৮২৮ মিটার উঁচু দুবাই টাওয়ার উদ্বোধনের সঙ্গে সঙ্গে অনেক পর্যটক এই'বিশ্বের সবচেয়ে উঁচু ভবনে' যেতে গভীর আগ্রহী হয়ে উঠেছেন। ১০ জানুয়ারী সংশ্লিষ্ট পর্যটন সংস্থা সূত্রে জানা গেছে, দুবাই টাওয়ারের দৃশ্য দর্শন তলা এখন উন্মুক্ত হয়েছে। পর্যটকরা ২৪ ঘন্টা আগে অথবা দুবাই টাওয়ারে গিয়ে টিকিট কিনে প্রবেশ করতে পারেন। তার মানে চলতি বছরের বসন্ত উত্সব চলাকালে পর্যটকরা দুবাই টাওয়ারে দৃশ্য দর্শনে যেতে পারেন।
জানা গেছে, বর্তমানে পর্যটকরা দু'টো উপায়ের মাধ্যমে টিকিট কিনতে পারেন। একঃ ২৪ ঘন্টা আগে কেনা। বয়স্কদের টিকিটের দাম ১শ' দিরহাম অর্থাত ১৮৬ ইউয়ান রেনমিনপি। ৩ থেকে ১২ বছরের শিশু ৭৫ দিরহাম অর্থাত ১৪০ ইউয়ান। ৩ বছরের চেয়ে কম শিশুদের টিকিট লাগবে না। টাওয়ারে গিয়ে টিকিট কিনলে বয়স্কদের টিকিটের দাম ২১০ দিরহাম অর্থাত ৩৯১ ইউয়ান। ৩ থেকে ১২ বছর পর্যন্ত শিশুদের টিকিটের দাম হবে ২১০ দিরহাম।
খোং চিয়া চিয়া
1 2 3 4 5 6 7 8 9