ইয়ু খ্যওয়েই
2021-11-30 11:19:43

ইয়ু খ্যওয়েই ১৯৮৩ সালের ২৩ অক্টোবর চীনের সিছুয়ান প্রদেশের ছেংতু শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূভাগের একজন পপসঙ্গীত শিল্পী। ২০০৯ সালে তিনি হুনান টিভি’র ‘সুপার গার্ল’ সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে চতুর্থ স্থান লাভ করেন। তখন থেকে তিনি শোবিজে প্রবেশ করেন। ২০১০ সালে তিনি প্রথম একক অ্যালবাম ‘নীল ছোট প্যান্ট’ প্রকাশ করে মিউজিক রেডিও চীনের শীর্ষ তালিকায় মূল-ভূভাগের সেই বছরের নতুন শিল্পী পুরস্কার জিতেন।

ইয়ু খ্যওয়েই_fororder_dbb44aed2e738bd46a03ab31ad8b87d6277ff994

ছোটবেলা থেকে ইয়ু খ্যওয়েই’র বাবা তাঁকে তাইওয়ানের গান শোনান। যখন তাঁর বয়স আট বছর, তখন সঙ্গীতে তাঁর প্রতিভা দেখা দেয়। সুতরাং বলা যায়, তাঁর বাবা সঙ্গীতের পথে তাঁকে নিয়ে আসেন। ইয়ু খ্যওয়েই’র প্রথম অ্যাবাম ‘নীল ছোট প্যান্টে’ মোট ১০টি গান অন্তর্ভূক্ত হয়। অ্যালবামে শিরোনাম সংগীত ছাড়াও ‘হৃদয়গ্রাহী’ নামের একটি গান রয়েছে। 

ইয়ু খ্যওয়েই_fororder_src=http___nimg.ws.126.net__url=http___dingyue.ws.126.net_2020_1101_0dcc87acj00qj47lt001bc000ht00dfm&thumbnail=650x2147483647&quality=80&type=jpg&refer=http___nimg.ws.126

‘ভাঙা প্রেম’ ইয়ু খ্যওয়েই’র তৃতীয় অ্যালবাম। ২০১২ সালের অগাস্টে প্রকাশিত অ্যালবামে মোট ১১টি গান অন্তর্ভূক্ত হয়। অ্যালবামের শিরোনাম সংগীত ‘সঙ্গীত অগ্রগামী বিলবোর্ড’ সেরা ১০টি স্বর্ণ সঙ্গীত পুরস্কার জিতে। 

ইয়ু খ্যওয়েই_fororder_eaf81a4c510fd9f9514b534d604e842c2834a41b

‘সময় বৃষ্টি ফোঁটায়’ ইয়ু খ্যওয়েই’র একটি ধীর গতির লিরিক গান। এটি ‘ক্ষুদ্র টাইমস’ চলচ্চিত্রের অফিসিয়াল গান। গানে প্রেরণা ও জীবনের প্রতি লেখকের অনুভূতি প্রকাশিত হয়। সময় বাষ্পীভূত বৃষ্টির মতো, আর ফিরে আসে না। 

ইয়ু খ্যওয়েই_fororder_src=http___pic1.win4000.com_pic_7_b1_467da1faf3&refer=http___pic1.win4000

‘মাইক্রো সুখ’ ইয়ু খ্যওয়েই ২০১২ সালে প্রকাশিত দ্বিতীয় অ্যালবামের নাম। অ্যালবামের শিরোনাম সংগীত ‘মাইক্রো সুখ’, ‘আঘাত সহ্য করতে পারি না’ এবং ‘ভালো বন্ধু শুধু বন্ধু’ তিনটি শহুরে প্রেমের গান তাইওয়ানের একটি টিভি নাটকের গান হিসেবে বাছাই হয়।

   ইয়ু খ্যওয়েই_fororder_src=http___n.sinaimg.cn_front_200_w640h360_20180719_hjRS-hfnsvza5516309&refer=http___n.sinaimg

(প্রেমা/এনাম)