সিপিসি’র কেন্দ্রীয় পলিট ব্যুরোর সভায় শতবছরের সাফল্য নিয়ে আলোচনা
2021-10-18 16:10:11

সিপিসি’র কেন্দ্রীয় পলিট ব্যুরোর সভায় শতবছরের সাফল্য নিয়ে আলোচনা_fororder_1018-2

অক্টোবর ১৮: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সভা আজ (সোমবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিগত এক শ বছরে পার্টির অর্জিত সাফল্য ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়।  

সভার সিদ্ধান্ত অনুসারে, সিপিসি’র ১৯তম কেন্দ্রীয় কমিটির ষষ্ঠ পূর্ণাঙ্গ অধিবেশন আগামী ৮ থেকে ১১ নভেম্বর পর্যন্ত বেইজিংয়ে অনুষ্ঠিত হবে। সোমবারের সভায় উত্থাপিত বিভিন্ন প্রস্তাব সংশোধনের পর উক্ত অধিবেশনে পেশ করা হবে।

সোমবারের সভায় বলা হয়, বিগত শত বছর ধরে সিপিসি নিজের লক্ষ্যে স্থির থেকেছে এবং দেশের বিভিন্ন জাতির মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়নের নতুন ইতিহাস সৃষ্টি করেছে। সিপিসি উন্মুক্তকরণ ও সংস্কারের ক্ষেত্রে অনেক মূল্যবান অভিজ্ঞতাও সঞ্চয় করেছে। সিপিসি ও চীনা জনগণের প্রচেষ্টায় চীন ক্রমশ ধনী ও শক্তিশালী হয়ে উঠছে। বরাবরের মতোই সিপিসি জনগণকে সাথে নিয়ে সামনে এগিয়ে যাবে। (ইয়াং/আলিম/ছাই)