Web bengali.cri.cn   
নবম দিনের অলিম্পিকে পদক তালিকায় শীর্ষে চীন
  2012-08-06 20:52:27  cri

আগস্ট ৬: রোববার ছিল লন্ডন অলিম্পিক গেমসের নবম দিন। এদিন বিভিন্ন দেশের খেলোয়াড়রা মোট ১৮টি স্বর্ণপদক অর্জন করেন।

অলিম্পিক গেমসের পুরুষের একক ব্যাডমিন্টনের ফাইনালে চীনের খেলোয়াড় লিন ডান ২:১ সেটে মালয়েশিয়ার ছোং ওয়েই লিকে পরাজিত করে ইতিহাসে প্রথম টানা দু'বার অলিম্পিকের পুরুষের একক ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হয়েছেন।

চীনের খেলোয়াড় ছাই বিন ও ফু হাই ফাং ২:০ সেটে ডেনমার্কের বিখ্যাত খেলোয়াড় বোই মাথিয়াস ও মোগেনসেন কাস্টানকে পরাজিত করে শিরোপা অর্জন করেন। চীনের ব্যাডমিন্টন দল এই প্রথমবার অলিম্পিক গেমসের ব্যাডমিন্টন প্রতিযোগিতার পাঁচটি স্বর্ণপদকই অর্জন করেছে।

নারী ভারোত্তোলনে ৭৫ কেজি শ্রেণীর ওপরের প্রতিযোগিতায় চীনা খেলোয়াড় চৌ লু লু ৩৩৩ কেজি ফলাফল দিয়ে স্বর্ণপদক জিতেছেন। তিনি নতুন বিশ্বরেকর্ড সৃষ্টি করেছেন।

পুরুষের ফ্রি জিমন্যাস্টিকস ফাইনালে চীনের চৌ খাই অলিম্পিক গেমসে তাঁর পঞ্চম স্বর্ণপদক অর্জন করেছেন।

এদিন ডাইভিং প্রতিযোগিতার প্রথম একক ইভেন্ট – নারী তিন মিটার বোর্ড ফাইনালে চীনের উ মিন সিয়া ও হো চি চমত্কার নৈপূণ্য দেখিয়ে স্বর্ণপদক ও রোপ্যপদক অর্জন করেছেন। অলিম্পিক গেমসে চীন টানা সাত বার এ ইভেন্টে স্বর্ণপদক অর্জন করেছে।

এদিন সবচেয়ে আকর্ষণীয় খেলা ছিল পুরুষের একশ' মিটার দৌঁড়। এ প্রতিযোগিতায় জ্যামাইকার বোল্ট উসাইন ৯.৬৩ সেকেন্ড সময় নিয়ে শিরোপা অর্জন করেন।

অন্যদিকে নারী ম্যারাথন, পুরুষের দেড় হাজার মিটার এবং ৩০০ মিটার প্রতিবন্ধক দৌঁড় প্রতিযোগিতার সব ক'টি স্বর্ণপদক জিতেছেন আফ্রিকার খেলোয়াড়রা।

রোববার পর্যন্ত মোট ৩৬টি প্রতিনিধিদল স্বর্ণপদক অর্জন করেছে। এর মধ্যে চীন ৩০টি, যুক্তরাষ্ট্র ২৮টি, ব্রিটেন ১৬টি, দক্ষিণ কোরিয়া ১০টি, ফ্রান্স ৮টি আর ইতালি ৬টি স্বর্ণপদক অর্জন করে স্বর্ণপদক তালিকায় প্রথম ছয়টি স্থানে রয়েছে। (ইয়ু/এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040