‘শাংহাইয়ের মার্চ মাস’
2021-11-30 15:55:32

‘শাংহাইয়ের মার্চ মাস’_fororder_dai

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী তাই ছুয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

তাই ছুয়ান, ১৯৭৯ সালের ১৫ সেপ্টেম্বর চীনের আন হুই প্রদেশের উ হু শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন পুরুষ কণ্ঠশিল্পী ও গীতিকার। ২০১৪ সালে তাঁর প্রথম স্বরচিত গান ‘হৃদয়ের দৃশ্য’ প্রকাশিত হয়।

 

২০১৫ সালে তাই ছুয়ান চীনের কেন্দ্রীয় টেলিভিশনের নতুন কণ্ঠশিল্পীর প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশে চতুর্থ স্থান পান। একই বছর তাঁর প্রথম অ্যালবাম ‘মানুষকে সাহায্য করা’ বাজারে আসে। ২০১৬ সালে তাই ছুয়ান ‘উখুং’ নামে গানটি গেয়ে সবার কাছে পরিচিত হয়ে ওঠেন।

 

বন্ধুরা, এখন শুনুন তাই ছুয়ানের কণ্ঠে ‘শাংহাইয়ের মার্চ মাস’। গানের কথাগুলো এমন: মিষ্টি চা মনকে নাড়া দেয়। হালকা বসন্তের বৃষ্টিতে ভিজে যায়। অতীত ও বর্তমানের শাংহাই, মনে পড়ে। বাতাস আসে, বাতির আলো দুর্বল হতে থাকে। স্বপ্ন এত দ্রুত চলে যায়, কিন্তু স্মৃতি ভোলা যায় না।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন তাই ছুয়ানের গান- ‘সবুজ পাহাড়, সাদা মেঘ’। গানের কথায় বলা হয়: সূর্যাস্ত হয়েছে, রান্নার ধোঁয়া উঠছে। স্নেহময় বাতাসে নদী আকাশের সঙ্গে মিশে যায়। হ্রদের পানিতে মেঘের ছায়া। দক্ষিণ দিক থেকে আসা বাতাস ও বাঁশের নৌকা, আমি মাতাল হয়ে চলি। দেখুন, আগামীকালের সময়, কাপড়ে সবুজ ফুল ফুটেছে।

আচ্ছা, শুনুন এই কবিতার মত সুন্দর এই গান।

‘শাংহাইয়ের মার্চ মাস’_fororder_dai2

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন তাই ছুয়ানের কণ্ঠে আরেকটি গান, গানের নাম ‘আপনি পাহাড়’। গানের কথাগুলো এমন: যদি আপনি যেতে চান, প্লিজ চুপচাপ যাবেন না। আমার সঙ্গে আবার মদ খেয়ে মাতাল হবেন কি? সবুজ পাহাড়ে চাঁদের নিচে কত স্মৃতি, বনের মাঝে পরিচ্ছন্ন নদীতে কত কবিতা। প্রথম দেখা যেন স্বপ্নের মতো, আবার দেখা হবে কি? আপনি পাহাড়, পাহাড়ই তো পাহাড়, উজ্জ্বল চাঁদের পাথরে, সুন্দর বাদ্যযন্ত্রের শব্দ।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন আরেকটি গান, গানের নাম ‘জীবনের ভালোবাসা’। গানের কথাগুলো এমন: অতীত, বর্তমান, আগের কথা, আর ফিরে আসবে না। লাল পাতা, চিরদিনে মাটিতে থাকবে। এই বিশ্বে সৌভাগ্য কীভাবে হয়, ভালোবাসলেও কাছে যাওয়া যায় না।

আচ্ছা, শুনুন গানটি।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী তাই ছুয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)