বছরের প্রথম নয় মাসে চীনের অর্থনীতি ৯.৮ শতাংশ বেড়েছে
2021-10-18 15:25:04

বছরের প্রথম নয় মাসে চীনের অর্থনীতি ৯.৮ শতাংশ বেড়েছে_fororder_1018-1

অক্টোবর ১৮: চলতি বছরের প্রথম নয় মাসে চীনের ডিজিপি ৮২ ট্রিলিয়ন ৩১০ বিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৯.৮ শতাংশ বেশি। এর মধ্যে বছরের তৃতীয় প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় অর্থনীতি বেড়েছে ৪.৯ শতাংশ। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর আজ (সোমবার) প্রকাশিত পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে চীনের বড় আকারের শিল্পপ্রতিষ্ঠানগুলোর আয় গত বছরের একই সময়ের তুলনায় ১১.৮ শতাংশ বেড়েছে। এর মধ্যে তথ্যপ্রযুক্তি এবং পরিবহন ও ডাক শিল্পের আয় বেড়েছে যথাক্রমে ১৯.৩ ও ১৫.৩ শতাংশ।

পরিসংখ্যান আরও বলছে, চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে সামাজিক ভোগ্যপণ্যের মোট খুচরা বিক্রি ১৬.৪ শতাংশ বেড়েছে; স্থায়ী সম্পদে বিনিয়োগ ৭.৩ শতাংশ বেড়েছে; এবং আমদানি-রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ২২.৭ শতাংশ বেড়েছে।

পরিসংখ্যান অনুসারে, চলতি বছরে কর্মসংস্থান পরিস্থিতি স্থিতিশীল আছে। বছরের প্রথম তিন প্রান্তিকে নতুন করে ১ কোটি সাড়ে ৪ লাখ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। (ইয়াং/আলিম/ছাই)