“চীনের গণতন্ত্র” শীর্ষক শ্বেতপত্র প্রকাশিত
2021-12-04 15:25:50

“চীনের গণতন্ত্র” শীর্ষক শ্বেতপত্র প্রকাশিত_fororder_2934349b033b5bb508c30a91c7265030b700bc4c

ডিসেম্বর ৪: চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় আজ (শনিবার) ‘চীনের গণতন্ত্র’ শিরোনামে শ্বেতপত্র প্রকাশ করেছে। পাশাপাশি এ শ্বেতপত্রের নানা দিক ব্যাখ্যা করার জন্য এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়েছে। শ্বেতপত্রে চীনের গণতান্ত্রিক মুল্যবোধ, ব্যবস্থা, অনুশীলন ও অবদানসহ নানা বিষয়ে কথা বলা হয়েছে। এতে ২৪ হাজার শব্দ রয়েছে।

 

শ্বেতপত্রে বলা হয়, গণতন্ত্র মানবজাতির অভিন্ন সম্পদ। চীনের কমিউনিস্ট পার্টি ও জনগণ এতে অবিচল রয়েছে। চীনের গণতন্ত্র জনগণের গণতন্ত্র। নিজের ব্যাপারে চীনা জনগণের নিজের সিদ্ধান্ত নেওয়াই চীনা গণতন্ত্রের মূল ও কেন্দ্রীয় বিষয়। সিপিসি’র অষ্টাদশ কংগ্রেসের পর চীনের গণতান্ত্রিক রাজনীতির উন্নতি সম্পর্কে নতুন চেতনা অর্জিত হয়েছে এবং সর্বাত্মক গণতন্ত্রের চিন্তাভাবনা শুরু হয়েছে। সর্বাত্মক গণতন্ত্র মানে প্রক্রিয়া, ফলাফল, পদক্ষেপ ও বাস্তবতাসহ নানা ক্ষেত্রে গণতন্ত্র বাস্তবায়ন, যা সর্বাত্মক ও সর্ববৃহৎ ও কার্যকর গণতন্ত্র।

 

শ্বেতপত্রে আরও বলা হয়, গণতন্ত্র বিভিন্ন দেশের জনগণের অধিকার, বরং অল্প কিছু দেশের অধিকার নয়। একটি দেশ গণতান্ত্রিক কি না, সেই দেশের জনগণই তার পর্যালোচনা করবে, বাইরে থেকে অন্য কারও যা-তা বলার অধিকার নেই।

(রুবি/তৌহিদ/শিশির)