট।

আমি যখন বিমান থেকে নামি তখন বেইজিং এর তাপমাত্রা মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস (-১০)। এসময় মনে হয়েছে কেউ যেন আমার সমন্ত শরীরে মোটা মোটা কাঁটা বা শুই দিয়ে পোড়াচ্ছে। এর পূর্বে আমি এত ঠান্ডার মোখমোখি আর কখনো হয়নি। অনেক মোটা মোটা শীতের কাপড় পড়ার পরেও শীতের তিব্রতা থেকে আমার শেষ রক্ষা আর হয়নি। এটি ছিলো আমার জন্য প্রথম অভিজ্ঞতা। বেইজিং বিমান বন্দর থেকে সিআরআই বাংলা শ্রোতা সম্পর্ক বিভাগের ছাইয়ূএ মুক্তা আমাকে অত্যন্ত আন্তরিকতার সাথে চীনে স্বাগত জানান এবং হোটেলে নিয়ে যান। এখন আমি রয়েছি বেইজিং এর চারতারাযুক্ত হোটেল 'নং-৯ ডিসাং রোড'। হোটেলে ঢুকার পর কনকনে শীতের হাত থেকে কিছুটা মুক্তি পায়। আর এভাবেই আমার বাংলাদেশ টু চীন ভ্রমণের প্রথম পর্যায় শেষ হয়।

---দিদারুল ইকবাল

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040