Web bengali.cri.cn   
২০১৮ সালের শীতকালীন অলিম্পিক আয়োজনের অধিকার পেল দ. কোরিয়ার পিয়ংছাং শহর
  2011-07-07 15:34:51  cri
জার্মানির মিউনিখ ও ফ্রান্সের অ্যান্সি শহরকে পরাজিত করে ২০১৮ সালের শীতকালীন অলিম্পিক গেমস আয়োজনের অধিকার অর্জন করেছে দক্ষিণ কোরিয়ার পিয়ংছাং শহর। দক্ষিণ আফ্রিকার ডারবান শহরে ৬ জুলাই অনুষ্ঠিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১২৩তম পূর্ণাংগ অধিবেশনে ভোটাভুটির মাধ্যমে এ অধিকার অর্জন করে এ শহর। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট কাউন্ট জ্যাক রগে এদিন ঘোষণা দেন যে, ২০১৮ সালের শীতকালীন অলিম্পিক গেমস পিয়ংছাংয়ে অনুষ্ঠিত হবে। এ ঘোষণা শুনে পিংছাংয়ের আবেদক কমিটির সদস্যরা অশ্রুসিক্ত হয়ে ওঠেন এবং পিংছাং, পিংছাং বলে চিত্কার করতে থাকেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ুং-বাক কমিটির সদস্যদের সংগে আন্তরিকভাবে করমর্দন করেন এবং এ সাফল্য উদযাপন করেন। এবার নিয়ে মোট তিন বার শীতকালীন অলিম্পিক গেমসের আয়োজক হওয়ার প্রচেষ্টা চালালো পিয়ংছাং। এর আগে ২০০৩ ও ২০০৭ সালে প্রচেষ্টা নিয়েও যথাক্রমে কানাডার ভাঙ্কুভার ও রাশিয়ার সোচির কাছে পরাজিত হয় দক্ষিণ কোরিয়ার শহরটি। (লতা)
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040