মিথ্যাচার করে সিনচিয়াংয়ের স্থিতিশীলতা নষ্ট করা যাবে না
2021-11-23 16:28:05

মহাকাশে চীনা নভোচারীরা যেভাবে শরীরচর্চা করেন_fororder_xin

নভেম্বর ২৩: সিনচিয়াং বিষয়ে মিথ্যাচার হলো চীন-বিরোধী শক্তির রাজনৈতিক অপপ্রয়াস। তথাকথিত ‘শাস্তি’ সিনচিয়াং-এর স্থিতিশীল উন্নয়নকে নষ্ট করতে পারবে না।

 

ওসাকায় চীনা কনসুলেট জেনারেলের উদ্যোগে ‘চীনকে উপলব্ধি করা’ শীর্ষক অনলাইন ধারাবাহিক উন্মুক্ত ফোরামের সপ্তম আলোচনাসভা গতকাল (সোমবার) আয়োজন করা হয়। চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সরকারের মুখপাত্র সুই কুই সিয়াং এবং ইলিজান আনাইতি ‘সিনচিয়াং-এর স্থিতিশীল উন্নয়ন’ শিরোনামে বক্তৃতা দেওয়ার সময় উপরোক্ত মন্তব্য করেন।

 

সুই কুই সিয়াং বলেন, চীন-বিরোধী শক্তিরা সিনচিয়াংয়ে অস্থিতিশীলতা সৃষ্ট করতে চায়, সিনচিয়াংকে আবারও সহিংস ঘটনার সময়ে ফিরিয়ে নিতে চায়। এটাই তাদের অপচেষ্টা।

সুই কুই সিয়াং সভায় আরও বলেন, সিনচিয়াংয়ে টানা ৫ বছর ধরে কোনো সন্ত্রাসী ও সহিংস ঘটনা ঘটে নি। চীন-বিরোধী শক্তি আগের মতো সহিংসতা করতে চাইলে তা অসম্ভব।

সুই কুই সিয়াং আরও বলেন, ২০১৮ সাল থেকে এই পর্যন্ত দুই সহশ্রাধিক বিদেশি ব্যক্তি সিনচিয়াং সফর করেছেন, তারা সিনচিয়াংয়ের প্রকৃত অবস্থা দেখেছেন।

তিনি বলেন, চীন ও জাপান ভালো প্রতিবেশী দেশ। সিনচিয়াং জাপানের বিভিন্ন মহলের বন্ধুদের স্বাগত জানায়।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)