চীনের পশ্চিম মেলার গুরুত্বপূর্ণ তত্পরতাগুলোর অন্যতম হিসেবে ১৬ অক্টোবর ষষ্ঠ আন্তর্জাতিক পর্যটন সংস্কৃতি পরিচিতিমূলক সভা সিছুয়ান প্রদেশের রাজধানী ছেংতু শহরে অনুষ্ঠিত হয়েছে। সিছুয়ান প্রদেশের ডেপুটি গভর্নর হুয়াং ইয়ানরোং সভায় অংশ নিয়েছেন এবং বক্তৃতা দিয়েছেন। চীন জনগণের বৈদেশিক মৈত্রী সমিতির উপ-সভাপতি লি চিয়ানপিং, প্রাদেশিক পর্যটন ব্যুরোর উপ-মহাপরিচালক ছেন চিয়ালিন, ছেংতু শহরের ডেপুটি মেয়র ওয়াং চৌংলিন এবং থাইল্যান্ড, ইরিত্রিয়া, শ্রীলংকা, জার্মানী, ফ্রান্স ও রাশিয়াসহ বিভিন্ন দেশের কূটনীতিক ও বিশেষজ্ঞগণ 'পর্যটন শিল্পের আর্থিক সংকট মোকাবিলা এবং দুর্যোগের পর সাংস্কৃতিক পুনর্গঠন' বিষয় নিয়ে জ্ঞানগর্ভ বক্তব্য রেখেছেন এবং অংশগ্রহণকারীদের কাছে নিজেদের দেশের পর্যটনের সাংস্কৃতিক স্মারক ও বৈশিষ্ট্যময় পণ্যের ব্যাপারে সুপারিশ করেছেন।
খোং চিয়া চিয়া