রোববারের আলাপন-চীনে গণশরীরচর্চার অব্যাহত উন্নয়ন
2021-12-05 19:28:45

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি এনাম এবং আকাশ। 

আকাশ: এনাম ভাই, এখনো কি আপনি আগের মতোই নিয়মতি লাও সান পার্কে যান? ওখানে অনেকে শরীরর্চচা করেন, আপনি দেখেছেন? আপনি কি তাদের সঙ্গে অংশগ্রহণ করেন? 
এনাম:...
আকাশ: বন্ধুরা, আজ আমরা চীনের গণশরীরচর্চা পরিকল্পনা (২০২১-২০২৫) নিয়ে আপনাদের সঙ্গে গল্প করবো, কেমন?

পরিকল্পনায় বলা হয়েছে, গণশরীরচর্চা উন্নয়নের লক্ষ্যমাত্রা হচ্ছে ২০২১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত। এসময়ে গণশরীরচর্চা ব্যবস্থা আরো উন্নত হবে, এবং জনগণ খেলাধুলা ও শরীরচর্চার জন্য আরো বেশি সুবিধা পাবেন। শরীরচর্চায় অংশগ্রহণকারীদের আবেগ আরো বাড়বে, এবং সব ধরনের খেলাধুলায় অংশগ্রহণকারীদের সংখ্যাও বৃদ্ধি পাবে। দেশের মোট জনসংখ্যার মধ্যে মাঝে মাঝে শরীরচর্চাকারীদের সংখ্যা ৩৮.৫ শতাংশে বাস্তবায়িত হবে। শহর ও গ্রামের গণশরীরচর্চার স্থাপনা ও সরঞ্জাম আরো সম্প্রসারিত ও সুবিধাজনক করা হবে। 

পরিকল্পনায় আরো বলা হয়, গণশরীরচর্চার স্থাপনা ও সরঞ্জাম আরো সম্প্রসারণ করা হবে। দেশব্যাপী আরো ২০০০টিরও বেশি খেলাধুলা পার্ক, গণশরীরচর্চা কেন্দ্র ও গণখেলাধুলা স্টেডিয়াম নির্মাণ ও সংস্কার করা হবে। 

পরিকল্পনা মতে, দেশব্যাপী সার্বিকভাবে গণশরীরচর্চা প্রতিযোগিতা আয়োজন করা হবে। গণশরীরচর্চা সম্মেলন, জাতীয় কমিউনিটি গেমস, এবং গণশরীরচর্চা দিবসসহ নানা গণশরীরচর্চা কার্যক্রম আয়োজন করা হবে। পাশাপাশি, সব ধরনের প্রতিবন্ধী খেলাধুলার আয়োজনকে সমথর্ন দেওয়া হবে। দেশের বিভিন্ন অঞ্চলের গণশরীরচর্চার সমন্বিত উন্নয়নকে প্রমোট করা হবে। 

পরিকল্পনাটিতে বলা হয়, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ বা গোষ্ঠীর জন্য শরীরচর্চা কর্মকাণ্ড তারানিত্ব করা হবে। তরণ-তরুণীদের খেলাধুলা প্রমোট পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। বয়স্কদের জন্য উপযুক্ত খেলাধুলা সরঞ্জাম ও প্রতিযোগিতা কর্মকান্ড প্রমোট করা হবে। গণশরীরচর্চা স্থাপনা বাধামুক্ত করা হবে, এবং প্রতিবন্ধীদের খেলাধুলা পরিচালনা করা হবে। চাষী ও নারীদের শরীরচর্চা কর্মকান্ড এগিয়ে নেওয়া হবে। 

পরিকল্পনা অনুসারে, খেলাধুলা ও পর্যটনের সংযোগ আরো ঘনিষ্ঠ হবে। পর্বতারোহন, হাইকিং, মারাথ্যন, ও সাইক্লিংসহ নানা আউটডোর খেলাধুলা প্রমোট করা হবে। তার সংশ্লিষ্ট সব সুবিধা প্রতিষ্ঠা ও উন্নত করা হবে।