Web bengali.cri.cn   
সিআরআই কনফুসিয়াস ক্লাসরুমের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষা কার্যক্রম শুরু
  2011-05-06 16:00:22  cri

সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের ৬ষ্ঠ ব্যাচের চীনা ভাষা কোর্সের নতুন ছাত্র-ছাত্রীদের সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাবের পক্ষ থেকে বাংলা নববর্ষ ১৪১৮-এর শুভেচ্ছা।

বাংলাদেশের রাজধানী ঢাকায় সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের ৬ষ্ঠ ব্যাচের চীনা ভাষা শিক্ষা কার্যক্রম ১৭ এপ্রিল শুরু হয়েছে।

পনেরো জন ছাত্র-ছাত্রী নিয়ে শুরু হওয়া এই নতুন ব্যাচের ক্লাসের শুরুতে ক্লাসরুমের চীনা পরিচালক ও চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের প্রতিনিধি ইয়াং ওয়েই মিং স্বর্ণা শিক্ষার্থীদেরকে চীনা ভাষা ও সংস্কৃতি সম্পর্কে প্রাথমিক ধারণা দেন।

তিনি প্রথমে প্রত্যেকের কাছে চীনা ভাষা শেখার উদ্দেশ্য সম্পর্কে জানতে চান। এরপর বাংলাদেশী শিক্ষক ও চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের আনন্দঘন পরিবেশে চীনা ভাষার পাঠদান শুরু করেন।

শিক্ষার্থীদের মধ্যে দুজন ছাত্রী এবং চীন আন্তর্জাতিক বেতারের মনিটর ও সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাবের পরিচালক দিদারুল ইকবাল রয়েছেন।

ক্লাস শেষে কয়েকজন শিক্ষার্থী চীনা ভাষার প্রথম ক্লাসে তাদের অনুভূতি প্রকাশ করেন।

গ্রুপ ছবিতে সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের শিক্ষক ও চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের (বাম থেকে ৬ষ্ঠ) এবং চীনা ভাষা শিক্ষার ৬ষ্ঠ ব্যাচের নতুন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মধ্যে বাম থেকে ২য় চীন আন্তর্জাতিক বেতারের মনিটর ও সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাবের পরিচালক দিদারুল ইকবাল।

২০০৯ সালের ১৪ ফেব্রুয়ারি চীন আন্তর্জাতিক বেতার এবং ঢাকার শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ক্লাসরুমটি চালু করার জন্য আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করে। একই বছর ২৯ অক্টোবর ক্লাসরুমের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। এ পর্যন্ত প্রায় ১২০ জন বাংলাদেশি এ কোর্সে ভর্তি হয়েছেন। এছাড়া পঞ্চাশের বেশি চীনা নাগরিক এই প্রতিষ্ঠানে প্রাথমিক বাংলা শেখেন।

গত বছর সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের একজন ছাত্র চীন সরকারের বৃত্তি নিয়ে চীনের কুয়াংচৌ শহরে গিয়ে চুংশান বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা অধ্যয়ন করছেন। এ বছর ২২ এপ্রিল ঢাকায় চীনা দূতাবাসে ক্লাসরুমের পাঁচজন ছাত্র-ছাত্রী চীনা বৃত্তির প্রতিযোগিতায় অংশ নেন।

চীনা ভাষা শিখতে আগ্রহীরা (০২) ৮৯৫০৪৭১ বা ৭৯১২৯৬৮ নম্বরে যোগাযোগ করতে পারেন। ক্লাসরুমের মূল শ্লোগান হচ্ছে 'মাতৃ ভাষায় চীনা ভাষা শিখুন'।

 ক্লাসরুমের শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে প্রবীণ আজিজুল হক চৌধুরীর হাতে চীনা ভাষা শিক্ষার বই তুলে দিচ্ছেন সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের চীনা পরিচালক ইয়াং ওয়েই মিং স্বর্ণা। পাশে রয়েছেন ক্লাসরুমের শিক্ষক ও চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের।

চীনা ভাষা শিক্ষার কৌশলগুলি রপ্ত করার চেষ্টা করছেন শিক্ষার্থীরা।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040