Web bengali.cri.cn   
চীনের চতুর্থ 'গণ ব্যায়াম দিবস' উদযাপন
  2012-08-08 19:06:03  cri

আগস্ট ৮: লন্ডন অলিম্পিক গেমস চলছে। ২০১২ সালের 'গণ ব্যায়াম দিবস' উপলক্ষ্যে নবম সংস্করণ রেডিও নির্দেশিত ব্যায়াম প্রদর্শন বুধবার পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে। লন্ডন অলিম্পিক গেমসের প্রথম স্বর্ণপদক অর্জনকারী ই সি লিং আর ব্রোঞ্জপদক অর্জনকারী ইয়ু ডান প্রদর্শনী স্থানে বিপুল সংখ্যক শহরবাসীর সাথে গণ ব্যায়াম চর্চায় অংশ নেন।

চলতি বছরের ৮ আগস্ট হচ্ছে চীনের চতুর্থ 'গণ ব্যায়াম দিবস' এবং নবম সংস্করণ রেডিও নির্দেশিত ব্যায়াম চালু হওয়ার প্রথম বার্ষিকী। এ বারের 'গণ ব্যায়াম দিবসের' প্রতিপাদ্য হচ্ছে 'প্রতিদিন এক ঘন্টা ব্যায়াম করুন, সারা জীবন সুস্থ থাকুন'।

বুধবার সকালে পেইচিংয়ের ১৬টি জেলা ও ইয়ান শান অঞ্চল থেকে আসা ৩০টি পুরস্কারপ্রাপ্ত দলের মোট ৪৮০জন প্রতিনিধি একসাথে নবম সংস্করণ রেডিও নির্দেশিত ব্যায়াম প্রদর্শন করেন।

এ দিন পেইচিং ছাড়াও লিয়াওনিং প্রদেশের রাজধানী শেনইয়াং শহরের দশ হাজার মানুষ একসাথে নবম সংস্করণ রেডিও নির্দেশিত ব্যায়াম প্রদর্শন করেন। (ইয়ু/শান্তা)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040