Web bengali.cri.cn   
মুক্তার কথা-৩ জুন
  2012-06-06 15:47:10  cri
১. বাংলাদেশের নওগাঁ জেলার সোর্স অফ নলেজ ক্লাবের খোন্দকার রফিকুল তাঁর ইমেলে লিখেছেন, বাংলা বিভাগের সবাইকে অনেক প্রীতি, শুভেচছা আর আন্তরিক অভিনন্দন জানিয়ে পত্রখানা শুরু করছি। আশা করি আপনারা সবাই কুশলে আছেন। আপনাদের নতুন প্রতিযোগিতা-"আমার চীনা চলচিত্র ভাল লাগে-শীর্ষক জ্ঞানযাচাই প্রতিযোগিতা"র প্রবন্ধগুলো প্রচার শুরু হয়েছে। বেশ ভাল লাগছে তা শুনতে। তবে কথা হচেছ, এখনো নতুন প্রতিযোগিতার প্রষ্নপত্র কেন ওয়েব সাইটে দেয়া হচ্ছে না এবং এ সংক্রান্ত প্রবন্ধ গুলোও। শীঘ্রই এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ রাখছি। এ ছাড়া চলতি বছরের আগষ্ট-নভেম্বর মেয়াদে আরো একটি নতুন জ্ঞান যাচাই প্রতিযোগিতার আয়োজন করার প্রস্তাব রাখছি। মে মাস থেকে আপনাদের নতুন ওয়েব সাইট চালু হচ্ছে জেনে খুব খুশি হয়েছি।একটি কথা না বলে পারছি না, তা হল-আপনাদের বাংলা ওয়েব সাইট নিয়মিতভাবে আপ ডেট করেন না, এটা মোটেই সমীচীন নহে। প্রস্তাব রাখছি-প্রত্যহ নিয়মিতভাবে বাংলা ওয়েব সাইট আপ ডেট করার জন্য। মতামতটি একটু গুরুত্ব দিয়ে ভেবে দেখতে অনুরোধ রাখছি। আজ শেষ করি, সবাইকে ধন্যবাদ জানাচিছ।

বন্ধু খোন্দকার রফিকুল, আপনাকে আমাদের "আমার চীনা চলচিত্র ভাল লাগে-শীর্ষক জ্ঞানযাচাই প্রতিযোগিতা"র প্রশংসা করার জন্য ধন্যবাদ জানাই। এখন আমি ওয়েবসাইটে এ প্রতিযোগিতার প্রবন্ধ দিয়ে দিয়েছি। আশা করি, সব শ্রোতা দ্রুতভাবে আমাদের এবারের জ্ঞান যাচাই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এছাড়া আমরা এ বছরের মধ্যে আরো দু'টি জ্ঞান যাচাই প্রতিযোগিতার আয়োজন করবো। সবাই অপেক্ষা করুন।

২. বাংলাদেশের কুমিল্লা জেলার মাহফুজ তাঁর ইমেলে লিখেছেন, গত শুক্রবার ২৭ এপ্রিল চট্টগ্রাম হতে এফএম ১০৫.৪ মেগাহার্টজে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনলাম। ইয়াং ওয়েমিং স্বর্ণার উপস্থাপনায় মুক্ত মন মুক্ত চিন্তা অনুষ্ঠানে বাংলাদেশের দুই ছাত্রের সাথে আলাপ আলোচনা খুব ভালো লেগেছে। ইতিহাস ঐতিহ্য পর্বে শান্তা মারিয়ার উপস্থাপনায় সোনারগা নিয়ে প্রতিবেদনটি খুবই চমত্কার হয়েছে। যদিও সোনারগা ভ্রমণের সুযোগ আমার হয়নি, তবে এই অনুষ্ঠান শুনে সোনারগার অতীত ঐতিহ্য সর্ম্পকে অনেক কিছু জানতে পারলাম। এই অনুষ্ঠানগুলো শিক্ষার্থী শ্রোতাদের অনেক উপকারে আসবে। আগামীতে আমাদের কুমিল্লার ঐতিহ্যপূর্ণ স্থানগুলো সর্ম্পকে ইতিহাস ঐতিহ্য অনুষ্ঠানে শুনতে চাই।

বন্ধু মাহফুজ, আপনাকে ভালভাবে আমাদের অনুষ্ঠান শোনা এবং মতামত দেয়ার জন্য ধন্যবাদ জানাই। আমি ইয়াং ওয়েমিং এবং শান্তার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। ইতিহাস ঐতিহ্য অনুষ্ঠানটি এখন বন্ধ হয়ে গেছে। কিন্তু যদি শ্রোতা অনুষ্ঠানটিকে পছন্দ করেন, তাহলে আমি আবার শুরু করার অনুরোধ মাদাম ইউকে জানাবো। তাহলে আমাকে মতামত পাঠান।

