|
যখন আমি এবারের অনুষ্ঠান প্রস্তুত করছি তখন বাইরে বৃষ্টি হচ্ছে। এ সপ্তাহে পেইচিং একটানা বৃষ্টি হয় এবং বাংলাদেশেও এখন বর্ষাকাল। বৃষ্টির দিনে আপনারা কী রকমের গান শুনতে চান? আমি মন দিয়ে কয়েকটি গান বাছাই করেছি এবং আশা করি, এ গানগুলো বৃষ্টি-দিনে আপনাদের মনে প্রশান্তি এনে নিতে পারবে।
প্রথমে আমরা শুনব 'বৃষ্টিমুখর রবিবার' শিরোনামে একটি গান। গেয়েছেন চীনের মূলভূভাগের বিখ্যাত গায়িকা ও অভিনেত্রী চাও ওয়ে। গানে বৃষ্টির দিনে একজন নারীর মনের অবস্থা বর্ণনা করা হয়েছে।
গানের কথা এমন:
"রবিবার, বাইরে একটানা বৃষ্টি হচ্ছে
আমি ক্যাফে থেকে কফি কিনতে পাই
হঠাত্ করে কার সঙ্গে প্রেম করতে চাই
হয়ত বৃষ্টি-দিনে মানুষের সবসময় নিঃসঙ্গ লাগে।"
এটি একটি ললিত গান এবং চাও ওয়ের শিশুর মতো মধুর কণ্ঠে গানটি ভীষণ আবেদনময়ী হয়ে উঠেছে। তাহলে শুনুন গানটি।
আমার মনে হয়, এক কাপ চা বা কফি হাতে ধরে জানালার পাশে বসে বাইরের বৃষ্টি দেখা সুন্দর অভিজ্ঞতা। মানসপটে অনেক স্মৃতি ভেসে ওঠে। কার কথা আপনার মনে পড়ে? বৃষ্টি দিনও স্মরণীয় দিন। আচ্ছা, এখন আপনারা শুনবেন 'বৃষ্টি দিন' শিরোনামে একটি গান। গেয়েছেন তাইওয়ানের একটি সংগীত দল 'নান ছুয়ান মা মা'। তাদের প্রধান গায়িকা সারার কণ্ঠ খুব মিষ্টি ও দরাজ। এ গানটি চীনে খুব জনপ্রিয়। শুনুন তাহলে গানটি।
আমি বৃষ্টি পছন্দ করি। একদিকে তপ্ত আবহাওয়ায় বৃষ্টি আমাদেরকে শীতলতা এনে নেয় এবং অন্যদিকে বৃষ্টির পর আমি সুন্দর রামধনু দেখতে পাই। জীবনে কষ্টের পর সুখে সময় আমাদের কাছে আসবে, ঠিক বৃষ্টি ও রামধনুর মতো।
এখন যে গান আমরা উপভোগ করব তার শিরোনাম 'বৃষ্টির মধ্যে' (Through the Rain); গেয়েছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত গায়িকা মারিয়া ক্যারি (Mariah Carey)। আশা করি, আপনারা সংগীতের মাধ্যমে শক্তি খুঁজে পাবেন। Through the Rain-এ আমরা নিশ্চয়ই সবচেয়ে সুন্দর রামধনু দেখতে পাব। তাহলে শুনুন গানটি।
বৃষ্টির দিনে বাসায় প্রিয় চলচ্চিত্র দেখা বা আমাদের বেতারের মাধ্যমে একটি সুন্দর গান শোনাও ভাল নির্বাচন।
আজকের শেষ গান একটি চলচ্চিত্রের গান? আপনারা Singing-in the Rain চলচ্চিত্রটি সম্পর্কে জানেন? এটা একটি পুরনো নৃত্যগীত চলচ্চিত্র এবং এ চলচ্চিত্রে বৃষ্টির মধ্যে একজন পুরুষের নৃত্য ও গান গাওয়ার দৃশ্য অনেকের মনে গভীর ছাপ ফেলে। এমনকি এখনো এ চলচ্চিত্রটিকে হলিউডের সেরা চলচ্চিত্রগুলোর অন্যতম একটি বলে মনে করা হয়।
এখন আমরা একসাথে Singing-in the Rain গানটি উপভোগ করব।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি, বৃষ্টি বা মেঘমুক্ত দিনেও সবসময় আপনাদের মন আনন্দমন থাকবে। (শিশির)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |