Web bengali.cri.cn   
সিঙ্গাপুর পরিচিতি
  2009-11-13 17:19:53  cri

সিঙ্গাপুরের জাতীয় পতাকা

সিঙ্গাপুর একটি শহর ভিত্তিক দেশ। এর অর্থ সিংহ শহর। সিঙ্গাপুর মালয় উপদ্বীপের দক্ষিণাঞ্চল ও মালাক্কা প্রণালীর মোহনায় অবস্থিত। উত্তর দিক জোহোর প্রণালীর বিপরীতে মালয়েশিয়ার সঙ্গে এবং দক্ষিণ দিক সিঙ্গাপুর প্রণালীর বিপরীতে ইন্দোনেশিয়ার সঙ্গে মিলিত হয়েছে। সিঙ্গাপুরের মোট আয়তন ৬৯৯.৪ বর্গকিলোমিটার। এ দেশটি সিঙ্গাপুর দ্বীপ ও নিকটবর্তী ৬৩টি ক্ষুদ্র দ্বীপ নিয়ে গঠিত। এর মধ্যে সিঙ্গাপুর দ্বীপটি গোটা দেশের মোট আয়তনের ৮৮.৫ শতাংশ। ২০০৮ সালের পরিসংখ্যান অনুযায়ী, সিঙ্গাপুরের জনসংখ্যা ৪৮ লাখ ৪০ হাজার। এর মধ্যে চীনা বংশোদ্ভুত রয়েছে ৭৬.৭ শতাংশ। প্রধান ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম, তাও ধর্ম, ইসলাম ধর্ম, খৃষ্টান ধর্ম ও হিন্দু ধর্ম। প্রেসিডেন্ট হচ্ছেন দেশের শীর্ষ নেতা। দেশটিতে সাংসদীয় গণতান্ত্রীক ব্যবস্থা চালু রয়েছে।

সিঙ্গাপুরের জাতীয় প্রতীক

১৯৪৯ সালে নয়া চীন প্রতিষ্ঠার পর তত্কালীন বৃটিশ ঔপনিবেশিক কর্তৃপক্ষের শাসনাধীনে সিঙ্গাপুর ও চীনের মধ্যে বেসরকারী বাণিজ্যিক লেনদেন বজায় রয়েছে। গত শতাব্দীর ৭০'র দশকের মাঝামাঝি সময় থেকে দু'দেশের যোগাযোগ বেড়েছে। ১৯৮০ সালের ১৪ জুন চীন ও সিঙ্গাপুর সরকার পারস্পরিক বাণিজ্য প্রতিনিধি কার্যালয় স্থাপন চুক্তি পেইচিংয়ে স্বাক্ষর করেছে। পরের বছরের সেপ্টেম্বরে দু'দেশের বাণিজ্য প্রতিনিধি কার্যালয় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

১৯৯০ সালের ৩ অক্টোবর চীনের পররাষ্ট্র মন্ত্রী ছিয়েন ছি সেন ও সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রী হুয়াং গেন চেন নিউইয়র্কে 'চীন গণ প্রজাতন্ত্র সরকার ও সিঙ্গাপুর প্রজাতন্ত্র সরকারের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা সংক্রান্ত যুক্ত ইস্তেহার' স্বাক্ষর করেন। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর দু'দেশের সম্পর্ক সুষ্ঠুভাবে বিকশিত হয়ে আসছে। রাজনীতি, অর্থনীতি ও বাণিজ্য, শিক্ষা আর সংস্কৃতিসহ নানা ক্ষেত্রে দু'পক্ষের বিনিময় ও সহযোগিতা অব্যাহতভাবে সম্প্রসারিত হয়েছে। দু'দেশের নেতাদের পারস্পরিক সফর ঘন ঘন হয়েছিল। বর্তমানে চীন হচ্ছে সিঙ্গাপুরের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। সিঙ্গাপুর হচ্ছে চীনের দশক বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং চীনের শুল্ক বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, ২০০৮ সালে দ্বিপক্ষীয় বাণিজ্যিক লেনদেনের মূল্য ছিল ৫২.৪৪ বিলিয়ন মার্কিন ডলার। যা আগের বছরের তুলনায় ১০.৫ শতাংশ বেশি। (ইয়ু কুয়াং ইউয়ে)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040