৩. বাংলাদেশের পাবনা জেলার সিআরআই ফ্যান ক্লাবের এস,এম,আবদুল্লাহ রানা তাঁর ইমেলে লিখেছেন, আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে লিখতে বসেছি। আমাদের সঠিক মূল্যায়ন না করায় আমরা একেবারে হতাশ হয়ে পড়েছি। আসলে অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। ২০১১সালে মোট ১৩১টি চিঠি লিখেছি । বিনিময়ে পেয়েছি ৬টি পুবের জানালা। তাও আবার দুইবারে। একটা ব্যাজ পর্যন্ত পাইনি বহুবার লিখেও। আপনারা বারবার পাঠাতে চেয়েও কিছুই পাঠাননি। আমি আরো দুঃখ পেয়েছি আমাকে হাতঘড়ি না পাঠানোর জন্য। অন্যান্যরা সবাই পেয়ে গেছে আমার না পাওয়ার তো কোন কারন নাই। নিশ্চয়ই আমাকে পাঠানো হয়নি। যাহোক আমার অনুরোধ প্রকৃত নিবেদিত প্রাণ শ্রোতাদের আপনারা সঠিক ভাবে মূল্যায়ন করবেন।

বন্ধু আবদুল্লাহ রানা, আমরা আপনিসহ সব শ্রোতাদের সব চিঠির মূল্যায়ন করি। কিন্তু আমরা প্রতি মাসে হাজার হাজার শ্রোতার চিঠি পাই। সে কারণে হয়তো আমরা প্রতিটি চিঠির উত্তর দিতে পারি না। কিন্তু আমি প্রতিটি চিঠি ভালভাবে পড়ি। আপনার চিঠি সব সময় আমাদের অনুষ্ঠানে পড়ে শোনাই। সেজন্য আমরা অবশ্যই আপনার মূল্যায়ন করি। আমরা আপনাকে হাতঘড়ি পাঠিয়েছি। আপনি এখনো পান নি কেন? আমিও জানি না। আশা করি, আপনি আপনার স্থানীয় ডাক বিভাগের সঙ্গে যোগাযোগ করবেন। ভবিষ্যতে আপনার আরো বেশি গঠনমূলক মতামত পেতে চাই।

৪. বাংলাদেশের রাজবাড়ী জেলার ইন্ডিপেন্ডেন্ট রেডিও ক্লাবের সভাপতি বাঁধন রুদ্র তাঁর ইমেলে লিখেছেন, আমি সিআরআই'এর বাংলা বিভাগের একজন নিয়মিত শ্রোতা। একটি সুন্দর বিনোদোন ও সংবাদ মাধ্যম হিসেবে সিআরআই শুনে থাকি। সিআরআই বাংলা যে অনুষ্ঠান প্রচার করে তা সত্যি প্রশংসনীয়। সিআরআই বাংলা শ্রোতাদের উপহার পাঠায় তা কি পাব? পুরাতন শ্রোতা হিসেবে আমি কিন্তু পাই নি। পেলে সিআরআই বাংলার নিকট কৃতজ্ঞ থাকব।

বন্ধু বাঁধন রুদ্র, আপনাকে আমাদের অনুষ্ঠান নিয়মিত শোনার জন্য ধন্যবাদ জানাই। সব শ্রোতারই আমাদের উপহার পাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু আপনার উচিত আমাদের বিশেষ অনুষ্ঠান ও প্রতিযোগিতায় অংশ নেয়া। তাহলে ভবিষ্যতে আপনি অবশ্যই আমাদের প্রতিযোগিতায় অংশ নেবেন এবং আমরা বিশেষ অনুষ্ঠান তৈরীর ঘোষণা করার পর যত শীঘ্রই আমাদেরকে জানাবেন।

৫. বাংলাদেশের সাতক্ষীরা জেলার জননী রেডিও লিসেনার্স ক্লাবের অমিত বসু তাঁর ইমেলে লিখেছেন, দিদি, আশা নয় বিশ্বাস ভাল আছেন। আমি আপনাদের অনেক দিন লিখতে পারি নি। কিন্তু অনুষ্ঠান নিয়মিত না শুনলেও মাঝে মধ্যে শুনেছি। আপনাদের অনুষ্ঠান আমার কাছে খুব ভাল লাগে। আপনারা আমায় অনুষ্ঠান শুচি পাটালে খুব ভাল হত।

