Web bengali.cri.cn   
জার্মান গোটিনজেন বিশ্ববিদ্যালয়ের 'চীন সপ্তাহ-২০১০' শুরু
  2010-07-07 10:26:13  cri

 






৬ জুন বিকেলে জার্মানির গোটিনজেন বিশ্ববিদ্যালয়ের 'চীন সপ্তাহ-২০১০' আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

জার্মানীস্থ চীনের রাষ্ট্রদূত উ হোং পো চীন সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, চীন সপ্তাহ হচ্ছে চীন ও জার্মানীর বিজ্ঞান ও শিক্ষা বর্ষ-২০০৯ ও ২০১০ কর্মসূচীর এক গুরুত্বপূর্ণ বিষয়। গোটিনজেন বিশ্ববিদ্যালয় এবারের চীন সপ্তাহ কার্যক্রমে চীন ও জার্মানির উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা, সংস্কৃতি ও বৈজ্ঞানিক গবেষণা ক্ষেত্রে অর্জিত সহযোগিতামূলক সাফল্য প্রদর্শন করবে, দু'দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিনিময় গভীর করবে, জার্মান ছাত্রছাত্রীদের চীনে লেখাপড়ার আগ্রহ বাড়াবে, এবং জার্মান বন্ধুদেরকে চীন সম্পর্কে জানার বিরল সুযোগ সৃষ্টি করবে।

গোটিনজেন শহরের মেয়র উল্ফগাং মেয়ার বলেন, চীন সপ্তাহ চীন ও জার্মানির সহযোগিতার জন্য মজবুত ভিত্তি স্থাপন করেছে।

এবার চার দিনব্যাপী চীন সপ্তাহয়ের প্রতিপাদ্য হচ্ছে 'চীনঃ বিজ্ঞান, অর্থনীতি ও সংস্কৃতি'। সপ্তাহ চলাকালে গোটিনজেন বিশ্ববিদ্যালয় বৈচিত্র্যময় বক্তৃতা, আলোচনা সভা, বিশেষজ্ঞদের ফোরাম এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। এটা সকল অংশগ্রহণকারীর জন্য মতামত ও তথ্য বিনিময়ের এক সুযোগ হবে। জনসাধারণ এর মধ্য দিয়ে চীনের শিক্ষা, গবেষণা ও অর্থনীতি সম্পর্কে জানতে পারবেন। (ইয়ু কুয়াং ইউয়ে)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040