মুহাম্মাদ আব্দুল্লাহ আল মামুনের সাক্ষাত্কার
2021-11-28 18:48:57

মুহাম্মাদ আব্দুল্লাহ আল মামুনের সাক্ষাত্কার_fororder_56e3ad026df828f1cea88d5cb70a924

আজকের ‘ঊর্মির বৈঠকখানা’ আসরে আমার সাথে যোগ দিচ্ছেন মুহাম্মাদ আব্দুল্লাহ আল মামুন। জনাব মামুন বাংলাদেশ এর ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট থেকে মলিকুলার মেডিসিন এর উপর ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করেছেন। তিনি ২০১৭ সালে চাইনীজ সরকারের বৃত্তি নিয়ে চেংচৌ ইউনিভার্সিটি তে মেডিসিনাল কেমিস্ট্রি তে মাসটারস পড়তে আসেন। তারপর ২০২০ সালে একই ইউনিভার্সিটি তে পি.এইচ. ডি করার সুযোগ পান। মাসটারস পড়াকালীন তিনি অ্যান্টিক্যান্সার ঔষধ নিয়ে গবেষণা করেন। বর্তমানে তিনি ক্যান্সার এর জন্য দায়ী একটি প্রোটিন নিয়ে গবেষণা করছেন। জনাব মামুন এর গবেষণা প্রবন্দ বিভিন্ন ভালো অ্যান্টিক্যন্সার বিজ্ঞান সাময়িকী যেমন ফার্মাকোলজিকাল রিসার্চ, জার্নাল অব হেমাটোলজি অ্যান্ড অনকোলজি, জার্নাল অব মেডিসিনাল কেমিস্ট্রিসহ আরও অন্যান্য সাময়িকী তে প্রকাশ হয়েছে। ব্যাক্তি জিবনে তিনি খুবই উৎফুল্ল থাকতে ভালোবাসেন।তিনি মানসিক এবং শারীরিক ভাবে ভালো থাকার জন্য নিয়মিত ধ্যান করেন।  

আব্দুল্লাহ আল মামুন চীনকে খুব ভালোবাসেন। তিনি চীনা ভাষায় কথাও বলতে পারেন। তো চলুন, কথা বলি তাঁর সঙ্গে।