যুক্তরাষ্ট্রের উচিত আফ্রিকায় রাজনীতি না করা: সিএমজি সম্পাদকীয়
2021-11-24 18:35:25

যুক্তরাষ্ট্রের উচিত আফ্রিকায় রাজনীতি না করা: সিএমজি সম্পাদকীয়_fororder_fei

নভেম্বর ২৩: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেন সম্প্রতি কেনিয়া, নাইজেরিয়া ও সেনেগাল সফর করেছেন। আন্তর্জাতিক সমাজ লক্ষ্য করেছে যে, ব্লিনকেন এবার সফরের মাধ্যমে চীন ও আফ্রিকার মৈত্রীর মধ্যে আমেরিকার স্থান খুঁজেছেন এবং চীনের কূটনৈতিক অবস্থাকে ছোট করার চেষ্টা করেছেন।

বন্ধুর প্রতি আন্তরিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র দীর্ঘকাল ধরে শুধু আফ্রিকার দেশগুলোকে সাহায্য করার কথাই বলেছে, আর খুব কমই তা বাস্তবায়ন করেছে। অথবা সাহায্যের সঙ্গে রাজনৈতিক শর্ত যুক্ত করেছে। যুক্তরাষ্ট্র আসলে কখনই আফ্রিকার উন্নয়নের প্রতি গুরুত্ব দেয়নি। শুধু আফ্রিকাকে ভৌগোলিক রাজনীতির যন্ত্র হিসেবে বিবেচনা করেছে।

 

তবে, সেই তুলনায় চীন সবসময় আফ্রিকাকে বন্ধুর মতো মর্যাদা দিয়েছে। সম্প্রতি জিম্বাবুয়ের প্রধান টেলিভিশন একটি প্রমাণ্যচিত্র তৈরি করে দেখিয়েছে যে, চীনা টিকার সাহায্যে সে দেশের ভিক্টোরিয়া শহরের নাগরিক ও পর্যটকের স্বাস্থ্য নিশ্চিত করা হয়েছে, পর্যটন শিল্প ও অর্থনীতি পুনরুদ্ধার হয়েছে।

 

কে আফ্রিকার সত্য বন্ধু? এ বিষয়ে এক জরিপ থেকে জানা যায়, আফ্রিকায় চীনের প্রভাব সবচেয়ে বেশি। ৬৩ শতাংশ মানুষ মনে করে, চীন আফ্রিকায় ইতিবাচক প্রভাব ফেলেছে।

 

সিএমজি সম্পাদকীয়তে বলা হয়, যদি মার্কিন কর্মকর্তা আফ্রিকায় মর্যাদা অর্জন করতে চায়, তাহলে তাদের উচিত আফ্রিকায় সক্রিয় কর্মকাণ্ড চালানো।

(শুয়েই/তৌহিদ)