Web bengali.cri.cn   
অমর একুশের ৬০তম বার্ষিকী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
  2012-02-21 20:15:47  cri

একুশের ৬০তম বার্ষিকীর স্মারক পুষ্পস্তবক। ছবি: দিদারুল ইকবাল।

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি- এই চিরন্তন সুর, পুষ্পার্ঘ আর বিনম্র শ্রদ্ধায় মঙ্গলবার জাতি পালন করেছে অমর একুশে ফেব্রুয়ারি- ভাষা আন্দোলনের ৬০তম বার্ষিকী এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান। ছবি: বিটিভির সৌজন্যে।

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান। তার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: বিটিভির সৌজন্যে।

এরপর শহীদ মিনার খুলে দেয়া হয় সর্বসাধারণের জন্য। মধ্যরাতেই শহীদ মিনারে ঢল নামে হাজারো মানুষের। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মঙ্গলবার দিনভর চলে শ্রদ্ধা নিবেদন।

একুশে ফেব্রুয়ারিতে জনসমুদ্রে পরিণত হয় বাংলা একাডেমীর অমর একুশে গ্রন্থমেলা।

একুশে প্রথম প্রহরেই শহীদ মিনারে ঢল নামে হাজারো মানুষের। ছবি: বিটিভির সৌজন্যে।

রাজধানী ঢাকার মতো সারাদেশে নানা আনুষ্ঠানিকতায় পালিত হয় অমর একুশের ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

---মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040