Web bengali.cri.cn   
আজকের রবীন্দ্রনাথ ও বিশ্ব
  2011-05-06 16:01:36  cri

 গত ২৯ এপ্রিল বাংলাদেশের রাজধানী ঢাকায় তিন দিনব্যাপী 'আজকের রবীন্দ্রনাথ ও বিশ্ব' শিরোনামে এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিশ্বকবির সার্ধশততম জন্মজয়ন্তী সংক্রান্ত ধারাবাহিক কার্যক্রমের অন্যতম হিসেবে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন ও তৃতীয় বিশ্ব গবেষণা একাডেমিসহ কয়েকটি সংস্থার যৌথ উদ্যোগে এটা আয়োজিত হয়। সম্মেলনে বাংলাদেশ, ভারত, চীন, নরওয়ে ও রাশিয়াসহ নানা দেশ থেকে আসা গবেষকরা বিশ্বকবি সম্পর্কিত বৈচিত্র্যময় বিষয় নিয়ে আলোচনা করেন। সিআরআই'র সংবাদদাতা ইয়াং ওয়েই মিং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলি চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এ সম্মেলনে উপস্থিত কয়েকজন বিশিষ্ট প্রতিনিধির সাক্ষাত্কার নেন। তাঁর সাক্ষাত্কার থেকে আপনারা এ সম্মেলন সম্বন্ধে আরো বিস্তারিত তথ্য জানতে পারবেন।

ইয়াং ওয়েই মিং প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদের সাক্ষাত্কার নেন।

বন্ধুরা, এতোক্ষণ আপনারা শুনলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদের দেয়া সাক্ষাত্কারের রেকর্ডিং। ঢাকার ওই সম্মেলনে চীনের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নেন পেইচিং বিশ্ববিদ্যালয়ের এশিয়া ও আফ্রিকা ভাষা বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক ওয়েই লি মিং। সাক্ষাত্কারে তিনি বলেন"বাংলাদেশের প্রতি আমার সর্বদাই এক অতি সুন্দর কল্পনা ছিল। রবীন্দ্রনাথের রচনা পড়ার মাধ্যমে আমি উপলব্ধি করেছি যে, বাংলাদেশ রবীন্দ্রনাথের সাংস্কৃতিক জগত্, আধ্যাত্মিক জগত্ ও জীবন প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমার একটি স্বপ্ন ছিল যে, একদিন বাংলাদেশে আসবো। রবীন্দ্রনাথ দশ বছর ধরে বাস করেছিলেন যেখানে সেই ঝিনাইদহ জেলা দেখতে যাবো। সেই সুন্দর ও রহস্যময় মাটি নিজের চোখে পরিদর্শন করবো। প্রথমবার যখন আমি বাংলাদেশে এসেছিলাম, তখন বাঙ্গালি বন্ধু ও সিআরআই'র মাডাম ইয়াং ওয়েন মিং'র সাহায্যে আমি সুন্দর ঝিনাইদহে একবার সাংস্কৃতিক ভ্রমণ করেছিলাম। বাংলাদেশের মনোরম দৃশ্য সত্যি সত্যি আমাকে মুগ্ধ করেছে। তাই যখন আবার বাংলাদেশে আসার সুযোগ পাই, আমি বিনা দ্বিধায় এসেছি। এবার এসেও আমি মুগ্ধ হই। এবার এসেও বিশেষ লাভ অর্জিত হয়। আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসি। আমি আশা করি, তিনি যেখানে বাস করেছিলেন সেখানকার পরিচয় পাওয়ার পাশাপাশি রবীন্দ্রবিশ্বের সমৃদ্ধি উপলব্ধি করা যায়। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে উপস্থিত হয়ে বিভিন্ন দেশের পণ্ডিতদের সঙ্গে আলোচনা ও বিনিময়ের মধ্য দিয়ে বিশ্বকবির ওপর জানাশোনা আরো গভীর হয়েছে। আমি মনে করি, এটা আমার শেষ বাংলাদেশ সফর হবে না। আমি তৃতীয় বার, চতুর্থ বার বাংলাদেশ সফরের প্রত্যাশা করছি। '

চীনের সহযোগী অধ্যাপক ওয়েই লি মিং'র কথা শুনে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর চীনা পণ্ডিতের মনে কেমন গভীর ছাপ ফেলেছেন। বাংলাদেশের রহস্যময় ও সুন্দর দৃশ্য চীনা পণ্ডিতের চোখে কত আকর্ষণীয়। (ইয়ু কুয়াং ইউয়ে)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040