পেইচিং নির্গমন ও প্রবেশ সীমান্ত পরীক্ষার সাধারণ চেক-পয়েন্টের খবরে জানা গেছে, ১৩ থেকে ১৯ ফেব্রুয়ারী পর্যন্ত পেইচিং স্থলবন্দরের মধ্য দিয়ে যাতায়াতকারী পর্যটকের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭৩ হাজারেরও বেশি। তা ২০০৯ সালের বসন্ত উত্সবের একই সময়ের চেয়ে ২০ শতাংশ বেশি। এর মধ্যে নির্গমন পর্যটকের সংখ্যা ১.৪ লাখ এবং প্রবেশ করা পর্যটকের সংখ্যা ১.৩ লাখেরও বেশি।
পরিসংখ্যান অনুযায়ী, বসন্ত উত্সব চলাকালে পেইচিং স্থলবন্দরের মধ্য দিয়ে প্রায় ১ লাখ ৪৯ হাজার পর্যটক বিদেশে গেছেন। তা ২০০৯ সালের একই সময়ের চেয়ে প্রায় ৩০ শতাংশ বেশি। এর মধ্যে জাপান হচ্ছে চীনা জনগণের বিদেশে যাওয়া প্রথম কাঙ্ক্ষিত দেশ। হংকং ও থাইল্যান্ড পৃথক পৃথকভাবে দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে।
খোং চিয়া চিয়া