Web bengali.cri.cn   
সিআরআই'র মাধ্যমে রচনা করি আমার বেতার জীবন
  2010-02-02 08:45:01  cri
বাংলাদেশের ভোলা জেলার জি,এস,রেডিও শ্রোতা ক্লাবের সভাপতি এম,এইচ,রনি তাঁর রচনায় লিখেছেন, ২০০২ সালের কোন এক আঁধার রাত্রিতে উল্টোপাল্টাভাবে রেডিও'র নক ঘুরাতে ঘুরাতে হঠাত্ একটি জায়গায় এসে থমকে দাঁড়াই স্পষ্ট উচ্চারণে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে ভেসে আসছে বাংলা ভাষা অবাক দৃষ্টিতে কান পেতে পুরো অনুষ্ঠাটি উপভোগ করি, সেই থেকে গুরু আমার সাথে সিআরআই'র অটুট বর্ধন। সিআরআই'র মাধ্যমে রচনা করি আমার বেতার জীবন। সিআরাইকে পেয়ে যেন পেয়ে যাই আমার জীবনের নতুন দিগন্ত। সিআরআই'র উদার ভালোবাসায় মুগ্ধ আজ আমি আর তাইতো নির্ভয়ে বলতে পারি সিআরআই আমার অন্তর্ভেজা চাহনির তীক্ষ্ম দৃষ্টি। সিআরআই আমাস জীবনের প্রতিটি বসন্তকে ফুলে ফুলে সুরভিত করে দেয়া প্রগ্ফুটিত গোলাপ। সিআরআই আমার পৃথিবীকে সুপ্ত মেঘাচ্ছন্ন কুয়াশা কেটে আলো দুড়ানো ভালোবাসার নিমল সুর্যের নাম। সিআরআইকে পেয়ে আমার হৃদয়ে মাঝে গড়ে উঠেছে। আবেগময় ভালোলাগা একখন্ড পুষ্পশোভিত ভুবন। সিআরআই'র বাংলা বিভাগের অসাধারণ প্রচারে পেয়েছি নান্দনিকতার স্পশ। উপস্থাপনক উপস্থাপিকাদের দারুণ উপস্থাপনায় আনন্দিত আমার মত লক্ষ লক্ষ ভক্ত। শ্রোতাদের চাওয়া পাওয়ার যথেষ্ট গুরুত্ব দিয়ে সিআরআই তৈরী করে নিয়েছে আন্তর্জাতিক জ্ঞানগুলোর শ্রোষ্ঠত্ব। সিআরআই আজ সফলতার শীর্ষবিন্দুতে দাড়িয়ে আছ এ কথা নির্দ্বিধায় বলতে পারি। হাজারো শ্রোতার মুখে আজ গুনতে পাই সিআরআই'র সফলতার কাহিনী। প্রচার পরিবেশনার মাধ্যমে সিআরআই আজ অপ্রতিদ্বন্দী। স্মতির চিত্রপটে আঁকব সিআরআইকে আমার জীবন মানচিত্রে। আমার হৃদয়ের উদ্যান মেরুদ্যানে থাকবে আজীবন-সিআরআই। আমার নয়ন প্রদীপ দিয়ে সারাজীবন সিআরআইকে দেখবো। সিআরআইকে বুকে নিয়ে কাটিয়ে দেবো। আমার বাকী প্রহরগুলো সিআরআই সকল হউক এ কামনা করি অনুক্ষণ। বন্ধু এম,এইচ,রনি, আপনার রচনা পড়ে আমআদের অনেক মুগ্ধ হই। আশা করি, আপনা আজীবনে বন্ধুর মত থাকি।
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040