বন্ধু অমিত বসু, আপনি বলেন নি যে আপনার আমাদের অনুষ্ঠান নিয়মিত না শোনার কারণ কি। মনে হয়, আপনি অনেক ব্যস্ত। তাহলে সময় পেলে অব্যশই আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনবেন। সময় পেলে আশা করি আপনি আমাদের ওয়েবসাইটও ভিজিট করবেন। আমাদের সম্প্রচারিত সব অনুষ্ঠান আমাদের ওয়েবসাইটে পাওয়া যায়। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হল https://bengali.cri.cn/

৬. বাংলাদেশের ঢাকার আলি হুসেইন তাঁর ইমেলে লিখেছেন, প্রিয় সি আর আই, যখন রেডিও পেইচিং ছিল তখন থেকে আমি রেডিও পেইচিং-এর একজন নিয়মিত শ্রোতা ছিলাম। আমার জীবনে প্রথম বিদেশী রেডিওগুলোর মধ্যে সিআরআই ছিল আমার প্রিয় রেডিও স্টেশন এবং সি আর আইর অনুষ্ঠানগুলি ছিল অতিপ্রিয়। এখনও আমি নিয়মিত সি আর আই এর অনুষ্ঠান এফ এম রেডিওতে শুনে থাকি। এবং সি আর আই এর ওয়েব সাইট দেখি, চীনা ভাষা শিক্ষার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। পরিশেষে সি আর আই'র সবাইর প্রতি রহিল আমার আন্তরিক ভালবাসা ও শুভেচ্ছা।

বন্ধু আলি হুসেইন, আপনি আমাদের অনুষ্ঠান থেকে চীনা ভাষা শিক্ষার চেষ্টা চালানোর জন্য আমাদের অনেক আনন্দিত। আশা করি, ভবিষ্যতে আপনি আরো বেশি মতামত আমাদেরকে দিতে পারবেন।

৭. বাংলাদেশের বগুড়া জেলার শেখ সাজু আহমেদ তাঁর চিঠিতে লিখেছেন, অনেক দিন পর সিআরআইকে কিছু জানাবো বলে হাতে তুলে নিলাম কলম। জানাতে চাই না বলা কিছু কথা। সিআরআই তুমি কি জানো। আমি কিভাবে তোমার প্রেমে পড়লাম। কেন তোমাকে এত বেশি ভালবাসি। একদিন সন্ধ্যায় আমি বাড়ির উঠানে বসে বাবার ছোট্ট রেডিওর গান শুনছিলাম। আমি তখন প্রাইমারী স্কুলের ছাত্র। রেডিওর নব ঘুরাতেই মিষ্টি কন্ঠে বাংলা ভাষা শুনতে পেলাম। ইচ্ছা করল পুরোপুরি শুনতে। এক পর্যায়ে জানতে পারলাম কথাগুলো চীন বেতার থেকে প্রচারিত হচ্ছিল। সেই থেকে সিআরআই'র প্রেমে পড়েছি। সেই প্রেমের বন্ধনে আজও বন্দী আছি। সিআরআই তোমার কিছু কথা ভাললাগা কিছু অনুষ্ঠান। শ্রোতাদের প্রতি তোমার আন্তরিকতা আমার খুব ভাল লাগে। তাই তোমাকে ভালবাসি। ব্যস্ততার জন্য যোগাযোগ নিয়মিত করতে না পারলেও তোমায় মনে পড়ে সারাক্ষণ। তাই অবসর পেলে তোমার কাছে ছুটে আসি বন্ধু।

বন্ধু সাজু আহমেদ, সত্যি খুবই সুন্দর আপনার চিঠি। পড়ে খুব ভালো লাগলো। আশা করি, আপনি আরো সুন্দর করে আরো বেশি লিখবেন আমাদের কাছে। এসব চিঠিই হল আমাদের মূল্যবান স্মৃতি।

