যুক্তরাষ্ট্রের গণতন্ত্র অসুস্থ হয়ে পড়েছে: সিআরআই সম্পাদকীয়
2021-12-05 20:26:44

ডিসেম্বর ৫: মার্কিন গণতন্ত্র যুক্তরাষ্ট্রের নিজস্ব অনুশীলনের ফলাফল; এর কোনও সর্বজনীনতা নেই এবং তা নিখুঁত নয়। আজ (রোববার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত  মার্কিন গণতন্ত্রের অবস্থা-সংক্রান্ত প্রতিবেদনে মার্কিন রাজনৈতিক ব্যবস্থা, গণতান্ত্রিক অনুশীলন, বিদেশের ওপর নিজের গণতান্ত্রিক ব্যবস্থা চাপিয়ে দেওয়াসহ নানা দিক থেকে বিশ্লেষণ করা হয়েছে। এতে বলা হয়েছে- দেশটি গণতান্ত্রিক ব্যবস্থার কেন্দ্রীয় বিষয় এবং মূল্য উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়েছে। খুবই স্পষ্ট যে, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। দেশটির উদ্যোগে তথাকথিত ‘গণতন্ত্র সম্মেলন’ আয়োজনও হাস্যকর। ওয়াশিংটনের রাজনীতিবিদরা এবার সম্মেলনের মাধ্যমে মার্কিন গণতন্ত্রের প্রভাব প্রসারিত করতে চেয়েছিলেন; তবে তারা যুক্তরাষ্ট্রের খারাপ গণতান্ত্রিক অবস্থার উদাহরণ সৃষ্টি করেছেন।

গতকাল (শনিবার) বেইজিংয়ে ‘গণতন্ত্র: মানবজাতির অভিন্ন মূল্যবোধ’ শিরোনাম একটি আন্তর্জাতিক ফোরাম অনুষ্ঠিত হয়। ফোরামে গণতন্ত্র-সম্পর্কিত বিষয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা। গণতন্ত্রের কোনও নির্দিষ্ট পদ্ধতি নেই।  তাই বিভিন্ন দেশের উচিত্ পরস্পরকে সম্মান করা, অমিল পাশে রেখে মিল অন্বেষণ করা, যোগাযোগ করা, ঐক্যবদ্ধ থাকা ইত্যাদি। এসব বিষয় সবার সমর্থন পায়।

এদিকে, গেল দু’বছরে যুক্তরাষ্ট্রে কী কী হয়েছে? আফ্রিকান আমেরিকান ফ্লয়েড পুলিশের হামলায় নিহত হয়েছে। করোনা মাহামারিতে ৭.৮ লাখ মার্কিনী মারা গেছে। ২০২১ সালের শুরুতে ক্যাপিটল হিলের ঘটনা মার্কিন গণতন্ত্রের ইতিহাসে কলঙ্ক লেপন করেছে। মার্কিন গণতন্ত্র নিয়ে দেশটির মানুষ দিন দিন হতাশ হয়ে পড়ছে।

‘গণতন্ত্রের বাতিঘর’ যুক্তরাষ্ট্র এখন সংকটাপন্ন। এ অবস্থায় কথিত গণতন্ত্র শীর্ষসম্মেলন আয়োজন করার মাধ্যমে দেশের সমস্যা অন্যত্র স্থানান্তর করতে চায় মার্কিন রাজনীতিবিদরা। তবে, তাও ব্যর্থ হবে। কারণ, সারা বিশ্ব স্পষ্টভাবে দেখছে যে- যুক্তরাষ্ট্রের গণতন্ত্র অসম্পূর্ণ এবং যুক্তরাষ্ট্র গণতন্ত্রের অজুহাতে সারা বিশ্বে আধিপত্য বিস্তার করছে।

(শিশির/তৌহিদ/আকাশ)