বহুপক্ষবাদ রক্ষা করার আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট
2021-12-05 19:21:43

ডিসেম্বর ৫: আজ (রোববার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিং থেকে ‘২০২১ সালে ছেংতু আন্তর্জাতিক ফোরামের’ উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও লিংকের মাধ্যমে ভাষণ দিয়েছেন। এ সময় তিনি বহুপক্ষবাদ রক্ষা করার আহ্বান জানিয়েছেন।
সি চিন পিং জোর দিয়ে বলেন, বর্তমানে মানবজাতি নানা সংকটের সম্মুখীন হচ্ছে। একাধিক বৈশ্বিক সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলার জন্য উন্মুক্ত ও সহনশীল মনোভাব বজায় রাখা, সমন্বয় ও সহযোগিতা জোরদার করা, বহুপক্ষবাদ রক্ষা করা এবং ইতিবাচকভাবে মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠা করা উচিত।   
সি চিন পিং জানান, আমাদের উচিত প্রকৃত বহুপক্ষবাদ বাস্তবায়ন করা। বহুপক্ষবাদের মৌলিক অর্থ হচ্ছে আন্তর্জাতিক বিষয়ে একযোগে আলোচনা করা। 

সি চিন পিং জোর দিয়ে বলেন, সিপিসি একশ বছরের চেষ্টায় গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অভিজ্ঞতা হলো- মানবজাতির লক্ষ্য ও ভবিষ্যতের ওপর নজর রাখা। বহুপক্ষবাদে সমর্থন দিতে চীনের সংকল্প কখনওই পরিবর্তন হবে না। চীন ন্যায্যতা, ন্যায়বিচার, সহযোগিতা ও উন্নয়ন এগিয়ে নেবে এবং মানবসভ্যতার অগ্রগতিতে মেধা ও শক্তি দিয়ে অবদান রাখবে। 
(আকাশ/তৌহিদ/শিশির)