৮. বাংলাদেশের ঢাকার ডিএম ইন্টারন্যাশনাল রেডিও ক্লাবের ডাবলু আনোয়ার তাঁর চিঠিতে লিখেছেন, চীন যেভাবে নতুন নতুন কিছু জিনিস তৈরী করছে তা সত্যিই বড় চমত্কার। আজ সিআরআই'র ২রা মার্চ ২০১২ প্রতিবেদন থেকে উপগ্রহ সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। উপগ্রহ চীনাদের নিজের তৈরী করা, সমুদ্র সীমা, অর্থনীতির গুরুত্বপূর্ণ ১১-এ সরকারী বিমান চলাচলের জন্য অতি সুক্ষ ও প্রযুক্তি ব্যবহার করা হইয়াছে। ঝড়, প্রচন্ড ঢেউ, মত্স, বিভিন্ন খবরা খবর সম্পর্কে তথ্য পাওয়া যাবে। উপগ্রহ প্রযুক্তি নিয়ে চীন যেভাবে পৃথিবীতে সকল দিক থেকে যেভাবে এগুচ্ছে, বিশ্বে যে একদিন ১ নম্বরে চলে আসবে তা নিশ্চয়ই চীনারা বুঝতে পারছে। বিশ্বের অর্থনীতিতে চীন উপরে উঠে আসছে, যেমন ইউরোপের অর্থনীতি চীনের উপর নির্ভর করছে। যেমন গ্রীস, স্পেন এই ধরণের ঋণ চাইতেছে। চীনকে খুব সাবধানে এগুতে হবে। যাক সে সব কথা আপনাদের রেডিওর অনুষ্ঠানের মাধ্যমে পৃথিবী সমন্ধে সব কিছু জানতে পারছি সিআরআই জ্ঞানের ভান্ডার থেকে। সিআরআইকে ধন্যবাদ অনুষ্ঠান প্রচার করার জন্য।

বন্ধু ডাবলু আনোয়ার, এত ভালভাবে আমাদের অনুষ্ঠান শোনার জন্য আপনাকে ধন্যবাদ। ভবিষ্যতে আপনার কাছ থেকে আরো বেশি গঠনমূলক মতামত পেতে চাই।

৯. ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার অল ইন্ডিয়া সিআরআই লিসনার্স অ্যাসোসিয়েশনের বিধান চন্দ্র সান্যাল তাঁর ইমেলে লিখেছেন, নতুন আঙ্গিকে ও বিন্যাসে পরিবেশিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান খুবই আকর্ষনীয়, হৃদয়গ্রাহী এবং সময়োপযোগী হয়েছে। অনুষ্ঠান মালায় যে সব পরিবর্তন এসেছে শ্রোতার কাছে গ্রহনীয় হবে বলে আমরা মনে করছি। ১০ই মে পরিবেশিত হালশৈলী অনুষ্ঠানটি আমাদের খুবই পছন্দ হয়েছে। চীনের সবচেয়ে বড়ো ভায়মন্ড এবং হেলিকাপ্টারে বিয়ের মতো মজার কথা দারুণ উপভোগ করেছি। আনন্দময় জীবন পর্বে বেশ কিছু উপকারি ও প্রয়োজনীয় টিপস জানলাম। টিপসগুলি শ্রোতাদের দৈনন্দিন জীবনে খুবই কাজে লাগবে। দাঁতের মাজন। দিয়ে চায়ের কাপের কালো দাগ সত্যিই দারুণ ঝকঝকে হয়ে যায়। আলোছায়া অনুষ্ঠানে চীনা সিনেমা ও গান, বাংলা সিনেমার সংবাদসহ চলচ্চিত্র জগতের নানা সংবাদ অনুষ্ঠানটিকে আলাদা মাত্রা দিয়েছে। তরুণ শ্রোতাদের এই অনুষ্ঠান বিশেষ আকর্ষণ করবে বলে আমরা মনে করছি। অনুভবে চীন ও একটি সুন্দর পরিবেশনা। গত ৯ মে অনুভবে চীন অনুষ্ঠানটি শুনলাম। ঐদিন চলুন বেড়িয়ে আসি অনুষ্ঠানে প্রকাশ ও সুবর্নার উপস্থাপনায় তিব্বত ভ্রমনের মজা পাবার সাথে সাথে তিব্বতী সঙ্গীতের স্বাদ গ্রহণের সুযোগ পেলাম। গত ১২ই মে শান্তা মারিয়ার উপস্থাপনার আর একটি নতুন অনুষ্ঠান সাহিত্যের প্রঙ্গনে বেশি উপভোগ করলাম। সাহিত্যের প্রতি আগ্রহ থাকায় অনুষ্ঠানটি বেশ রাগছে। পরবর্তী সপ্তাহের অনুষ্ঠান শোনার আগ্রহে প্রতীক্ষায় থাকলাম। ১১ই মের আন্তর্জাতিক দৃষ্টিকোন, ব্যবসায়িক আড্ডা ও বেশি লাগল। ভাল লাগল ৮ই মের রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বিশেষ পরিবেশনাও। সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দেবার জন্য অনেক অনেক ধন্যবাদ।

বন্ধু সান্যাল, আপনাকে আমাদেরকে এত বেশি মতামত দেয়ার জন্য ধন্যবাদ জানাই। আশা করি, আপনিসহ সব শ্রোতা আমাদেরকে নতুন অনুষ্ঠান সম্পর্কিত মতামত দিতে পারবেন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040